Nojoto: Largest Storytelling Platform

Best বা Shayari, Status, Quotes, Stories

Find the Best বা Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about'english हिन्दी বাংলা తెలుగు मराठी', 'english हिन्दी বাংলা తెలుగు', 'english हिन्दी বাংলা', english বাংলা తెలుగు मराठी தமிழ், english বাংলা తెలుగు म,

  • 51 Followers
  • 251 Stories

HIMANSHU NASKAR

read more
"""ফকির আমি,,,,,,

যখন আমার দেওয়ার কিছু নেই-
ওগো নেই যে কিছু আর।
তখন তুমি নাই বা দিলে ঠাঁই,
না হয় পেলাম উপেক্ষা উপহার।

আমি খুশি যদি দেখি-তুমি হাসিখুশি,
আমি না হয় হলাম আজ, নিরব বাঁশি।
সুর যদি না ওঠে তাতে কি বা যায় আসে,
তোমার গানের সুর যে ভেসে আসে বাতাসে।

সেই সুরে সুরে ভেসে যাবো অস্তাচলে,
ব্যাথা গুলো মুছে যাবে নয়ন জলে।
ফেরার পথ ভুলে ফকিরের বেশে,
না হয় ঘুরবো সখের দেশে দেশে।

  ‌                _____পথের শেষে
একলার দেশে , ফকির আমি তোমায় ভালোবেসে।

.......✍ হিমাংশু।

Bumba

#durga

read more
ইঁদুর কহে ... ‘
কেউ ডাকে এই নামেতে, 
কেউ বা ডাকে মূষীক
‘তবে সবাই দেখে নাক সিঁটকোয় 
দেখি এদিক ওদিক !
*******
কেউ বা আবার ভীষণ রাগে ‘
পেলেই মারবো’ বলেন
‘এতো নথিপত্র কেটে সাবাড় করি, 
কেউ কি আমায় ছাড়েন !
********
শুধু বাবা আমায় ভালোবাসেন
আদরে ডাকেন ‘ইন্দুর’ ...
শুধু দশমীর দিন মা-মাসীরা ভালোবেসে 
মাখান আমায় সিন্দুর !! #Durga

Avijit Srimani ✍️

# মহালয়া

read more
আজ "শুভ মহালয়া" বলাটা ঠিক ?

পুরাণ বিশেষজ্ঞ নৃসিংহপ্রসাদ ভাদুড়িকে জিজ্ঞেস করা হয়েছিলো ওই ওপরের প্রশ্নটাই। মহালয়া শুভ নয়। আর মহালয়ার সঙ্গে দুর্গাপুজোর কোন সম্পর্কই নেই। কারণ, এই দুর্গাপুজোটাই অকালের পুজো। বসন্তকালের জায়গায় শরৎকালে। ফলে মহালয়া আর পুজোর ধারণাটাই তেল-জল ব্যাপার, মেশার কথাই নয়।উনি যা বললেন, হুবহু লিখছি :

"এটা মিথলজিক্যলি ভুল। এটা যে দেবীপক্ষের শুরু, এই ভাবটা আসতে শুরু করেছে। কিন্তু মহালয়াটা দেবীপক্ষের শুরু নয়। প্রতিপক্ষে (বা, প্রতিপদে - যাকে অনেকেই ভুল করে "প্রথমা" বলে দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী-র আগে...) দেবীপক্ষের শুরু হয়। মহালয়াটা পিতৃপক্ষের শেষ। এটা সেই হিসেবে একটা বিরহের দিন। পিতৃলোকের সঙ্গে মর্ত্যলোকের সংযোগের দিন। শাস্ত্রমতে পরলোকগত পিতৃপুরুষেরা এই দিনে পিতৃলোক ছেড়ে অনেক নিচে নেমে আসেন বর্তমান পুরুষদের তর্পণ আর পুজো নেওয়ার জন্য। ফলে, মর্ত্যলোকের কাছে তাঁদের একটা বিরাট আলয় বা আবাস তৈরি হয়। তাই, মহা + আলয় - মহালয়। আর, তিথি হিসেবে স্ত্রীলিঙ্গ - তাই শেষে আ-কার যোগ হয়ে মহালয়া। তাই, শুভ মহালয়া না বলে "শুভ পুজো" বলাটাই ভালো।

আর, আজকের এই বিরহের দিনটাকে এইরকম শুভ না বলতে চাইলেও বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহাশয় এমনই অসাধারণ একটা কাজ করে গেছেন, যে ধন্যবাদটা তাঁকে না দিলেই নয়। একটা মানুষ তাঁর কাজের জন্য মিথ হয়ে যেতে পারেন, একটা বিরহের দিনের ভাবনাকে যে বদলে দিতে পারেন, সেই ভদ্রলোককে তাঁর কাজের স্বীকৃতি দিতেই হবে। এটা একমাত্র ওনার কন্ঠস্বরের যাদুতেই সম্ভব হয়েছে!" # মহালয়া

Merajul Islam

শরতে হিমের পরশ একটু একটু শীতের ছোঁয়া খুব হালকা কাপড়ে গা ঢাকা আবার মাঝে মাঝে কিছুটা গরম তাই পাখার বাতাসে একটুখানি আরাম। মেঘলা আকাশে ঝিরি ঝিরি বৃষ্টি বাড়ি বসে বসে কখনো বা শুয়ে শুয়ে

read more
 শরতে হিমের পরশ
একটু একটু শীতের ছোঁয়া
খুব হালকা কাপড়ে গা ঢাকা
আবার মাঝে মাঝে কিছুটা গরম
তাই পাখার বাতাসে একটুখানি আরাম। 

মেঘলা আকাশে ঝিরি ঝিরি বৃষ্টি
বাড়ি বসে বসে কখনো বা শুয়ে শুয়ে

রাহুলের গল্প

Please somoy takla golpo ti pora jan❤❤ ❤Classroom ❤ আজ রবিবার office ছুটি,তাই হঠাৎ করেই ঠিক হল সব পুরনো স্কুলের বন্ধুরা মিলে দেখা করবে স্কুলের পাশে সেই পুরনো পার্কে। শরৎ-এর এই দুপুরে জানলার পাশে বসে কিছু টা nostalgic হয়ে পড়ল মেখলা, ফিরে গেল সেই class room এ। সেই (a+b)² থেকে শুরু করে sin-cos-thita, রবীন্দ্রনাথ থেকে শুরু করে কাজী নজরুল ইসলাম, English এর সেই voice change থেকে শুরু করে chemistry -র 2H+O=H2O কিংবা টিফিনের সেই ঝালমুড়ি থেকে শুরু করে ছুটির সময় ঘুগনি খাওয়া। এইসব কিছুর মাঝে আরে

read more
 Please somoy takla golpo ti pora jan❤❤

❤#Classroom ❤

আজ রবিবার office  ছুটি,তাই  হঠাৎ করেই ঠিক হল  সব পুরনো স্কুলের বন্ধুরা মিলে দেখা করবে স্কুলের পাশে সেই পুরনো পার্কে। 
শরৎ-এর এই দুপুরে জানলার পাশে বসে কিছু টা nostalgic হয়ে পড়ল মেখলা, ফিরে গেল সেই class room এ।
   সেই (a+b)² থেকে শুরু করে sin-cos-thita,  রবীন্দ্রনাথ থেকে শুরু করে কাজী নজরুল ইসলাম, English এর সেই voice change থেকে শুরু করে chemistry -র 2H+O=H2O কিংবা টিফিনের সেই ঝালমুড়ি থেকে শুরু করে ছুটির সময় ঘুগনি খাওয়া।
এইসব কিছুর মাঝে আরে

Live bd. news

read more
অ্যাডোপিক রাহেগেসি মধ্যে ছত্রাক বা জিবনু ঘটিত চর্ম রাহাগের প্রর্দত্তিকরণ শেষ।  সাধারণের কম বয়সী স্টাফাইলেক্কাস (স্টাফিলোকক্কাস) অরিয়াস জিবনু কখনই থাকছে না  শতাধিক শ্বাসতন্ত্রের উপরের পরিস্থিতি দেখা দেয় (উপরের শ্বাসযন্ত্রের সংক্রমণ) শতকরা ১০ থেকে ১৫ ভাগ রাগী নিউমেনিয়া রাহে আগত হন।  আমাদের প্রথম হার্পিজ সিম্প্লেক্স বা ভ্যাকসিনিয়া ভাইরাস অ্যাডোপিক রাহেগেসি চালনা করুন।  এ কেপেসিস ভ্যারিমিলিফরম ইরাপসনাটা চর্ম রাগে থাকা হয়েছে।  অজানা অ্যাটোপিক ডাক্তারদের মত গুটি বসন্তের টিকেট চিহ্নিত করা হয়নি।  কখনও কখনও অটোপিকরের কোনও উত্তরই নেই, কেবলমাত্র ছড়িয়ে পড়তে হবে না চো  অ্যাটোপিক অ্যা অ্যা অ্যা অ্যা অ্যা অ্যা  রায়েগ নির্ণয় পদ্ধতি (ডায়াগনোসিস): পরীক্ষার্থীরা কোন সুনির্দিষ্ট পরীক্ষা করতে পারেন না, এটি এই রাহেগ সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা উচিত।  তবুও এই রাগের রাহেগেসি শুক্ক ও কর্কশ থাকুন।  আলোড়ন থেকে ঘর্ম ও ঘর্ম মেদ (সেবুম) স্বাভাবি থেকে কম নিঃসরণ হয়।  সাধারণ ল্যাকের শরীরে অবস্থানে (স্ট্রাইকিং) এই নম্বরটি যদি লাল বর্ণিত হয়।  তবে অ্যাডোপিক একজিমার রাগেসে কিছুটা শ্বেত পরে লালভাবনা হয় না।  চোখের চারিদিকের ত্বক লোকে কালা বর্ণিত হয়েছে।  কানন পিছনে ভানজে ফাটা স্থান।  আবার কখনও রক্তের আইজি ই (আইজিই) পর্যবেক্ষণ (অ্যান্টিবডি)

Avijit Srimani ✍️

# অভ্যেস

read more
Loneliness অতসীর এই এক রোগ, কথা শুরু করলে আর থামতেই চায় না। তা সে অনুষ্ঠান বাড়ি হোক বা মন্দির হোক বা দোকানে জিনিস কিনতে গিয়েই হোক। বিষয়ের অভাব পড়ে নি কখনও। আর নিখিলেশের কাজই ছিলো ওকে তাগাদা দেওয়া। 'কৈ গো, ওঠো। রাত অনেক হলো। বাড়ি ফিরতে হবে তো...' বার কয়েক তাগাদা না দিলে উঠতো না কিছুতেই। গত ছত্রিশ বছর কথাগুলো বলতে বলতে নিখিলেশের অভ্যেস হয়ে গেছে। আরও কিছুক্ষণ কথা বলার পর তবে উঠতো সে।

আজও ছেলে-বৌমা, মেয়ে-জামাই, নাতি নাতনি, আত্মীয় স্বজন'রা এক জায়গায় জড়ো হয়েছে। তাদের কথার আর শেষ নেই। অভ্যেস মতো নিখিলেশ বলল, ' কৈ গো, ওঠো। রাত অনেক হলো। বাড়ি ফিরতে হবে তো...'

কথাগুলো বলেই ওর মনে পড়লো সবাই বারণ করা সত্ত্বেও সে এখানে এসেছে অতসী'কে দাহ করতে... কি করবে সে... এটাতো তার অভ্যেস.......... # অভ্যেস

dalia mondal

read more
Dear sir, 
আর তো মাত্র কটা মাস;তারপরেই সব অতীত l 
দেখতে দেখতে কেটে গেছে দু -দুটো বছর, 
মনে থাকবে তো স্যার আপনার ;আমাদের নামগুলো?? 
জানি থাকবে না হয়তো ;কিন্তু আমাদের সাথে কাটানো সময়, তার কী হবে? 
মনে থাকবে স্যার? সেই abnormal parabola র concept, থাকবে তো মনে ;আপনার সাথে একজন করেছিল celebrate, enemy day l 
কেউ আবার বলেছিলো "আপনার গানের গলা টা তো বেশ !!"
সত্যি স্যার, কাটানো এই মুহুর্তগুলো আর হয়তো পাবো না ফিরে,
পারবো না আর যেতে Monday -Friday র রাত আট টার class টা তে, 
কিন্তু মনের ডায়েরি এর পাতায় এই স্মৃতিগুলো থেকেই যাবে l 
সাথে মনে থাকবে ;পরীক্ষার নামে দেওয়া বাঁকা প্রশ্নের ভয় l 
আপনি ছিলেন বলেই হয়তো আজ ভালোবেসে status দিতে পারি 
'I am in the relationship with Mathematics "
অঙ্ক নিয়ে ভয় দূর হলেও ;সামনে HS !! ভুললে চলে? 
জানেনই তো স্যার 'Love hurts the most '
তাই HS এর result র জন্য অপেক্ষাটাই থাক l 
আপনি বরং আশীর্বাদ করুন, আজ থেকে দশ বছর পর আপনার সামনে যেন নিজেদের পরিচয় নিয়ে দাঁড়াতে পারি l 
school life এর শেষ লগ্নে এসে আজ বুঝি; miss করতে হবে অনেক কিছু, 
এই যেমন ধরুন আপনার বলা - শাব্বাস বা 'হে প্রভু ¡¡'
আর হ্যা স্যার, কখনো যদি depressed লাগে ;একবার ফিরে তাকাবেন ;
আমাদের স্মৃতির ডায়েরিটা একবার খুলে দেখবেন ------
আনমনেই হেসে উঠবেন বারবার, হয়তো বা চোখের কোণে জমবে জল ll 
অবশেষে বলি, আমাদের ভুলে যাবেন না যেন (actually আমাদের ভোলা যায় না আমরা তো হলাম legend, কি বলুন sir? )
~দীপান্বিতা মন্ডল

Gopa Gopa

থাকো সত্যের পথে, জয় হবে তাতে, নিশ্চিত যেনো তাই, দয়া আনো মনে, দেখিবে গগনে, সাক্ষাৎ দেবতা হিন্দু কে, বা খ্রিস্টান কে, কেই বা মুসলমান, দেখো ধর্মের নামে আমাদের দেশে শেষ হলো কত প্রাণ, ভারত মাতার সন্তান মোরা, আর নেই কোনো পরিচয়, জাতের বিচার করো নাকো আর, শুধু গাও মানুষের জয়

read more
সত্যের পথে থাকো সত্যের পথে, জয় হবে তাতে, নিশ্চিত যেনো তাই, দয়া আনো মনে, দেখিবে গগনে, সাক্ষাৎ দেবতা                          হিন্দু কে, বা খ্রিস্টান কে, কেই বা মুসলমান, দেখো ধর্মের নামে আমাদের দেশে শেষ হলো কত প্রাণ,                ভারত মাতার সন্তান মোরা, আর নেই  কোনো পরিচয়, জাতের বিচার করো নাকো আর, শুধু গাও মানুষের জয়

Merajul Islam

ঘণ্টা দেড়েক পরীক্ষা বন্দ থাকল, কারণ - প্রশ্নপত্র ফাঁস। তাই নতুন করে প্রশ্নপত্র প্রস্তুত করা- নিশ্চয় সময় সাপেক্ষ। নানান কথা উঠে -কেউ বলে, "প্রেস থেকে হয়েছে"। একথা খণ্ডন করে কেউ বলে, " তাহলে শুধু একটা ক্লাশের কেন হবে "? আবার কেউ বলে, " অফিস থেকে হয়েছে "। এর বিপক্ষে কেউ বা বলে, অফিসের চাবি যার কাছে, তার কাছ থেকে জানতে হবে, ঘটনা ঘটার কারণ"।

read more
 ঘণ্টা দেড়েক পরীক্ষা বন্দ থাকল, কারণ - প্রশ্নপত্র ফাঁস। 
তাই নতুন করে প্রশ্নপত্র প্রস্তুত করা- নিশ্চয় সময় সাপেক্ষ। 

নানান কথা উঠে -কেউ বলে, "প্রেস থেকে হয়েছে"। 
একথা খণ্ডন করে কেউ বলে, " তাহলে শুধু একটা ক্লাশের কেন হবে "? 
আবার কেউ বলে, " অফিস থেকে হয়েছে "। 
এর বিপক্ষে কেউ বা বলে, অফিসের চাবি যার কাছে, 
তার কাছ থেকে জানতে হবে, ঘটনা ঘটার কারণ"।
loader
Home
Explore
Events
Notification
Profile