ঘণ্টা দেড়েক পরীক্ষা বন্দ থাকল, কারণ - প্রশ্নপত্র ফাঁস। তাই নতুন করে প্রশ্নপত্র প্রস্তুত করা- নিশ্চয় সময় সাপেক্ষ। নানান কথা উঠে -কেউ বলে, "প্রেস থেকে হয়েছে"। একথা খণ্ডন করে কেউ বলে, " তাহলে শুধু একটা ক্লাশের কেন হবে "? আবার কেউ বলে, " অফিস থেকে হয়েছে "। এর বিপক্ষে কেউ বা বলে, অফিসের চাবি যার কাছে, তার কাছ থেকে জানতে হবে, ঘটনা ঘটার কারণ"।