আজ "শুভ মহালয়া" বলাটা ঠিক ? পুরাণ বিশেষজ্ঞ নৃসিংহপ্রসাদ ভাদুড়িকে জিজ্ঞেস করা হয়েছিলো ওই ওপরের প্রশ্নটাই। মহালয়া শুভ নয়। আর মহালয়ার সঙ্গে দুর্গাপুজোর কোন সম্পর্কই নেই। কারণ, এই দুর্গাপুজোটাই অকালের পুজো। বসন্তকালের জায়গায় শরৎকালে। ফলে মহালয়া আর পুজোর ধারণাটাই তেল-জল ব্যাপার, মেশার কথাই নয়।উনি যা বললেন, হুবহু লিখছি : "এটা মিথলজিক্যলি ভুল। এটা যে দেবীপক্ষের শুরু, এই ভাবটা আসতে শুরু করেছে। কিন্তু মহালয়াটা দেবীপক্ষের শুরু নয়। প্রতিপক্ষে (বা, প্রতিপদে - যাকে অনেকেই ভুল করে "প্রথমা" বলে দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী-র আগে...) দেবীপক্ষের শুরু হয়। মহালয়াটা পিতৃপক্ষের শেষ। এটা সেই হিসেবে একটা বিরহের দিন। পিতৃলোকের সঙ্গে মর্ত্যলোকের সংযোগের দিন। শাস্ত্রমতে পরলোকগত পিতৃপুরুষেরা এই দিনে পিতৃলোক ছেড়ে অনেক নিচে নেমে আসেন বর্তমান পুরুষদের তর্পণ আর পুজো নেওয়ার জন্য। ফলে, মর্ত্যলোকের কাছে তাঁদের একটা বিরাট আলয় বা আবাস তৈরি হয়। তাই, মহা + আলয় - মহালয়। আর, তিথি হিসেবে স্ত্রীলিঙ্গ - তাই শেষে আ-কার যোগ হয়ে মহালয়া। তাই, শুভ মহালয়া না বলে "শুভ পুজো" বলাটাই ভালো। আর, আজকের এই বিরহের দিনটাকে এইরকম শুভ না বলতে চাইলেও বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহাশয় এমনই অসাধারণ একটা কাজ করে গেছেন, যে ধন্যবাদটা তাঁকে না দিলেই নয়। একটা মানুষ তাঁর কাজের জন্য মিথ হয়ে যেতে পারেন, একটা বিরহের দিনের ভাবনাকে যে বদলে দিতে পারেন, সেই ভদ্রলোককে তাঁর কাজের স্বীকৃতি দিতেই হবে। এটা একমাত্র ওনার কন্ঠস্বরের যাদুতেই সম্ভব হয়েছে!" # মহালয়া