Nojoto: Largest Storytelling Platform
avijitsrimani9572
  • 187Stories
  • 258Followers
  • 868Love
    0Views

Avijit Srimani ✍️

  • Popular
  • Latest
  • Video
c342cbf295f1c901b107337dfcb4c2a7

Avijit Srimani ✍️

মানবিকতায় মেঘ জমেছে
মনুষ্যত্ব গেছে পাটে,
যাস না খুকু জল আনতে
পদ্মদিঘির ঘাটে।

পদ্মদিঘির কালো জলে
হাজার রকম কীট,
হাঁটুর ওপর দংশাবে তোর
আঁচড়ে দেবে পিঠ...

c342cbf295f1c901b107337dfcb4c2a7

Avijit Srimani ✍️

'কর্মই ধর্ম'

যে সব মানুষ কাজ করে মনে প্রানে, একাগ্রচিত্তে, নিজেকে বিশ্বাস করে,
নিজের পরিকল্পনায় ভরসা রাখে,
তাদের স্বপ্ন কখনো ব্যর্থ হয় না।
সফল সে হবেই হবে... #জীবন 

#Life

#জীবন #Life

c342cbf295f1c901b107337dfcb4c2a7

Avijit Srimani ✍️

একবার শিব্রাম ঠিক করলেন বাঘ শিকার করতে যাবেন। 

বোন বিনিকে বললেন - একটা লিস্ট কর, আমি কি কি সঙ্গে নিয়ে যাব। 

বিনি কাগজ কলম নিয়ে এসে বলল  -  'বলো'।

শিবরাম বললেন - প্রথমেই লেখ এক ডজন আন্ডারওয়্যার। 

বিনি বলল - সেকি ! এতো আন্ডারওয়্যার দিয়ে কি হবে !!! 

শিবরাম বললেন - আরে বাবা, বাঘ কি একবারই ডাকবে ?

😜😉😝😛🤪🤣🙄😂 শিব্রাম

#peace

শিব্রাম #peace

c342cbf295f1c901b107337dfcb4c2a7

Avijit Srimani ✍️

হঠাৎ করে বৃষ্টি এসে ভিজিয়ে দিলো মন,
ব্যর্থ দুচোখ তোমার খোঁজে
ভেজায় চোখের কোণ।

সিক্ত দেহে রিক্ত হৃদয়ে তোমারই মর্মগাথা,
কোন অপরাধে ত্যাজিলে প্রিয়া!
আমার প্রাণের ছাতা!

😭 বৃষ্টি
#5words

বৃষ্টি #5words #poem

c342cbf295f1c901b107337dfcb4c2a7

Avijit Srimani ✍️

দোকানে গিয়ে বললাম “৭৪২ টা মুসুর ডাল দাও তো।”
ছেলেটি কোন কথা না বলে আমাকে ২০০ গ্রাম ডাল ওজন করে দিয়ে দিল।
অবাক হয়ে বললাম “এখানে ৭৪২ টা আছে?”

ছেলেটি বলল “বাড়ি গিয়ে গুনে নেবেন। আমার বাবা গুনে দেখেছেন কেজিতে ৩৭১০টা হয়।সেই হিসাবে ২০০ গ্ৰামে ৭৪২ টা হবে।"

আপ্লুত হয়ে আমি জিজ্ঞেস করলাম,
“কী করেন তোমার বাবা?”

দোকানদার বলল “বাবা রিটার্য়াড বামপন্থী।  পার্টি অফিসের ঝাঁপ বন্ধ। পাড়ায় কেউ কথা বলে না। তাই বাড়িতেই এই সব করেন। মুসুর ডাল শেষ করে এখন কালোজিরে ধরেছেন।" মুসুর

#RABINDRANATHTAGORE

মুসুর #RABINDRANATHTAGORE

c342cbf295f1c901b107337dfcb4c2a7

Avijit Srimani ✍️

"লিপ-ইয়ার"
*************

প্রতি মাসের মতো আজকেও কুমুদ টাকাটা গুনে নিলো বটে কিন্তু মুখটা কেমন যেন একটু গম্ভীর। 'সিঁদুরে মেঘ' দেখে জিগ্গেস করলাম, 'কিরে, কম দিলাম নাকি!'
@Avijit Srimani
আমায় আশ্বস্ত করে কুমুদ জবাব দিল, 'না ছোড়দা, এই একটা মাসেই যা দুদিন কম কাজ করে পুরো মাইনে পাই। ভগমানের তাও সহ্য হলো না। এ বছর একটা দিন বাড়িয়ে দিলো। শত্তুর, ভগমানও আমার শত্তুর, বুঝলে ছোড়দা।' #Leap_year
c342cbf295f1c901b107337dfcb4c2a7

Avijit Srimani ✍️

'দানপত্র"
***********
'আমি শাওন দত্ত পিতা অয়ন দত্ত, গ্রাম সোনারপুর, কলকাতা নিবাসী, পূর্ণ সজ্ঞানে, কারো কাছে ভয় অথবা চাপ না খেয়ে, এই যে ফল, যাহা কমলালেবু নামে পরিচিত আর যেইটার ওপর আমার সম্পূর্ণ অধিকার, তাহার খোসা, রস, মজ্জা এবং বীজের সহিত আপনাকে প্রদান করিতেছি এবং ইহার সাথে আপনাকে সম্পূর্ণ ও নিঃশর্তে অধিকার দিতেছি যে আপনি ইহাকে কাটিতে, ছিঁড়িতে, ফ্রিজে রাখিতে বা খাইবার জন্য পূর্ণ ভাবে স্বতন্ত্র রাখিতে পারিবেন।
আপনার এই অধিকারও থাকিবে যে আপনি যে কোন অন্য ব্যক্তিকে এই ফল, ইহার খোসা, রস, মজ্জা ও বীজের সহিত বা অন্যথা তাহাকে দিতে পারেন।
আমি ঘোষণা করিতেছি, আজকের পূর্বে এই কমলালেবু সংক্রান্ত কোন প্রকার বাদ-বিবাদ, ঝগড়া-ঝঞ্ঝাটের সমস্ত দায়িত্ব আমার এবং আজকের পর এই কমলালেবুর সহিত আমার আর কোন প্রকার সম্পর্ক থাকিবে না।'
😒 #গিফট

#গিফট #Comedy

c342cbf295f1c901b107337dfcb4c2a7

Avijit Srimani ✍️

#ধূমপান_স্বাস্থ্যের_পক্ষে_ক্ষতিকর
*********************************

- 'হ‍্যাঁরে নয়ন, তুই নাকি সিগারেট খাস? জানিস তো, সিগারেট খেলে ক‍্যান্সার হয়। ক‍্যান্সারের কষ্টটা দেখেছিস তো লতিকা মাসির ?'- সদ্য মাতৃহারা মাসতুতো বোন নয়নকে কথাগুলো বলতেই হলো।

- 'আচ্ছা বড়দা, মার ক'প‍্যাকেট সিগারেট খেয়ে ক‍্যান্সার বেধেছিলো? ওগুলো মিথ ! চিন্তা কোরোনা । আমার কিচ্ছুটি হবে না।' চটজলদি জবাব তার।

- 'বড্ডো এঁড়ে তর্ক করিস নয়ন। তোর বাবা দিনে চার প‍্যাকেট সিগারেট খেতো। তার বেশির ভাগ ধোঁয়া গিয়ে জমা হ'ত তোর মা'র বুকে। সিগারেট যে খায় তার থেকে বেশি ক্ষতি হয় কাছের লোকেদের। সেটা কি তোর জানা আছে!' অভিভাবকের স্বরে জানতে চাই তার কাছে।

- 'ঠিক আছে। তোমাদের যদি রোগের ভয় থাকে আমাকে আমাদের টালিগঞ্জের বাড়িতে পাঠিয়ে দাও । এখানে তোমাদের ভয়ে আমি খেতে পারিনা, ওখানে গিয়ে আমি মদও খাবো। যতো তাড়াতাড়ি মার কাছে যেতে পারি সেই ব্যবস্থা করবো।'

প্রচণ্ড রাগে প্রায় হাত তুলে ফেলেছিলাম ওর গায়ে। নয়নের শেষ কথাটা রাগে জল ঢেলে দিলো। অনুভব করলাম ওর মায়ের অভাব আমরা পূরণ করতে পারছিনা। আরও স্নেহর প্রয়োজন... #smoking
c342cbf295f1c901b107337dfcb4c2a7

Avijit Srimani ✍️

প্রাক স্বাধীনতার গল্পো:

তখন দ্রুত খবর আদানপ্রদানের জন্য একমাত্র টেলিগ্রাম ছিলো অন্যতম উপায়।

এক ভদ্রলোকের স্ত্রী সন্তানসম্ভবা। গণৎকার বলেছেন  তাঁর ছেলে হবে। তাই বিশ্বাস আর আগ্রহ নিয়ে অপেক্ষায় আছেন। 😕

কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাঁর কর্মস্থল বদলি হলো। নতুন জায়গায় যাবার আগে শ্বশুরমশাইকে বলে গেলেন, "দেখুন নতুন জায়গায় ছেলে হয়েছে জানলে আবার পার্টি দিতে হবে, তাই আপনি "ঘড়ি এসেছে" এই কথাটা লিখে টেলিগ্রাম করে দিলে, আমি বুঝে নেবো যে ছেলে হয়েছে। আমি কিন্তু খুব টেনশনে থাকলাম।"😰

যথাসময়ে একটি ফুটফুটে মেয়ে হলো। 👧
এবার শ্বশুরমশাই পড়ে গেলেন মহা মুশকিলে। তিনি না পারছেন "ঘড়ি এসেছে" লিখতে, আবার ঘড়ি আসেনি লিখলেও জামাই অন্য কোনও বিপদের আশংকা করবে। 🤔😥

তখন ভেবেচিন্তে তিনি একটি টেলিগ্রাম পাঠিয়ে নিশ্চিন্তে হাসিমুখে বাড়ি ফিরলেন।😌

"ঘড়ি এসেছে কিন্তু পেন্ডুলাম ছাড়া।"
😝😝😝😝😜😜😜😜😝😜😝 #ঘড়ি

#ঘড়ি

c342cbf295f1c901b107337dfcb4c2a7

Avijit Srimani ✍️

ভ্যালেন্টাইন ডে'তে রমাপদ'র মনে পড়ছে নিজের প্রেমের দিনগুলোর কথা। সে হল গিয়ে সাতের দশকের প্রথম দিকের কথা। যখন চুমু খেলে মেয়েরা মা হয়ে যায় বলে উঠতি মেয়েদের অনেকেরই ধারণা। দোষণীয় নয়, কারণ বুলাদি তখনও লুডো খেলা শুরু করেনি কিম্বা কলা, পেয়ারা বা চকোলেটের অন্য মানেও জানে না কেউ। এক্কেবারে ১০০ ভাগ বিশুদ্ধ "ডোন্ট টাচ মি" গোছের প্রেম। কিন্তু রমাপদ মানবে কেন! সে বিজ্ঞানের ছাত্র। প্রগতিশীল। সক্রিয় রাজনীতি করে। অনেক যুক্তি তর্কের বেড়াজালে অজ্ঞানতা কাটিয়ে প্রথম বর্ষ কলা'র ছাত্রী মালতিকে রাজি করিয়ে এক বর্ষণমুখর বিকেলে চুমুর জন্য সোজা চিলেকোঠায় 'চিলড' হবার অপেক্ষায়। কাকভেজা মালতি দৌড়ে এসে দোরে খিল দিল-
"তাড়াতাড়ি, কেউ আসার আগেই..!"
কপালে, চোখের পাতায় বৃষ্টিফোঁটা। আধখোলা ভেজা ঠোঁটের মালতিকে দেখে হরিপদ'র নিঃশ্বাসে তুফান মেলের গতি। চোখ বুজে অপেক্ষায় মালতি, ঠোঁট কাঁপছে তিরতির করে। রামপদও ম্যালেরিয়া রুগি। হি হি করে কাঁপতে কাঁপতে উত্তেজনায় মালতির পানপাতা মুখের কোথায় কি করবে ঠিক ঠাওর করতে না পেরে পরম আবেশে ঠোঁট রাখলো কপালে! @ Avijit Srimani
শিহরিত মালতি জড়িয়ে ধরে বলল, "তুমি খুব ভালো, ছোটবেলায় বাবা এমনি করেই হামি খেত আমায়!"
ছিটকে ছত্রাক রমাপদ'র পিঠে দেয়ালের ঠোক্কর।
"হামি!!!"

আপন মনে হাসে তিন সন্তানের জনক রামপদ। 'আজও চুমু আর হামির তফাত করতে শিখলুম না!" #হামি

#হামি #Comedy

loader
Home
Explore
Events
Notification
Profile