"""ফকির আমি,,,,,, যখন আমার দেওয়ার কিছু নেই- ওগো নেই যে কিছু আর। তখন তুমি নাই বা দিলে ঠাঁই, না হয় পেলাম উপেক্ষা উপহার। আমি খুশি যদি দেখি-তুমি হাসিখুশি, আমি না হয় হলাম আজ, নিরব বাঁশি। সুর যদি না ওঠে তাতে কি বা যায় আসে, তোমার গানের সুর যে ভেসে আসে বাতাসে। সেই সুরে সুরে ভেসে যাবো অস্তাচলে, ব্যাথা গুলো মুছে যাবে নয়ন জলে। ফেরার পথ ভুলে ফকিরের বেশে, না হয় ঘুরবো সখের দেশে দেশে। _____পথের শেষে একলার দেশে , ফকির আমি তোমায় ভালোবেসে। .......✍ হিমাংশু।