ইঁদুর কহে ... ‘ কেউ ডাকে এই নামেতে, কেউ বা ডাকে মূষীক ‘তবে সবাই দেখে নাক সিঁটকোয় দেখি এদিক ওদিক ! ******* কেউ বা আবার ভীষণ রাগে ‘ পেলেই মারবো’ বলেন ‘এতো নথিপত্র কেটে সাবাড় করি, কেউ কি আমায় ছাড়েন ! ******** শুধু বাবা আমায় ভালোবাসেন আদরে ডাকেন ‘ইন্দুর’ ... শুধু দশমীর দিন মা-মাসীরা ভালোবেসে মাখান আমায় সিন্দুর !! #Durga