Find the Best bengaliwriting Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutlove poem for her i miss you in bengali, sad quotes of love in bengali, love quotes for her in bengali, love quotes for him in bengali, love quotes in bengali for girlfriend,
Ananta Dasgupta
White তুমি রাতের জ্যোৎস্না, আলোর মত আছ আমার অন্ধকারে রয়েছ কিন্তু একটা সময় ওবধি। তুমি কখনো গল্প, কখনো কবিতা, কখনো আবার লেখায় আছ আমার ইচ্ছায় রয়েছ কিন্তু একটা সময় ওবধি। শ্রেষ্ঠ কল্পনায় আছ, ভেজা চোখের স্বপ্নে আছ আমার সত্য জীবনে রয়েছ কিন্তু একটা সময় ওবধি। জানি! তোমার অনেক সীমানা আছে, মেনে নিলাম। জানি! অনেক কারণে ঘিরে ধরা তোমার ব্যস্ত জীবন, মেনে নিলাম। জানি! দেখা না পাওয়ার কারণ তোমার চারপাশের দেয়াল, মেনে নিলাম। সেই দেয়ালের বাইরে আমি ঘুরপাক খাওয়া এক পাগল। বেয়াদবি এতটা কি একবারে টেনে নিয়ে চলে যেতে পারে। ধৈর্য এতটা কি নিঃশব্দে শুধু অপেক্ষা করতে পারে। ©Ananta Dasgupta #love_shayari #Bengali_poem #bengaliwriting #bengaliquote
Ananta Dasgupta
White লুকিয়ে আছে কত আশা এই চাঁদের দিকে তাকিয়ে। প্রতিটি দিন শেষ করছে ভেতরে একটা সংসার লুকিয়ে। অনেক বার দাঁড়ায়, চারিদিক দেখে, আবার হাঁটে। অগোছালো ভাবনা নিয়ে মানুষ যায় এগিয়ে। একই প্রশ্ন করে বার বার নিজেকে আজ তো হয়ে গেল, কালকে সামলাবে কে? মন আনমনা করে সমস্ত অনুভূতি এক জায়গায় রেখে দেয়। ক্লান্ত দেহ, ক্লান্ত নিঃশ্বাস, ক্লান্ত চোখের সঙ্গী হয় ক্লান্ত হৃদয়। কোনো দিন হয়তো এমন হবে, আর কিছু মনে হবেনা। ঠিক যেমন অবশ হয়ে যায় শরীরের কোনো অংশ। সেই চাঁদ থাকবে, সেই ভিড় থাকবে, সেই ক্লান্ত চোখ থাকবে পার্থক্য থাকবে সেই একটা জায়গার যা হয়ে গেছে ধংস। শান্ত হয়ে যাবে মানুষ তখন ভেতরের যুদ্ধ থেকে নিরবতা পালন করবে দু মিনিটের নিজেকেই শেষ করে। ©Ananta Dasgupta #Sad_shayri #BengaliPoem #bengaliwriting #bengaliquotes
#Sad_shayri #BengaliPoem #bengaliwriting #bengaliquotes
read moreAnanta Dasgupta
আমি অনিরুদ্ধ। ডাক নাম অনি। আজ ১২ দিন হল আমি কিছু লিখিনি নিজের কিছু ব্যক্তিগত কারনের জন্য। ১২ দিন! দেখলে মনে হয় এই তো কেটে গেল। কিন্তু এই ১২ দিন আমার জীবনের কিছু গুরুত্বপূর্ণ দিনের মধ্যে সবসময় পড়বে। এই দিন গুলোর মধ্যে আমি অনেক কিছু বুঝতে পেরেছি, জানতে পেরেছি। হয়তো সবকটা ঠিক না হতে পারে কিন্তু কিছুটা এগোনোর মত রাস্তা পাওয়া গেছে। আমার একটা খারাপ অভ্যাস আছে। আমি লোকজনের সামনে অতটা ফ্রি না যতটা আমি একা থাকলে হই। এই কারনে আমি বুঝিয়ে বলতে হয়তো অক্ষম। এই ১২ দিন আমাকে অনেক কিছু শিখিয়েছে। একা আমি আগেও থেকেছি কিন্তু এইটা একটা আলাদা অনুভূতি। জানতে পেরেছি নিজের চিতকার টা বাইরে বের করা কতটা দরকার। মুখ চাপা রেখে তো অনেক কষ্টই আমার বালিশ ভিজিয়েছে কিন্তু মাঝে মাঝে একটা চিতকার দরকার। বুঝতে পেরেছি জীবনে হুশে আসতে হলে মাঝে মাঝে বেহুশ হওয়া টাও দরকার। জানতে পারলাম এই ব্যস্ত জীবনে কারোর কাছে অত সময় নেই জানার জন্য, অন্যর জীবনে কি হচ্ছে। দেখলাম, বুঝলাম, শিখলাম। নিজের ঠিক, নিজের ভুল, নিজের বোকামি, নিজের অবহেলা। জানলাম মনের ভাবনা সবার এক থাকে না। আমি যার জন্য যতটা ভাবছি, তারা নাও ভাবতে পারে। বুঝতে পারলাম, এই হাঁসি, কান্না, চিন্তা, অভিমান, কষ্ট, ক্ষত আর বেহুশির পরেও আমি হারিনি। কেউ আছে যে আমাকে সামলে রেখেছে। শিক্ষা পেলাম, প্রত্যাশা হীন ভালোবাসার জীবন কি ভাবে চালাতে হয়। ©Ananta Dasgupta #anantadasgupta #Nojoto #Bengali #bengalistory #bengaliwriting
#anantadasgupta #Bengali #bengalistory #bengaliwriting
read moreAnanta Dasgupta
White যখন আমি আছি, আমি আছি প্রতি মুহূর্তে, প্রতি সময়। আমি আছি অশান্ত মনের ঝড়ে, আছি নিরবতায়। হাজার মানুষের ভিড় থেকে আলাদা, আছি আমি একাকিত্বের অস্থিরতায়। আমি আছি প্রত্যেক স্পৃশ্য আর অস্পৃশ্য জিনিসে। আমি আছি দিনের রোদ আর রাতের অন্ধকারে। আমি আছি বইয়ের ছোঁয়ায়, আছি আমি চেপে যাওয়া কথায়। সাধারণত সবাই যেখানে নেই, আমি আছি সেই সুক্ষ্ম জায়গায়। কথায় আছি, কবিতায় আছি, আড্ডায় আছি, গল্পে আছি। শান্তি তে আছি, মিলনে আছি, দরকারে আছি, ভাবনায় আছি। আমি আছি ভালবাসার আগলে রাখায়। আমি আছি হারিয়ে যাওয়ায়, খুঁজে পাওয়ায়। যখন আমি নেই, আমি নেই সেখানে কারণে অকারনে। আমি নেই কোনো বাধায়, নেই কোনো বারনে। প্রশ্ন থাকলেও তার উত্তরে আমি নেই। আমি সামনে থাকলেও অস্তিত্বে নেই। আমি নেই কোনো দুঃখ, কষ্ট, যন্ত্রনায়। আমি নেই কোনো পরিপূর্নতায়। আমি সম্পর্কে নেই, সংস্পর্শে নেই। আমি চিতকারে নেই, শুন্যতায় নেই। আমি নেই কোনো ঝগড়া, অশান্তি, উদ্বেগে। আমি নেই কোনো চিন্তায়, নেই কোনো আবেগে। আমি নেই কোনো অপেক্ষায়, কোনো ঘটনায় আমি নেই। আমি নেই কোনো হাঁসি তে, কোনো কান্নায় আমি নেই। আমি নেই মনের ক্ষত হওয়ায়, আমি নেই কোনো মধুরতায়। আমি নেই কারোর পৃথিবীতে, নেই কারোর আওতায়। ©Ananta Dasgupta #rajdhani_night #anantadasgupta #bengalipoetry #bengaliwriting #nojotobangla #existence
Ananta Dasgupta
অয়ন কাজ গুটিয়ে বার বার ঘড়ির দিকে তাকাচ্ছে। হিসাব লাগাচ্ছে কতক্ষন কোন কাজ টা করলে তারাতারি বেড়াতে পারবে। সেই দিনের ঘটনার পর ঈশা চাকরি তো পেয়ে গেছে কিন্তু সেই জায়গায় না যেখানে সে চেয়েছিল। ঈশার ঘর থেকে প্রায় ১০ কিলোমিটার এর মধ্যেই তাকে অন্য অফিস দেওয়া হয়েছে। হঠাৎ করে দুজনের দেখাও হয়েছে। আর তার পর থেকে অয়ন তারাতারি বেড়ানোর জন্য ছটফট করে। প্রায় বেশির ভাগ ও ব্যর্থ হয়েছে নিজের চেষ্টায়। আজও তাই মনে হচ্ছে। অয়ন যদি সময় করেও বেড়ায় তাহলেও অনেক সময় লেগে যায় যেখানে ট্রাফিকের জন্য ও সময় পৌছতে পারে না। তা ছাড়া অয়নের ভিতরে এক অন্য রকম পরিবর্তন শুরু হয়ে গেছে। কাজে কোনো ত্রুটি নেই কিন্তু খুব ক্লান্ত থাকে, সারা দিন না খেয়ে এক জায়গায় বসে থাকে, মাঝের মধ্যে রেস্ট রূমে গিয়ে ১৫ মিনিটের একটা ন্যাপ নিয়ে ন্যায়। খাওয়ার বদলে ওর কাছে একটাই খাদ্য আর সেটা হলো ওর সিগারেট। সবার সাথে কথা বলছে, কিন্তু ও প্রকৃত অর্থে কারোর সাথে নেই, নিজের মধ্যে কোথাও হারিয়ে। সঙ্কল্প অনেক দিন ধরে অয়নের ভিতরে এই নতুন পরিবর্তন লক্ষ্য করে। প্রথমে খুশি ছিল অয়ন কে তারাতারি বাড়ি যেতে দেখে। কিন্তু একদিন যখন জানতে পারে কি অয়ন বাড়ি পৌছায়নি তখন ওর সন্দেহ হয়েছে। "এই আমি এগোলাম। কাল দেখা হচ্ছে। ক্লাইন্ট কে ফাইল টা পাঠিয়ে আমাকে সি.সি তে রাখিস। আমি কালকে রিভিউ করে নেব।" অয়ন এটা বলে সঙ্কল্পের পিঠ চাপড়ে এগিয়ে গেল। ওর ধ্যান তখনও মোবাইলে। ঠিক ১০ মিনিট পরে অয়ন ব্যাগ নিয়ে আবার ফিরে এসেছে। মনে হচ্ছে কিছু হয়েছে, কিন্তু কি সেটা একমাত্র অয়ন জানে। ©Ananta Dasgupta #bengalistory #bengaliquote #bengaliwriting #Emotions #emptiness
Ananta Dasgupta
Men walking on dark street একটা চিতকার আছে লুকিয়ে ভিতরে, শুনতে পারবে কি? কিছু কথা আছে বলার জন্য, একটু সময় দিতে পারবে কি? আমি স্বার্থপরের মত চাই তোমাকে, আমার স্বার্থ পুরো করতে পারবে কি? একটা অব্যক্ত কষ্ট আছে মনের ভিতরে, কম করতে পারবে কি? তোমার মনের বাস্তবতা দেখতে চাই, দেখাতে পারবে কি? এক ভাগ অভিমান জমে আছে, ভাঙ্গতে পারবে কি? ক্লান্ত হয়ে গেছি এক জায়গায় দাড়িয়ে, একটু মাথা ঠেকাতে পারবে কি? একটা আশা নিয়ে বেঁচে আছি, পুরো করে দিতে পারবে কি? ঝড় বয়ে যাচ্ছে যার থামার নাম নেই, সেটা থামাতে পারবে কি? প্রতিদিন একটু একটু করে শেষ হচ্ছি, আমাকে সাহায্য করতে পারবে কি? ©Ananta Dasgupta #Emotional #anantadasgupta #Bengali #bengalipoetry #bengaliwriting
Ananta Dasgupta
White একটি চিঠি লিখে কখনো বোতলের মধ্যে রেখে ফেলে দেব। তুমি তো সমুদ্র ভালোবাসো। দেখাই যাক, এই পাগলামি তে চিঠি তোমার কাছে পৌঁছায় কি না! ©Ananta Dasgupta #SunSet #anantadasgupta #bengaliquote #incompletelove #bengaliwriting
Ananta Dasgupta
কিছু কম বেশি, কিছু ঠিক ভুলের মধ্যে থেকে যাচ্ছি। আশপাশে সব ভাল, কিন্তু কিছু ফাঁকা রেখে যাচ্ছি। হঠাৎ করেই খুব অসহায় বোধ হয় নিজেকে, কালো মেঘের মত ঘিরে নেয় মনকে, নিজের লড়াই নিজের সাথেই চালিয়ে যাচ্ছি। মুখের কথা আর বাস্তবতা আলাদা হয়, মিথ্যে যতই সুন্দর হোক, কিন্তু মিথ্যেই হয়। মনের আবেগ নিজের ঠিকানা খুঁজে পাক, এই আশায় দু হাত বাড়িয়ে এমনি ছুটে যাচ্ছি। কেমন বোকামি, যেখানে সত্য জেনেও অপেক্ষা করা হয় এক দুর্দান্ত আঘাতের। কেমন মুর্খতা, যেখানে সবার শেষে গিয়ে নিজের সবকিছু ফাঁকা হয়ে দাঁড়ায়। তাও এত কিছুর পড়ে কিছু শব্দ আছে এই শান্ত রাত আছে, যার মলম লাগিয়ে যাচ্ছি। ©Ananta Dasgupta #anantadasgupta #nojotobengali #bengaliquote #bengalicreation #BengaliPoem #bengaliwriting #Pinterest
Ananta Dasgupta
এই ধোঁয়ার সাহায্য নিয়েও মনকে স্থির করা গেল না। কিছুক্ষণ শান্ত ছিল, কিছুক্ষণ খালি। ভাবলাম এই সুযোগে মাথা থেকে সমস্ত আবর্জনা পরিষ্কার করে ফেলি। আবার এক টান দিলাম, কিন্তু এই বার তো আমি আর আমি নই। এই নেশার মধ্যেও সেই একই খেয়াল। অপরিষ্কার হলেও চেহারাটা এক ভাবে, একরকম রয়ে গেছে। নিজের অস্থিরতা শান্ত করে, নিজেকে নিজের থেকে আলাদা করেও আমি নিজেকে সেই আবর্জনার মধ্যেই গলা পর্যন্ত ডোবা দেখছি। ©Ananta Dasgupta #smoke #Weed #Bengali_poem #bengaliwriting #anantadasgupta #bengalicreator
Ananta Dasgupta
অস্থির আছি কিন্তু তোকে বলবো কি করে? ন পাওয়ার বাস্তবতা তে পাওয়ার আশা করি কি করে? অধিকার এত আছে আমার ওপরে তোর, যত কারোর নেই, যেটা আমার নয়, ওর ওপর অধিকার দেখাবো কি করে? একতরফা চলেছি সবসময়, আগেও চলব। তুই অনুরাগে থাকবি আর আমি অনুরোধে থাকব। কিন্তু এত বড় বড় কথার পিছনে যে চেহারা আছে, তার সাথে নিজের নাম টা আনব কি করে? কথা তো অনেক আছে, কিন্তু অসম্পূর্ণ থাকুক। কাছে এত থাকার ইচ্ছা, কিন্তু দুরত্ব থাকুক। যদি পাগল হয়ে উঠি হঠাৎ, ব্যবধান রেখে দিশ, আমিও বজায় রাখব সেই দুরত্ব, মন অসহায় থাকুক। তুমি আমার পৃথিবীতে থেকে যাবি সারা জীবনের জন্য, কিন্তু তোর পৃথিবীতে নিজের ঠিকানা বানাব কি করে? ©Ananta Dasgupta #TereHaathMein #anantadasgupta #bengalipoem #bengaliwriting #bengaliquote #bengalicommunity #writingcommunity