Nojoto: Largest Storytelling Platform

Best bengalicommunity Shayari, Status, Quotes, Stories

Find the Best bengalicommunity Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutlove shayari in bengali for girlfriend with the word nilanjana, love quotes for him in bengali, i love you in bengali, sad love shayari bengali download, best love poems of rabindranath tagore in bengali,

  • 2 Followers
  • 5 Stories

Gourab Kundu

Ananta Dasgupta

অস্থির আছি কিন্তু তোকে বলবো কি করে? 
ন পাওয়ার বাস্তবতা তে পাওয়ার আশা করি কি করে? 
অধিকার এত আছে আমার ওপরে তোর, যত কারোর নেই, 
যেটা আমার নয়, ওর ওপর অধিকার দেখাবো কি করে? 
একতরফা চলেছি সবসময়, আগেও চলব। 
তুই অনুরাগে থাকবি আর আমি অনুরোধে থাকব। 
কিন্তু এত বড় বড় কথার পিছনে যে চেহারা আছে, 
তার সাথে নিজের নাম টা আনব কি করে? 
কথা তো অনেক আছে, কিন্তু অসম্পূর্ণ থাকুক। 
কাছে এত থাকার ইচ্ছা, কিন্তু দুরত্ব থাকুক। 
যদি পাগল হয়ে উঠি হঠাৎ, ব্যবধান রেখে দিশ, 
আমিও বজায় রাখব সেই দুরত্ব, মন অসহায় থাকুক। 
তুমি আমার পৃথিবীতে থেকে যাবি সারা জীবনের জন্য, 
কিন্তু তোর পৃথিবীতে নিজের ঠিকানা বানাব কি করে?

©Ananta Dasgupta #TereHaathMein #anantadasgupta #bengalipoem #bengaliwriting #bengaliquote #bengalicommunity #writingcommunity

Ananta Dasgupta

সমস্ত প্রার্থনা, সমস্ত অনুরোধ আর তার সাথে দু চোখের জল তোমাকেই ডাকছে বন্ধু। 
যাদের ক্ষতি করার ছিল, তারা তো করে দিয়েছে। 
মানুষ নিজের প্রত্যেক রুপ দেখিয়ে দিয়েছে। 
এবার তুমি নিজের চোখ খোলো, একবার এদের দেখো। 
যাদের যাওয়ার, তারা ফিরবে না, কিন্তু যারা বেঁচে থেকেও মরে গেছে, 
তাদের সাহস আর সাহারা হয়ে তাদের মধ্যে প্রস্ফুটিত হও। 
নোংরামির শেষ সীমানা তো ছাড়িয়ে যাচ্ছে কিছু মানুষ রুপি পিশাচ দের জন্য। 
তুমি নিজের হাত বাড়িয়ে সবার সামনে "রক্ষাকবচ" হয়ে দাঁড়াও।

©Ananta Dasgupta #Pinterest #Shiva #anantadasgupta #balasore#saviour #humanlives #bengalicommunity #Bengali_poem

Ananta Dasgupta

এই পৃথিবীতে তোমার দরকার সবার পড়বে। 
সেটা তার নিজের ভালোর জন্য হোক বা অন্যর জন্য। 
কিন্তু না আমি এত মহান, না আমার মন এত বিশাল। আমি তোমার জন্য স্বার্থপর আছি, আগেও থাকবো। 
তোমার স্নেহ, ভালবাসার ‌কোটা সবার সাথে সেরে নাও। 
হয়তো, আমি যদি পৃথিবীর শেষ লোক হব যার ওপর তোমার নজর যাবে। 
হয়তো, তোমাকে দেখার জন্য জন্ম কম পড়ে যাবে। 
কিন্তু যেই দিন তুমি আসবে আমার কাছে, সেখান থেকে দূরে যেতে দেবো না, চাহে কিছু হয় যাক। 
আমি এতটা স্বার্থপর তোমার জন্য।

©Ananta Dasgupta #anantadasgupta #Siva #Pinterest #myife #mylove #Bengali_poem #bengalicommunity

Ananta Dasgupta

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile