Nojoto: Largest Storytelling Platform

Best tdd_bengali Shayari, Status, Quotes, Stories

Find the Best tdd_bengali Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutlove shayari in bengali for girlfriend with the word nilanjana, love quotes for him in bengali, i love you in bengali, sad love shayari bengali download, best love poems of rabindranath tagore in bengali,

  • 1 Followers
  • 119 Stories

The Dream Doodler

একটা রকেট বাজি হলে আমি ঠিক, নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খার করে ওই বিশাল আকাশটায় নিজের আলোটাকে মুক্তির স্বাদ দিতাম। কোনো পিছুটান থাকতো না, খালি বহুমানুষের হাসি মুখ আর উন্মাদ কোলাহল... ওই আগুনের একটা উল্কা হয়তো দাবানল হয়ে ধ্বংস করতো একটু পৃথিবী, প্রচন্ড ক্ষোভে। —সম্মোহিনী

read more
         

একটা রকেট বাজি হলে আমি ঠিক, নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খার করে ওই বিশাল আকাশটায় নিজের আলোটাকে মুক্তির স্বাদ দিতাম। কোনো পিছুটান থাকতো না, খালি বহুমানুষের হাসি মুখ আর উন্মাদ কোলাহল...

ওই আগুনের একটা উল্কা হয়তো দাবানল হয়ে ধ্বংস করতো একটু পৃথিবী, প্রচন্ড ক্ষোভে।

—সম্মোহিনী

The Dream Doodler

ভালোবাসা কি গাছে ফলে? #৩২২১কবিতা #yqdada #yqbengali #tdd_bengali #৩২২১

read more
কাশগুলো শীতের আগে,
কৃষ্ণচূড়ার আগুনের
তাপ জমিয়ে
রাখে। ভালোবাসা কি গাছে ফলে?


 #৩২২১কবিতা #yqdada #yqbengali #tdd_bengali #৩২২১

The Dream Doodler

Was reading somewhere, that poets do a wonderful thing crying on the paper unlike others. But do we really cry anything different? Panno me jo boondein girte hae, ek hi hae ek hi hae, hum sab ke ek hi hae. Khali pannein me kaale daag aate hae, bhige kagaz sannate me phat jaate hae.

read more
কে বলেছে কবিরা অন্যভাবে কাঁদে? 
কবিদের চোখের জলটাও 
ফোঁটা ফোঁটা হয়ে পরে কাগজের গায়ে— 
কালো হয়ে যায়, 
শোকের আদ্রতায় ছিঁড়ে যায়, নিঃশব্দে।

চোখ ফেরালে, এমনি ফস্ করে উবে যায়।

খালি চিঠিগুলোর গায়ে গায়ে 
সেঁদো সেঁদো গন্ধে ভেসে থাকে, 
ভেসে থাকে কিছু ছন্দ, কিছু কবিতা হয়ে... 

Was reading somewhere, that poets do a wonderful thing crying on the paper unlike others. But do we really cry anything different?

Panno me jo boondein girte hae,
ek hi hae ek hi hae, hum sab ke ek hi hae.
Khali pannein me kaale daag aate hae, 
bhige kagaz sannate me phat jaate hae.

The Dream Doodler

#tdd_bengali #yqdada #দুরত্ব #yqbaba

read more
কত অলিগলি ধরে, 
তারাদের সাথে ছোঁয়াছুঁয়ি খেলে,
আমি আজ আলোকবর্ষ দূরে...

যেখান থেকে পথ বদলেছিলাম,
ঠিক সেই স্টেশনে, 
আজও তুমি দাড়িয়ে আছো 
ঠিক সেই স্টেশনে...
কার অপেক্ষা করো?

আমার নোঙরটা কি 
তোমার বুকের মাটিতে গাঁথা?
কেন আজও ফিরে যেতে হয়?
খালি দুরত্বটা অটুট থাকে। 

#tdd_bengali #yqdada #দুরত্ব #yqbaba

The Dream Doodler

একা। #piccontest113 #tdd_bengali এই ছবিটিকে ব্যাকগ্রাউন্ডে রেখে, তার উপর লিখে ফেলো যথাযথ একটি ছোটো কোট – ছবিটির তোমার মতো করে ইন্টারপ্রিটেশন, অথবা, ছবিটি দেখে যা তোমার মাথায় আসে। Collab করো, অথবা ছবিটিকে সেভ করে তোমার লেখার ব্যাকগ্রাউন্ড হিসেবে পরে ব্যবহার করো।

read more
কখনো হাজার মানুষের ভিড়টা 
খুব ফিকশনাল মনে হয়েছে?

ভিড়টা যেন সিনেমার প্লটের মত এগিয়ে চলে, 
গল্পের সাথে তুমি এগিয়ে যাচ্ছো।

খুব দূরের লাগেনা ওই ভিড়টা? 
যেন একটা আকাশভরা তারার মাঝে তুমি একা,
একদম একা।

খালি ছুঁতে পারছো না কাউকে—  

তারা হতে কত মাসুল গুনতে হয়? একা।

#piccontest113
#tdd_bengali

এই ছবিটিকে ব্যাকগ্রাউন্ডে রেখে, তার উপর লিখে ফেলো যথাযথ একটি ছোটো কোট – ছবিটির তোমার মতো করে ইন্টারপ্রিটেশন, অথবা, ছবিটি দেখে যা তোমার মাথায় আসে।

Collab করো, অথবা ছবিটিকে সেভ করে তোমার লেখার ব্যাকগ্রাউন্ড হিসেবে পরে ব্যবহার করো।

The Dream Doodler

দুরদ্বিপবাসিনীরা আজ রাস্তায়— নিজেরাই নিজেদের rightful president হয়ে। #ongoingsrilankanprotest #tdd_bengali #অসময়ে_৪ #yqdada

read more
যখন খিদে মরে গিয়ে দাফনের মাটি খোঁড়ে না,
ক্ষুদার গদ্যময়তায় চাঞ্চল্য আসে গান গাওয়ার;
উন্মাদ তখনই রক্তাক্ত তলোয়ার নিয়ে ডান্ডিয়া নাচে,
এপিটাফগুলো হয়ে ওঠে মন্দিনা কৃষিদের মিছিল,
আর কবরস্থানে, এক একটা কুতুব মিনার খাঁড়া হয়। দুরদ্বিপবাসিনীরা আজ রাস্তায়— নিজেরাই নিজেদের rightful president হয়ে।

#ongoingsrilankanprotest #tdd_bengali #অসময়ে_৪ #yqdada

The Dream Doodler

হাজার কবিতা, বেকার সবই তা~ উফ্! নচিকেতা! হটাৎ Euphonic Hymns এর prompt দেখে ফেলেছিলাম সকালে, তাই হাবিজাবি। #ehbengaliprompt571 #euphonichymns #yqdada #yqbengali #tdd_bengali #Metaphor

read more
দাম দিয়ে যন্ত্রণা কিনতে চায়
স্বপ্নের সুতোয় মোড়া বুকপকেট;
আঙুলে জড়ানো সুতো 
লাফ দেয় বিলাসিতার ডাস্টবিনে।

তারপর, দায়িত্বের এক কাপড়ে
তাপ্পি পরে বুকপকেটে, কর্তব্যের অর্থে,
অর্থের অর্থে—
হৃদয় ওইখানেই লুকোচুরি খেলে।

আর গল্পের শেষে কি হলো?
ওই বুক ও বুকপকেটের সিগারেটের সংঘর্ষ-
জ্বলন্ত চোখ, জ্বলন্ত হৃদয়, 
ও শেষে জ্বলন্ত দেহের 
মেটাফর হয়ে ঠোঁটে জ্বলতে থাকলো সিগারেট। হাজার কবিতা, বেকার সবই তা~

উফ্! নচিকেতা!
হটাৎ Euphonic Hymns এর prompt দেখে ফেলেছিলাম সকালে, তাই হাবিজাবি। 


#ehbengaliprompt571 #euphonichymns #yqdada #yqbengali #tdd_bengali #metaphor

The Dream Doodler

নাকি অসুস্থতার খেমচানো দাগ? #tdd_bengali (অনেক অনেকককক দিন পর।)

read more
জীবন দেখার জন্য লাগে একটা কবি, একটা আয়না, আর, আর কিছু প্রলাপ বকা মানুষ।

যেমন ধরো, আজ কবিতায় কবিতায় হঠাৎ রিয়ালাইজ করলাম, আয়নায় আয়নায় যে দাগগুলো, প্রেমপত্রের বাহানায় লুকিয়ে রাখি, সেগুলো এক একটা মুখপোড়া বসন্তের দাগ। 
কিছুটা সোহাগ মাখা, বাকিটা অপূর্ণতার অভিমান। 
নাকি অসুস্থতার খেমচানো দাগ?

#tdd_bengali (অনেক অনেকককক দিন পর।)

The Dream Doodler

বার্তা নিয়ে হাজির আমি, এক পিওন~ #মন_পলাশ #tdd_bengali

read more
মন পলাশ আজ সদলবলে,
সমাধিস্থ পথের সমান্তরালে,
ওই নাকি ওর মৃত্যুঝাপ।

যে হাওয়া উড়িয়ে নিয়ে যাচ্ছে ওই মৃত পলাশকে,
বাঁকা এক হাসি টেনে বলছে,
"খুব সস্তা এসব, ঠুনকো মত,
পান থেকে চুন খসে না, ঝরে পরে মন পলাশ।"

ঝরে পরা মন পলাশেরা বানিয়েছে,
আহ্লাদে লাল স্মৃতিসৌধ;
কারা যেন চুম্বক এনে সেখান থেকে, 
ব্যথার ভারী লোহা আহরণ করে,
তাই দিয়ে এক বস্তা প্রেমের সোনা কিনে,
ঘর বেঁধেছে।

 বার্তা নিয়ে হাজির আমি, এক পিওন~

#মন_পলাশ #tdd_bengali

The Dream Doodler

উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ, কিন্তু বিদ্যালয় জানায়নি ফেয়ারওয়েল এই আউটগোয়িং ব্যাচকে। সদ্য যৌবন ছোঁয়া মেয়েগুলো ডিভিয়ান্ট হয়ে প্রতিবাদের শোরগোল তুলেছে। দাবি খালি এইটুকুই যে, "ফেয়ারওয়েল চাই।" চোখ বন্ধ করলে আজও মনে পরে, কেমন করে ক্লাসটিচার স্বাগতা ম্যাম ক্লাস টেন- এ আমাদের ফেয়ারওয়েল ডায়েরিতে লিখতে নারাজ ছিলেন। বলেছিলেন, "আরো দুটো বছর আছে তো, স্কুলেই তো থাকবে।" দু বছর। একাদশ ও দ্বাদশ শ্রেণী। তথাকথিত পাখনা তো গজিয়েছিল, কিন্তু সে পাখনা নিয়ে আকাশের নিচে উড়ে বেরানো হলো কই? ঘরকুনো হয়ে গে

read more

—বিদায়।
তবে, বিদায় মানে কি বি-দায়? 

//ক্যাপশন

 

উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ, কিন্তু বিদ্যালয় জানায়নি ফেয়ারওয়েল এই আউটগোয়িং ব্যাচকে। সদ্য যৌবন ছোঁয়া মেয়েগুলো ডিভিয়ান্ট হয়ে প্রতিবাদের শোরগোল তুলেছে। দাবি খালি এইটুকুই যে, "ফেয়ারওয়েল চাই।" 

চোখ বন্ধ করলে আজও মনে পরে, কেমন করে ক্লাসটিচার স্বাগতা ম্যাম ক্লাস টেন- এ আমাদের ফেয়ারওয়েল ডায়েরিতে লিখতে নারাজ ছিলেন। বলেছিলেন, "আরো দুটো বছর আছে তো, স্কুলেই তো থাকবে।" দু বছর। একাদশ ও দ্বাদশ শ্রেণী। তথাকথিত পাখনা তো গজিয়েছিল, কিন্তু সে পাখনা নিয়ে আকাশের নিচে উড়ে বেরানো হলো কই? ঘরকুনো হয়ে গে
loader
Home
Explore
Events
Notification
Profile