Nojoto: Largest Storytelling Platform

নতুন মা ফুটন্ত জলে চা পাতা আর চিনিটা দিয়ে কেমন এক

নতুন মা
ফুটন্ত জলে চা পাতা আর চিনিটা দিয়ে কেমন একটা আনমনা হলে গেলো মিনাক্ষী। এক সপ্তাহ হলো তার নতুন বিয়ে হয়েছে।সংসার বলতে সে,স্বামী আর তার শাশুড়ি।আজ আবার তাকে অফিস জয়েন করতে হবে।ওদিকে চঞ্চলেরও  ডিউটি আছে, তার টিফিন করতে হবে। চারিদিকে  নানা কাজ পড়ে আছে ,কিভাবে সব সামলাবে তার মাথায় আসছে না।" বৌমা, ও বৌমা, একি করছো ?" মায়ের ডাকে ঘোর কাটে তার। চায়ের জল ফুটে ফুটে কখন শেষ হয়ে গিয়েছে লক্ষ্যই করেনি মিনাক্ষী। ভয়ে সন্ত্রস্ত হয়ে মাথাটা নামিয়ে নিল সে। তাকে অবাক করে দিয়ে মা বললেন, "এত কিসের চিন্তা করছো বলতো?? তাড়াতাড়ি স্নানে যাও , আমি রান্নাঘরটা সামলে নিচ্ছিখন । বাবুর সাথে তুমিও তো আজ অফিস জয়েন করবে। না , আর দেরি করোনা তুমি এ বাড়িতে নতুন ,তোমাকে ভালো রাখার দায়িত্বটাও তো আমার।"
 না মিনাক্ষীর নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না ।এযে সাক্ষাত দেবী দর্শন ।সে কিছু বলতে পারল না। শুধু তার চোখ থেকে নীরবে দু ফোঁটা আনন্দাশ্রু গড়িয়ে পরল।। #mother #motherinlaw 
please give me compliments..
নতুন মা
ফুটন্ত জলে চা পাতা আর চিনিটা দিয়ে কেমন একটা আনমনা হলে গেলো মিনাক্ষী। এক সপ্তাহ হলো তার নতুন বিয়ে হয়েছে।সংসার বলতে সে,স্বামী আর তার শাশুড়ি।আজ আবার তাকে অফিস জয়েন করতে হবে।ওদিকে চঞ্চলেরও  ডিউটি আছে, তার টিফিন করতে হবে। চারিদিকে  নানা কাজ পড়ে আছে ,কিভাবে সব সামলাবে তার মাথায় আসছে না।" বৌমা, ও বৌমা, একি করছো ?" মায়ের ডাকে ঘোর কাটে তার। চায়ের জল ফুটে ফুটে কখন শেষ হয়ে গিয়েছে লক্ষ্যই করেনি মিনাক্ষী। ভয়ে সন্ত্রস্ত হয়ে মাথাটা নামিয়ে নিল সে। তাকে অবাক করে দিয়ে মা বললেন, "এত কিসের চিন্তা করছো বলতো?? তাড়াতাড়ি স্নানে যাও , আমি রান্নাঘরটা সামলে নিচ্ছিখন । বাবুর সাথে তুমিও তো আজ অফিস জয়েন করবে। না , আর দেরি করোনা তুমি এ বাড়িতে নতুন ,তোমাকে ভালো রাখার দায়িত্বটাও তো আমার।"
 না মিনাক্ষীর নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না ।এযে সাক্ষাত দেবী দর্শন ।সে কিছু বলতে পারল না। শুধু তার চোখ থেকে নীরবে দু ফোঁটা আনন্দাশ্রু গড়িয়ে পরল।। #mother #motherinlaw 
please give me compliments..
trisitabhar4260

Trisita Bhar

New Creator