Nojoto: Largest Storytelling Platform
trisitabhar4260
  • 2Stories
  • 21Followers
  • 20Love
    0Views

Trisita Bhar

can't write but love to

  • Popular
  • Latest
  • Video
d4b6850eb88c479375c9f82f742b85fb

Trisita Bhar

নতুন মা
ফুটন্ত জলে চা পাতা আর চিনিটা দিয়ে কেমন একটা আনমনা হলে গেলো মিনাক্ষী। এক সপ্তাহ হলো তার নতুন বিয়ে হয়েছে।সংসার বলতে সে,স্বামী আর তার শাশুড়ি।আজ আবার তাকে অফিস জয়েন করতে হবে।ওদিকে চঞ্চলেরও  ডিউটি আছে, তার টিফিন করতে হবে। চারিদিকে  নানা কাজ পড়ে আছে ,কিভাবে সব সামলাবে তার মাথায় আসছে না।" বৌমা, ও বৌমা, একি করছো ?" মায়ের ডাকে ঘোর কাটে তার। চায়ের জল ফুটে ফুটে কখন শেষ হয়ে গিয়েছে লক্ষ্যই করেনি মিনাক্ষী। ভয়ে সন্ত্রস্ত হয়ে মাথাটা নামিয়ে নিল সে। তাকে অবাক করে দিয়ে মা বললেন, "এত কিসের চিন্তা করছো বলতো?? তাড়াতাড়ি স্নানে যাও , আমি রান্নাঘরটা সামলে নিচ্ছিখন । বাবুর সাথে তুমিও তো আজ অফিস জয়েন করবে। না , আর দেরি করোনা তুমি এ বাড়িতে নতুন ,তোমাকে ভালো রাখার দায়িত্বটাও তো আমার।"
 না মিনাক্ষীর নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না ।এযে সাক্ষাত দেবী দর্শন ।সে কিছু বলতে পারল না। শুধু তার চোখ থেকে নীরবে দু ফোঁটা আনন্দাশ্রু গড়িয়ে পরল।। #mother #motherinlaw 
please give me compliments..

#Mother #motherinlaw please give me compliments.. #story

d4b6850eb88c479375c9f82f742b85fb

Trisita Bhar

#OpenPoetry আগমন
বিকালে বাতাসরা গুঞ্জন রতা
তবুও ছড়িয়ে চারিদিকে নীরবতা,
চর্তুদিক নিস্তব্ধ, এ কার পূর্বলক্ষণ
মনে হয় সত্যিই এ তোমারই আগমন।।
গাছের পাতারা হাওয়ায় হেলে যায়, 
মনে হয় তুমি আমায় ডাকো ইশারায়।।
পশ্চিম আকাশের মাঝে রক্তের দাগ,
গাছেরা চুপচাপ, তবে প্রকৃতি সজাগ।।
লেবুর মিষ্টি গন্ধে ভরেছে পরিবেশ;
তোমার প্রত্যাবর্তন, এ যেন তাহারই রেশ।।
এরা বলে,তুমি থাকো এভাবেই কাছে 
তোমাকে যে কত কথা বলার আছে।।
হালকা বাতাস, পড়ন্ত আলোয় সিক্ত মোরাম,
কোকিলারও যেন ডাকছে ধরে তোমারই নাম।।
ভানু গৃহে যাচ্ছে , ইন্দুও তো হাসছে
গগণময় তোমার আগমনের বাণী ছড়াচ্ছে।।
বিবর্ণ এই জগতে তুমি দিলে বর্ণ ,
প্রকৃতির হাসি শুনে স্বস্তি পায় এ কর্ণ।।
দূরে শোনা যায় শঙ্খধনী, মৃদু স্বরে হাওয়ার বাঁশি;
তুমি বলো আমায়,"আমি যে তোমাকেই ভালোবাসি"।। #OpenPoetry #naturelove #bengali

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile