Nojoto: Largest Storytelling Platform

White কিসের টানে। কিসের টানে প্রতিবছর চাই দূর্গা

White  কিসের টানে।

কিসের টানে প্রতিবছর চাই দূর্গা মাকে
নতুন সাজে দেখবে সবাই সবাই কে,
টেক্কা দেবে এক মণ্ডপ অন্য মণ্ডপে
এবছর তার বদলা হবে সব সাক্ষী থাকবে।

থিমের পূজো বা সাবিকানায় সব সাজিয়ে মাৎ
কে পাবে পুরুস্কার,ঘোষণায় মিডিয়ার সাক্ষাৎ,
কেউ তুলে ধরে শ্রেষ্ঠ হবে পরিযায়ীদের কাহিনী
অথচ আসল সময় কেউ এসে পাশে দাড়াইনি।

যে কথা হয়নি বলা গত বছরের প্রথম দেখায়
এবছর বলবে তারে সেকথা সে রয়েছে আশায়,
কিন্তু একি হলো কি দেখে তার মনে এত চিন্তা
প্রেয়সীর হাত ধরে এক নতুন বন্ধুর আগমনতা।

আশায় থাকেন দশতলার ঐ  একা বৃদ্ধ বৃদ্ধা
কখন আসবে ছেলেবৌমা করাতে দর্শন মাদূর্গা,
তারা আর আসেনা সময় বহিয়া আজ নবমী
অবশেষে ক্লাবের সন্তু আসে দেখাতে আগমনী।

ঢাকির ঢাকের আওয়াজ সাথে ধূনোর গন্ধ
সুন্দরীদের আরতি নৃত্যে সেথা যেন সতন্ত্র,
দর্শকের চক্ষু স্থির কি করে রমনীর এত শিল্প
আজ যে ওরাই এগিয়ে নেই কোনো বিকল্প।

এতকিছুর পরেও সব এক ভিন্ন চিত্র সর্বত্র
তিলোত্তমার কাহিনীতে এবছর সবাই মর্মাহত,
সবার মুখে প্রতিবাদ মা মোদের এযুদ্ধে করো জয়ী
সাথে মোরা এ অশুর বধে সৈনিক,তবে আজ্ঞা বাহী।

©Swapan Dewanji
  #happy_independence_day কিসের টানে।

#happy_independence_day কিসের টানে। #ভালোবাসা

90 Views