Find the Best happy_independence_day Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos abouthappy birthday to the love of my life poem, happy valentines day to the love of my life, happy birthday to the love of my life, happy birthday to the love of my life pictures, happy friendship day to my love quotes,
Anish Fathima
White happy independence day guys ©Anish Fathima #happy_independence_day birthday wishes for father
#happy_independence_day birthday wishes for father
read moreAnish Fathima
White happy independence day guys ©Anish Fathima #happy_independence_day Extraterrestrial life
#happy_independence_day Extraterrestrial life
read moreSwapan Dewanji
White কিসের টানে। কিসের টানে প্রতিবছর চাই দূর্গা মাকে নতুন সাজে দেখবে সবাই সবাই কে, টেক্কা দেবে এক মণ্ডপ অন্য মণ্ডপে এবছর তার বদলা হবে সব সাক্ষী থাকবে। থিমের পূজো বা সাবিকানায় সব সাজিয়ে মাৎ কে পাবে পুরুস্কার,ঘোষণায় মিডিয়ার সাক্ষাৎ, কেউ তুলে ধরে শ্রেষ্ঠ হবে পরিযায়ীদের কাহিনী অথচ আসল সময় কেউ এসে পাশে দাড়াইনি। যে কথা হয়নি বলা গত বছরের প্রথম দেখায় এবছর বলবে তারে সেকথা সে রয়েছে আশায়, কিন্তু একি হলো কি দেখে তার মনে এত চিন্তা প্রেয়সীর হাত ধরে এক নতুন বন্ধুর আগমনতা। আশায় থাকেন দশতলার ঐ একা বৃদ্ধ বৃদ্ধা কখন আসবে ছেলেবৌমা করাতে দর্শন মাদূর্গা, তারা আর আসেনা সময় বহিয়া আজ নবমী অবশেষে ক্লাবের সন্তু আসে দেখাতে আগমনী। ঢাকির ঢাকের আওয়াজ সাথে ধূনোর গন্ধ সুন্দরীদের আরতি নৃত্যে সেথা যেন সতন্ত্র, দর্শকের চক্ষু স্থির কি করে রমনীর এত শিল্প আজ যে ওরাই এগিয়ে নেই কোনো বিকল্প। এতকিছুর পরেও সব এক ভিন্ন চিত্র সর্বত্র তিলোত্তমার কাহিনীতে এবছর সবাই মর্মাহত, সবার মুখে প্রতিবাদ মা মোদের এযুদ্ধে করো জয়ী সাথে মোরা এ অশুর বধে সৈনিক,তবে আজ্ঞা বাহী। ©Swapan Dewanji #happy_independence_day কিসের টানে।
#happy_independence_day কিসের টানে।
read moreSwapan Dewanji
White কিসের টানে। কিসের টানে প্রতিবছর চাই দূর্গা মাকে নতুন সাজে দেখবে সবাই সবাই কে, টেক্কা দেবে এক মণ্ডপ অন্য মণ্ডপে এবছর তার বদলা হবে সব সাক্ষী থাকবে। থিমের পূজো বা সাবিকানায় সব সাজিয়ে মাৎ কে পাবে পুরুস্কার,ঘোষণায় মিডিয়ার সাক্ষাৎ, কেউ তুলে ধরে শ্রেষ্ঠ হবে পরিযায়ীদের কাহিনী অথচ আসল সময় কেউ এসে পাশে দাড়াইনি। যে কথা হয়নি বলা গত বছরের প্রথম দেখায় এবছর বলবে তারে সেকথা সে রয়েছে আশায়, কিন্তু একি হলো কি দেখে তার মনে এত চিন্তা প্রেয়সীর হাত ধরে এক নতুন বন্ধুর আগমনতা। আশায় থাকেন দশতলার ঐ একা বৃদ্ধ বৃদ্ধা কখন আসবে ছেলেবৌমা করাতে দর্শন মাদূর্গা, তারা আর আসেনা সময় বহিয়া আজ নবমী অবশেষে ক্লাবের সন্তু আসে দেখাতে আগমনী। ঢাকির ঢাকের আওয়াজ সাথে ধূনোর গন্ধ সুন্দরীদের আরতি নৃত্যে সেথা যেন সতন্ত্র, দর্শকের চক্ষু স্থির কি করে রমনীর এত শিল্প আজ যে ওরাই এগিয়ে নেই কোনো বিকল্প। এতকিছুর পরেও সব এক ভিন্ন চিত্র সর্বত্র তিলোত্তমার কাহিনীতে এবছর সবাই মর্মাহত, সবার মুখে প্রতিবাদ মা মোদের এযুদ্ধে করো জয়ী সাথে মোরা এ অশুর বধে সৈনিক,তবে আজ্ঞা বাহী। ©Swapan Dewanji #happy_independence_day কিসের টানে।
#happy_independence_day কিসের টানে।
read moreKRISHNA
White *🙏स्नेह वंदन 🙏* *सच्चाई की गहराई में जीवन की गूंज है,* *चालाकी की चादर में छिपे है मन के अंधकार।* *सीधे लोग अपनी सोच से बिना झिझक चलते,* *चालाकियों के जाल में हर सपने होते है बेकार।* *🙏🌄सुप्रभात 🌄 🙏* 🙏🌹जय भोलेनाथ🌹🙏* ©KRISHNA #happy_independence_day
Virata Bhai
White मेरा भारत महान है ©Virata Bhai #happy_independence_day
Harjit Dildar
White ਹਿੰਦ ਵਾਸੀਓ............ ਮੈਂ ਭਗਤ ਸਿੰਘ ਦੀ ਸੋਚ , ਸਮੇਂ ਨੇ ਲਿਆ ਹੈ ਮੈਨੂੰ ਨੋਚ ਮੈਂ ਲੰਗੜੀ ਹੋ ਗਈਆ, ਪੈਰਾਂ ਵਿੱਚ ਆ ਗਏ ਮੇਰੇ ਮੋਚ ਕਿਤੇ ਮਰ ਨਾ ਜਾਵਾਂ ਮੈਂ , ਮਾਰ ਪਈ ਬਿਨ ਹਥਿਆਰਾਂ ਦੀ ਹਿੰਦ ਵਾਸੀਓ! ਮੈਨੂੰ ਮਰਦੀ ਨੂੰ, ਲੋੜ ਪੈ ਗਈ ਪਹਿਰੇਦਾਰਾਂ ਦੀ ਮੈਂ ਸੋਚ ਪਵਿੱਤਰ ਰੂਹ ਦੀ ਹਾਂ, ਮੈਂ ਹੱਕਦਾਰ ਸਤਿਕਾਰਾਂ ਦੀ ਉਹ ਜੋ ਵੀ ਪੜਿਆ ਤੇਰੇ ਲਈ , ਹਕੂਮਤ ਸੰਗ ਲੜਿਆ ਤੇਰੇ ਲਈ ਇੱਕ ਤੈਨੂੰ ਆਜ਼ਾਦ ਕਰਾਉਣ ਲਈ , ਖੁਦ ਸੂਲੀ ਚੜਿਆ ਤੇਰੇ ਲਈ ਕੀ ਰਿਸ਼ਤਾ ਉਹ ਨਿਭਾ ਗਿਆ , ਕਿਉਂ ਲਈਆਂ ਨਾ ਤੂੰ ਸਾਰਾ ਵੀ ਹਿੰਦ ਵਾਸੀਓ ਮੈਨੂੰ ਮਰਦੀ ਨੂੰ...... ਧਰਮਾਂ ਤੋਂ ਤੇ ਜਾਤਾਂ ਤੋਂ , ਰਿਹਾ ਦੂਰ ਐਸੀਆਂ ਬਾਤਾਂ ਤੋਂ ਤਾਂ ਹੀ ਦੇਸ ਕਰਾ ਗਿਆ ਉਹ , ਆਜਾਦ ਗੁਲਾਮੀ ਦੀਆਂ ਰਾਤਾਂ ਤੋਂ ਜੇ ਚਾਨਣ ਉਸਦਾ ਫੈਲਦਾ ਨਾ, ਮਾਰ ਝੱਲਦਾ ਤੂੰ ਅੰਧਕਾਰਾਂ ਦੀ ਹਿੰਦ ਵਾਸੀਓ ਮੈਨੂੰ ਮਰਦੀ ਨੂੰ..... ਚੌਂਕ ਚ ਬੁੱਤ, ਘਰੇ ਤਸਵੀਰਾਂ , ਕਦੇ ਵੀ ਬਦਲਣ ਨਾ ਤਕਦੀਰਾਂ ਦੇਸ਼ ਦਾ ਮਾਣ ਵਧਾਉਣਾ ਜੇ, ਹਲੂਣਾ ਦੇ ਜਗਾ ਲਓ ਜਮੀਰਾਂ ਹਰਜੀਤ ਦੀ ਕਲਮ ਤੋਂ ਲਿਖਿਆ ਜੋ, ਕਰਕੇ ਦੇਖਿਓ ਕਦੇ ਵਿਚਾਰਾਂ ਵੀ ਹਿੰਦ ਵਾਸੀਓ ਮੈਨੂੰ ਮਰਦੀ ਨੂੰ..... ਹਿੰਦ ਵਾਸੀਓ ਮੈਨੂੰ ਮਰਦੀ ਨੂੰ ਲੋੜ ਪੈ ਗਈ ਪਹਿਰੇਦਾਰਾਂ ਦੀ ਮੈਂ ਸੋਚ ਪਵਿੱਤਰ ਰੂਹ ਦੀ ਹਾਂ ਮੈਂ ਹੱਕਦਾਰ ਸਤਿਕਾਰਾਂ ਦੀ ਮੈਂ ਹੱਕਦਾਰ ਸਤਿਕਾਰਾਂ ਦੀ ਮੈਂ ਹੱਕਦਾਰ ਸਤਿਕਾਰਾਂ ਦੀ ©Harjit Dildar #happy_independence_day
Updated Mirzapuri
White जीवन काल्पनिक है, इस बात का प्रमाण मृत्यु हैं ©updated Mirzapuri #happy_independence_day #life
Swapan Dewanji
White এক অন্ধকারের ইতিহাস। ইতিহাসের কত কিছুই জানা হয়নি আমাদের সৃষ্টিতে না জানালে,কে রাখবেন খোঁজের, এ ভাবেই কত সত্য ইতিহাস আজো অন্ধকারে আসল রাজা হারিয়ে যায়,নকল রাজা অন্দরে। ১৯৪৭ সালে দেশ স্বাধীন,প্রধান মন্ত্রী জহরলাল চলিতেছে গোপন সভা,বড্ড জটিল গোলমাল, কে হবেন দেশের প্রধান সেনাপতি,সেনাবাহিনীর দূর্ধর্ষ যত সেনাপতি সবতো লালমুখো বাহিনীর। তাই বলি অন্তত কিছুদিন এই স্বাধীন ভারতবর্ষে দেশের নিরাপত্তায় একবৃটিশ সেনাপতির স্পর্শে, চারিদিকে নিঃস্তব্ধ,বাক রুদ্ধ মনে মনে হায় হায়, স্বাধীন ভারতের নিরাপত্তায় বৃটিশ সেনা পরামর্শে? এ এক কঠিন সময় কেউ মুখ খোলা রোখো ভাই স্বাধীন ভারত আবার পরাধীন যদি সুযোগ পায়, ধীরে ধীরে এক শান্ত মুখ কঠিন হতে কঠিনতরো হয়ে দণ্ডায়মান কঠিন স্বরে কাঁপিয়ে সব থরথর। কক্ষনো নয় নেহুরুজী,আপনারও পরিবর্তন চাই আপনিওতো একেবারে নবীস,বৃটিশ খোজেন তাই? না রাগ করো না নাথু সিং রাঠোর,তুমি ভার নাও তুমি এত যোগ্য সেনাপতি থাকতে কেন ভাবাও? আমার থেকে অনেক যোগ্য হিন্দের ক্যারিআপ্পা উনি নিন স্বাধীন ভারত সর্বাঅধিনায়ক শিরোপা, এভাবেই সেদিন আরেক অন্ধকারে এল আলো দ্বিতীয় সেনাপতি সাহসী রাঠর রুখে দিয়েছিল। ©Swapan Dewanji #happy_independence_day এক অন্ধকারের ইতিহাস।
#happy_independence_day এক অন্ধকারের ইতিহাস।
read more"বিলম্বিত-লয়"
White হে শাসক, তোমার চিত্ত আপাদমস্তক গরলে ভরা.. সে শাসনে বিচার পায় না বাংলায় অভয়ারা!! পার্ক স্ট্রিট, থেকে কামদুনি, হয়ে আর জি কর.. সুবিচার নেই, আইন তোমার পোষা'কুকুর কাটমানি খায় দিনভর!! আচ্ছা! অভয়ার অন্যায় কোথায় ছিল? সে বুঝি তোমাদের নেক্সাস'টা জেনে ফেলেছিল!?? ষড়যন্ত্রীর গোপন আঁতাত খুলে দিতে চেয়েছিল! তার এমন শোচনীয় পরিণতি বুঝি সে কারণেই হল!! গতকাল আত্মীয়পরিজনে'র করুণ আর্তি শুনেছ.., তার?? আর যে ঢাকা যাবে না শাক দিয়ে মাছ এবার!! তুমি না শুনলেও, শুনেছে গোটা পৃথিবী সে ব্রডকাস্ট বার বার.. পাপের ঘড়া ভর্তি তোমার, সময় এসেছে হবেই হবে বিচার।। © ©"বিলম্বিত-লয়" #happy_independence_day