Nojoto: Largest Storytelling Platform

কিছু কিছু সম্পর্ক বেনামি হওয়াই ভালো ,তাদের নাম দিয়

কিছু কিছু সম্পর্ক বেনামি হওয়াই ভালো ,তাদের নাম দিয়ে ছোট করা যায়না।তাদের সম্পর্কের খুঁটিনাটি বন্ধনেও আবদ্ধ করা যায়না।তারা মুক্ত দিগন্তের মুক্ত বিহঙ্গের মতন হয়।স্বাধীন,অন্তত,অসীম,যার কোনো শেষ নেই।তাতে না পেয়েও অনেক কিছু পাওয়া হয়েযায়,তারা মিলিত না হয়েও মিশে যায় একে অপরের মাঝে।
এটাকেও ভালোবাসা ই বলে।তবে এ ভালোবাসায় কোনো আক্ষেপ নেই শুধু আছে অগাধ শান্তি..ভালোবেসে পাওয়া শান্তি।
-সুস্মিতা🙂 #কিছু #লেখার #কোনো #ক্যাপশন #হয়না।
কিছু কিছু সম্পর্ক বেনামি হওয়াই ভালো ,তাদের নাম দিয়ে ছোট করা যায়না।তাদের সম্পর্কের খুঁটিনাটি বন্ধনেও আবদ্ধ করা যায়না।তারা মুক্ত দিগন্তের মুক্ত বিহঙ্গের মতন হয়।স্বাধীন,অন্তত,অসীম,যার কোনো শেষ নেই।তাতে না পেয়েও অনেক কিছু পাওয়া হয়েযায়,তারা মিলিত না হয়েও মিশে যায় একে অপরের মাঝে।
এটাকেও ভালোবাসা ই বলে।তবে এ ভালোবাসায় কোনো আক্ষেপ নেই শুধু আছে অগাধ শান্তি..ভালোবেসে পাওয়া শান্তি।
-সুস্মিতা🙂 #কিছু #লেখার #কোনো #ক্যাপশন #হয়না।
m2077998079426

SUS MITA

New Creator