Nojoto: Largest Storytelling Platform
m2077998079426
  • 89Stories
  • 49Followers
  • 772Love
    405Views

SUS MITA

ভাবনার একাকার হয়ে ছন্দ তোলে আমার কণ্ঠে🍂💚

  • Popular
  • Latest
  • Video
7c22dc4f37432a20d7829fd8034ba62c

SUS MITA

#SelfWritten #ownvoice🎤 

#rain

#SelfWritten ownvoice🎤 #rain #Love

7c22dc4f37432a20d7829fd8034ba62c

SUS MITA

#owncreation #voice_of_heart #selfvoice💌 #SelfWritten #For❤U 

#bollywoodfan
7c22dc4f37432a20d7829fd8034ba62c

SUS MITA

তোর সঙ্গে হঠাৎ দেখা ট্রাফিক মোড়ে
দুজনেই ব্যস্ত রাস্তা পার হওয়াতে
গন্তব্য একই হবে কে জানতো
ভীষণই চাইছিলাম যেন চোখে চোখ না পড়ে।

জানিনা আড়াল করে কী রাখতাম,
মন না মনের ভীষণ হারিয়ে যাওয়া!
তুইও তো আমার দিকেই চেয়ে ছিলিস,
পেছনে তাকালে ঠিক দেখতে পেতাম।

প্রতিদিন আসা যাওয়া একই রাস্তা দিয়ে,
চোখে চোখ একটু হলেও পড়তে পারে
তবুও সংকোচ একদম ছিলোনা
অনায়াসে হেসেছিলাম বারবার তাকিয়ে।

ধুলো জমা হোয়াটসপের চ্যাট টা তখন
খুশিতে অনেকখানি ডগমগ
জানে ও ফিরতে পথে হাতটা যাবেই
চেনা সেই না খোলা নাম্বারটাতে।

আমিও ভাবছি তখন বলেই ফেলি,
দুজনেই যাচ্ছি যখন একই পথে,
বাসস্ট্যান্ডের ঠিক পাশে তে দাঁড়াবি তো?
যদি না মুখ ফুটে কিছু বলতে পারি?
©সুস্মিতা লোধ

©SUS MITA #owncreation #self✍️ #love❤ #poetry_by_heart #susmita 

#melting
7c22dc4f37432a20d7829fd8034ba62c

SUS MITA

তোকে বলতে গিয়েও চুপ করে যাই,
তোকে বাঁচতে চাই ভীষণই
তোর দু হাত ধরে কাটিয়ে দেবো জীবন,
সে সুখের হোক বা শনি।

তোকে বলতে গিয়েও চুপ করে যাই,
তোরই নয়ন পানে
সাঁতার না জেনেও ডুব দিতে চাই
হেরে বসেছি কোন খানে।
 
তোকে বলতে গিয়েও চুপ করে যাই,
সংসারটাও করি
ওটা কক্ষনো কোনো স্বপ্ন নয়
হলেও তা ভীষণই দরকারি।

তোকে বলতে গিয়েও চুপ করে যাই
শুনতে কি চাইবিনা?
শতজন্ম প্রতিক্ষায় আছি
কাছে একটু কি টানবিনা?
 
তোকে বলবো আমি একদিন ঠিক,
হবো নিশ্চয়ই মুখোমুখি
ভবিষৎ এ তাকিয়ে দেখিস
তুই আমার সঙ্গেই সুখী।

©SUS MITA #you_and_me #sea #OceanBeach #self✍️ #owncreation #loV€fOR€v€R 

#together

#you_and_me #Sea #OceanBeach self✍️ #owncreation loV€fOR€v€R #together

7c22dc4f37432a20d7829fd8034ba62c

SUS MITA

আমি ভাবতে পারিনি,
এমন ভাবে জড়িয়ে নেবে তোর মুগ্ধতা আমায়,
যেমন চাঁদের টানে স্রোতের বুকে জোয়ার ভাঁটা হয়।
যখন বাঁধন ছিঁড়ে উড়েই যেত অসীম গগনে,
ওরম উড়নচন্ডী আত্মা কে তুই টানলি কিভাবে??
একি সবই মায়া,সবই মোহ
নাকি ধ্রুব সত্যি!!
ওরম তুফান হলে যে কেউ পালায়,চুলোয় যাক অন্যরা,
এক বুক ভরসা নিয়ে ডুব দিলি,
ভয় পেলি না এক রত্তি!!
তোর সাহস দেখে হার মেনেছে সৌরজগৎ ,তারা
দামাল ঝড় আমায় ডেকে বলে,
"তুই কিছু নোস ওকে ছাড়া"...
@সুস্মিতা লোধ

©SUS MITA #loeverpoetry #owncreation #byme✍ #WritingForYou #myloveforyou #SelfWritten 
#waiting
7c22dc4f37432a20d7829fd8034ba62c

SUS MITA

বন্ধ ছিল মনের দুয়ার
             আসতো নাতো আলো
           একলা সময় কেটেই যেত
         কেউ বলেনি,দরজা খোলো!!

        জীবন-যুদ্ধে লড়তে লড়তে
               যখন নিঃস্ব-রিক্ত!
    ক্ষত-বিক্ষত হৃদয় আমার,
           ভীষণ পরিত্যক্ত।

       একমুঠো ছাই অবশিষ্ট,
       নেই কোনো আর আশা
     ধুলোর মতন উড়তে যাবো যেই,
           তখনই তার আসা।
মানবোই না,ভীষণ আমার জেদ
অভিমান আর ঘৃনায় আমি দগ্ধ,
ভুলগুলো সব ভাঙাবেই সে আমার
হলো নিজের কাছে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

      ধূসর আমি কবেই হয়েছি ম্লান
     প্রাণোচ্ছল 'আমি'টা আজ শেষ,
     এসব নিয়েই মেতে ছিলাম যখন
     আলোর রঙে রাঙিয়ে দিলো বেশ।

         প্রাণের মাঝে জড়িয়ে নিয়ে
               ভাঙ্গালো সব রাগ,
      অবাক আমি,চেয়ে তারই দিকে
           তার মুখ ভরা সোহাগ!!!

    মুখটা আমার দুহাতে নিলো তুলে
         আর বললো কাছে টেনে,
         শারদীয়ার মতন তোমায় 
           সাজাবো শিউলি ফুলে।

         নিজের হাতে গড়ব তোমায়
               দেবো মনের মতন রূপ,
         তোমার চোখেই পদ্ম ফোটে
              তুমিই মায়ের স্বরূপ!
@susmitalodh
      আগমনি সুর বাজলো কানে
     পরম ছোঁয়া লাগলো প্রাণে
উড়বে এ মন বাঁধন ছাড়া
খুশির হাওয়ায় ,পাগল পারা

দুর্গা এলো পুরুষ রূপে,
মেনেই নিলাম আজ!!
মায়ের মায়ার অসীম অপার
তার অনেক রকম সাজ।

শারদীয়া আর ভালোবাসা
পরিপূরক হলো,
বাঁচিয়ে দিলো,আগলে নিলো আমায়।
এবার আমার পরম প্রাপ্তি হলো।
          @সুস্মিতা লোধ

©SUS MITA #Durgapuja #sharodpuja #owncreation #OwnPoetry 

#navratri2021
7c22dc4f37432a20d7829fd8034ba62c

SUS MITA

With u hours passes like Seconds
We are meant to live together for eternal decades
Im blessed to have you by my side
You are the happiness bringer of my life.
I was a lonely kite in the sky
You held my hand and said " let's reach together new heights".
Written by Pucha ❤️

©SUS MITA #Love
7c22dc4f37432a20d7829fd8034ba62c

SUS MITA

ভালোবাসা আয় তুই,
জড়িয়ে নে আমায়।
হৃদয় যখন উঠলো তুফান,
তাকে কে আর থামায়!!!

বৃষ্টি, এক মোহময় সৃষ্টি।
ধরিত্রী কাঁপিয়ে,শরীর ভিজিয়ে
শান্ত করে দেয় সৃষ্টি।
কিন্তু আমায় মুগ্ধ করে অন্য কেউ।
দিবানিশি তার উষ্ণতায় জড়িয়ে থাকতে চাওয়া আমার মনকে কিছুতেই শান্ত করতে পারেনা, এই বৃষ্টি।
এ যেন একমাত্র তারই কাজ,সেই আগলে নিয়ে পরম ভালোবাসার আবেশে মুড়িয়ে নিয়ে দেয় আমায় নবজন্ম।
বর্ষার তীক্ষ্ণ শীতল ধারায় আমায় ততখানি শীতল করতে পারেনা যতটা তার পরশ।
চিরকালই নেশা আমার বৃষ্টিভেজায়,
গগন কালো হয়ে উন্মত্ত আকাশ যখন ব্যাকুল হয়ে কেঁদে বেড়ায় আমার মন একটুও ভিজতে চায় না।
সে অপেক্ষা করে তাকে কাছে পেতে।
এই অনুভূতি পৃথিবীর সব সুখের থেকে বৃহৎ।
এই অনুভূতি আমায় বাঁচিয়ে রাখে,
আর ভরিয়ে রাখে নিজের সিক্ততায়,
যার ক্ষমতা স্বয়ং প্রকৃতিরও নেই।

©SUS MITA #self_written #loveuoqtes #owncreation #linespoetry #BaeLove 

#hangout
7c22dc4f37432a20d7829fd8034ba62c

SUS MITA

It's the time when my breathe wants you to feel my warmth.
These heavy heartbeats continuously finding you to make itself calm down.
You're the happy live that always nourishing my soul.
From finding the best version of me to hiding all the saddest things by your conversation you prove it that how soulfully connected we are!!
Even when circumstances are against of us, we are the best motivater to each other.
Being tired and longing for a soothing life I have finally found my home in you,now I am living my life in loving you.
I love you my bestsoulmate and my life partner.
Yes you are my partner and I want to do every little and big things with you.
We are sharing our life with each other so let's go for a peaceful future and make our everyday special and worthy by holding hands together.
@YoursForeverSusmita(◍•ᴗ•◍)❤

©SUS MITA its for you my love
its only for you
#owncreation #ownwriting #ownwords #L♥️ve #partners #life_goals #SoulMates 

#HappyRoseDay

its for you my love its only for you #owncreation #ownwriting #ownwords L♥️ve #partners #life_goals #SoulMates #HappyRoseDay

7c22dc4f37432a20d7829fd8034ba62c

SUS MITA

তোকে আমি মেঘলা দিনে
এক পশলা বৃষ্টি দেবো,
তোকে আমি গভীর ব্যথায়
ভালোবাসার আদর দেবো,
তোর সঙ্গে সুখের দিনে
যেমন পাগলপারা হবো,
কান্নাভেজা দুপুর গুলোয়
দুহাত দিয়ে আগলে নেবো,
আমার যত অবাধ নেশা
তোকে ঘিরেই বাড়িয়ে নেবো,
চোখে আমার মাতাল চাওয়া
তোর জন্যেই লুটিয়ে দেবো,
তুই আমার ক্লান্ত দিনের
একটুখানি আরাম হ'
আমি তোকে তার বদলে
আমার পুরো জীবন দেবো।
@সুস্মিতা লোধ

©SUS MITA #foru #myloveforyou #menu #owncreation #ownshayari #Bengali_poem #OwnPoetry
loader
Home
Explore
Events
Notification
Profile