Nojoto: Largest Storytelling Platform

আইপিএলে দিল্লির অধিনায়ক পন্থই, বড় ঘোষণা সৌরভের দলে

আইপিএলে দিল্লির অধিনায়ক পন্থই, বড় ঘোষণা সৌরভের দলের

এদিকে সরকারিভাবে নিজেদের নাম বদলে ফেলল আরসিবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিসিসিআই (BCCI) তাঁকে ফিট ঘোষণা করেছে। এনসিএ-ও ফিট সার্টিফিকেট দিয়েছে। তাও আইপিএলে ঋষভ পন্থকে পুরোদমে পাওয়া যাবে কিনা, সেটা নিয়ে সংশয় ছিল। সেই সংশয় দূর করে দিল দিল্লি ক্যাপিটালস। পন্থ শুধু খেলবেন না, খেলবেন অধিনায়ক হিসাবেই। জানিয়ে দিল সৌরভের দল।

দুবছর পরে ফের লাল-নীল জার্সিতে খেলতে নামছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ভয়াবহ গাড়ি দুর্ঘটনা থেকে সেরে উঠে দলকে নেতৃত্ব দিতে তিনি তৈরি। দিন কয়েক আগেই তাঁকে ফিট সার্টিফিকেট দিয়েছে এনসিএ। তবে কোনও কোনও মহল থেকে শোনা যাচ্ছিল, পন্থ হয়তো এবার ব্যাটিং করলেও উইকেট কিপিং করতে পারবেন না। আবার কেউ কেউ বলছিল, তিনি খেলতে পারেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে। কিন্তু মঙ্গলবার পন্থকে অধিনায়ক ঘোষণা করে সব জল্পনায় ইতি টানল দিল্লি।

©BANGLE TIMES
  #Pant #IPL #Delhi