Nojoto: Largest Storytelling Platform
bangletimes2800
  • 572Stories
  • 82Followers
  • 7.0KLove
    57.3KViews

BANGLE TIMES

Time can never be stopped. So run as fast as with Time.

  • Popular
  • Latest
  • Video
5af7f5ddeef0a520d3c7c30a270840dc

BANGLE TIMES

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মোকাবিলায় ‘এয়ার ডিফেন্স’, ইজ়রায়েলকে রক্ষা করতে সক্রিয় আমেরিকা

ইরানের হামলার জবাব দেওয়ার ঘোষণা করে ইজ়রায়েল বুধবার বলেছে, ‘তেহরানকে এ জন্য কঠিন পরিণতি ভোগ করতে হবে’। ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার জানিয়ে দিয়েথে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেইনি তাদের পরবর্তী নিশানা।

তেল আভিভে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরেই ইজ়রায়েলের পাশে দাঁড়াল আমেরিকা। পশ্চিম এশিয়ার যুদ্ধের আশঙ্কার আবহে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সরকার জানিয়েছে, ইজ়রায়েলের আত্মরক্ষার অধিকারকে তারা সমর্থন করে।

©BANGLE TIMES #Israel_Hezbollah_Conflict
5af7f5ddeef0a520d3c7c30a270840dc

BANGLE TIMES

রোগী-ডাক্তার একই পক্ষ, বার্তা ধর্মতলার মঞ্চ থেকে, অভিমুখ সিবিআইও, দিল্লি গিয়ে প্রতিবাদের হুঙ্কার!

দ্বিতীয় বার পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র ডাক্তারেরা। তা নিয়ে বিভিন্ন প্রশ্নও উঠতে শুরু করেছে। এ বার ধর্মতলার সভামঞ্চ থেকে নিজেদের অবস্থান আরও স্পষ্ট করলেন জুনিয়র ডাক্তারেরা।

আরজি করের ঘটনার প্রতিবাদে বুধবার ফের কলকাতার রাস্তায় নামলেন জুনিয়র ডাক্তারেরা। কলেজ স্ক্যোয়ার থেকে মিছিল করলেন ধর্মতলা পর্যন্ত। মিছিল শেষে সভা। অতীতের কর্মসূচিগুলির মতো বুধেও জুনিয়র ডাক্তারদের সঙ্গে পা মেলালেন সিনিয়র ডাক্তারেরা। মিছিলে শামিল হল নাগরিক সমাজও। কেন ফের পূর্ণ কর্মবিরতি, সেই ব্যাখ্যাও দেওয়া হল ধর্মতলার সভা থেকে। একই সঙ্গে বুঝিয়ে দেওয়ার চেষ্টা হল, আন্দোলনের অভিমুখ একমাত্র রাজ্য সরকার নয়। সমান ভাবে সিবিআইও। প্রয়োজনে দিল্লিতে গিয়ে সিবিআইয়ের বিরুদ্ধে সংঘবদ্ধ আন্দোলনের হুঁশিয়ারিও এল। ডাক্তারেরা যে রোগী ও তাঁদের পরিজনদের থেকে বিচ্ছিন্ন কোনও পক্ষ নয়, সেই বার্তাও এল। মানুষের কথা বিবেচনা করে কর্মবিরতি ছাড়া আন্দোলনে অন্য কোনও কর্মসূচি গ্রহণ করা যায় কি না, ধর্মতলার সভায় তা নিয়েও প্রস্তাব গেল জুনিয়র ডাক্তারদের কাছে। আন্দোলনকে যে রাজনীতিকেরা নিজেদের স্বার্থসিদ্ধির অভিপ্রায়ে ব্যবহার করতে চাইছেন, সে কথাও উঠে এল।

©BANGLE TIMES #Junior_Doctors_Protest
5af7f5ddeef0a520d3c7c30a270840dc

BANGLE TIMES

বাঁশদ্রোণী-অশান্তি: বিজেপি নেত্রী-সহ গ্রেফতার ৫ জন, থানায় ধর্না রূপার! দেখাই নেই তৃণমূল কাউন্সিলরের

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ছাত্রমৃত্যুর পর থেকে দেখা মেলেনি স্থানীয় কাউন্সিলর অনিতা কর মজুমদারের। তা নিয়ে সকাল থেকে বিক্ষোভ, উত্তেজনা। সকাল গড়িয়ে রাত হয়ে গেলেও কাউন্সিলরের দেখা নেই।


পে লোডারের ধাক্কায় নবম শ্রেণির পড়ুয়ার মৃত্যু ঘিরে সকাল থেকে রাত পর্যন্ত তপ্ত বাঁশদ্রোণী। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ছাত্রের মৃত্যুর পর থেকে এলাকায় দেখা মেলেনি স্থানীয় কাউন্সিলর অনিতা কর মজুমদারের। ক্ষোভ জমেছে রাস্তার বেহাল দশা নিয়ে। রাস্তায় নেমে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। পাটুলি থানার ওসিকে আটকে রেখে বিক্ষোভ চলে। পরে কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার প্রদীপ ঘোষালও বিক্ষোভের মুখে পড়েছিলেন। বিকালে কলকাতা পুলিশের ডিসি (দক্ষিণ শহরতলি) বিদিশা কলিতা দাশগুপ্ত ঘটনাস্থলে গেলে শুরু হয় ধরপাকড়। কিন্তু সকাল গড়িয়ে রাত হয়ে গেলেও কলকাতা পুরসভার ১১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিতাকে এলাকায় দেখা যায়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। পাটুলি থানায় চারটি মামলা দায়ের করা হয়েছে। বিজেপি নেত্রী রুবি মণ্ডল-সহ মোট পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।

©BANGLE TIMES #Bansdroni_Student_Death
5af7f5ddeef0a520d3c7c30a270840dc

BANGLE TIMES

গেল স্কুলবাসে, ব্যাঙ্ককে পুড়ে মৃত্যু ২৫ পড়ুয়ার, আহত অনেকে

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে বাসটির চাকা ফেটে যায়। তার পরই বাসে আগুন লাগে। স্কুলপড়ুয়াদের নিয়ে একটি শিক্ষামূলক ভ্রমণে গিয়েছিল বাসটি।

তাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে স্কুলবাসে আগুন লেগে ২৫ পড়ুয়ার মৃত্যু হল। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, বাসে পাঁচ শিক্ষক-সহ মোট ৪৪ জন ছিলেন। বাসে যে সব পড়ুয়া ছিল, তাদের বয়স তিন থেকে ১৫।

©BANGLE TIMES #Bankok
5af7f5ddeef0a520d3c7c30a270840dc

BANGLE TIMES

বুধে নির্যাতিতা চিকিৎসকের স্মরণে আরজি করে বসছে ‘প্রতীকী মূর্তি’, আগেই জানান আন্দোলনকারীরা

জুনিয়ার ডাক্তারদের তরফে জানানো হয়েছে, বুধবার সকাল ১১টায় হাসপাতাল চত্বরের প্ল্যাটিনাম জুবিলি হলের সামনের ফাঁকা জায়গাটিতে ওই ‘প্রতীকী মূর্তি’ বসানো হবে।

স্বাস্থ্য ভবনের অদূরে অবস্থান-বিক্ষোভের সময়ই জুনিয়ার ডাক্তারেরা ঘোষণা করেছিলেন। সেই প্রতিশ্রুতি মেনে এ বার তাঁরা আরজি কর মেডিক্যাল কলেজ চত্বরে নির্যাতিতা মহিলা চিকিৎসকের স্মরণে ‘প্রতীকী মূর্তি’ বসাতে চলেছেন।

©BANGLE TIMES #R_G_Kar_Incident
5af7f5ddeef0a520d3c7c30a270840dc

BANGLE TIMES

পুজোর মুখে, ‘অস্থির’ সময়ে ৫ ঘণ্টায় ৪ নির্দেশ কলকাতা পুলিশের! জারি বিবিধ সতর্কতা

মহালয়ার ঠিক আগের দিন রাতে মাত্র পাঁচ ঘণ্টার মধ্যে চারটি নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ। এই সব ক’টি নির্দেশিকা ২ অক্টোবর থেকে জারি হবে। আগামী দু’মাস অর্থাৎ ৩০ নভেম্বর পর্যন্ত তা বলবৎ থাকবে।

আরজি কর-কাণ্ডের জেরে কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে সরানো হয়েছে বিনীত গোয়েলকে। সেই পদে মনোজ বর্মাকে আনা হয়েছে। ‘কঠিন সময়ে’ দায়িত্ব নিয়ে হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছেন তিনি। পুলিশের সঙ্গে সমন্বয় বজায় রাখার জন্য বৈঠক করেছেন শহরের সব বড় পুজো উদ্যোক্তাদের সঙ্গে। এরই মাঝে মহালয়ার ঠিক আগের দিন রাতে মাত্র পাঁচ ঘণ্টার মধ্যে চারটি নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ। মনোজের সই করা সেই সব নির্দেশিকায় ভাড়াটে বা পেয়িং গেস্ট সংক্রান্ত নিয়মাবলির পাশাপাশি সাইবার কাফে পরিচালনা, পরিবেশ রক্ষার্থেও বিভিন্ন নির্দেশের কথা বলা হয়েছে। এ ছাড়াও ওই সব নির্দেশিকায় বলা হয়েছে, বেশ কিছু এলাকায় হিংস্র কার্যকলাপের খবর রয়েছে কলকাতা পুলিশের কাছে। ওই সব এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি করার কথা জানিয়েছে পুলিশ।

©BANGLE TIMES #Kolkata_Police
5af7f5ddeef0a520d3c7c30a270840dc

BANGLE TIMES

আরজি করের সাত জনকে নিলম্বিত করার আর্জি শীর্ষ আদালতে, শুনানিতে উঠল ‘প্রভাব খাটানোর’ শঙ্কাও

আরজি করে কর্মরত সাত জনকে সাময়িক ভাবে নিলম্বিত করার অনুরোধ জানালেন জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিংহ। তাঁরা প্রভাব খাটাতে পারেন বলে আশঙ্কা ইন্দিরার।

সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানিতে উঠে এল ‘প্রভাবশালী’ তত্ত্ব। জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিংহ এবং ‘জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্‌স’-এর আইনজীবী করুণা নন্দী উভয়ের মুখেই উঠে আসে একাংশের প্রভাব খাটানোর আশঙ্কা। ইন্দিরা আদালতে জানান, তদন্তের আওতায় থাকা সাত জন এখনও আরজি কর হাসপাতালে কর্মরত। যে হেতু তাঁরা এখনও হাসপাতালে কাজ করছেন, সে ক্ষেত্রে তাঁরা প্রভাব খাটাতে পারেন বলে সন্দেহ করছেন ইন্দিরা। আইনজীবীর আবেদন, ডাক্তারদের মনে আস্থা ফেরাতে ওই সাত জনকে সাময়িক ভাবে নিলম্বিত করা হোক। তিনি প্রশ্ন করেন, “যদি এঁরা এখনও ক্ষমতায় বসে থাকেন, তা হলে আমরা (জুনিয়র ডাক্তারেরা) কী ভাবে কাজ চালিয়ে যাওয়ার আশা করতে পারি?”

©BANGLE TIMES #R_G_Kar_Case_Hearing
5af7f5ddeef0a520d3c7c30a270840dc

BANGLE TIMES

নিহত নাসরাল্লার ডেপুটি কাশেম প্রকাশ্যে এলেন, হিজ়বুল্লার নেতা কী বার্তা দিলেন ইজ়রায়েলকে?

রবিবার পশ্চিম এশিয়ার কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছিল, ইজ়রায়েলি হানায় হিজ়বুল্লার শীর্ষ নেতা হাসান নাসরাল্লা নিহত হওয়ার পরে তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন তুতোভাই হাশেম সাফি আল দিন।

হাসান নাসরাল্লা নিহত হলেও ইজ়রায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে হিজ়বুল্লা। সোমবার এই ঘোষণা করলেন লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠীর অন্যতম শীর্ষনেতা নঈম কাশেম। সেই সঙ্গে লেবাননে জুড়ে ইজ়রায়েলের ধারাবাহিক হামলার মধ্যেই প্রথম বার প্রকাশ্যে এসে তিনি বললেন, ‘‘আমরা পদ্ধতি মেনেই নতুন নেতা নির্বাচন করব।’’

©BANGLE TIMES #Israel_Hezbollah_Conflict
5af7f5ddeef0a520d3c7c30a270840dc

BANGLE TIMES

শেষ দফায় জম্মু ও কাশ্মীরে ৪০ বিধানসভা কেন্দ্রে ভোট মঙ্গলে, বুথ ফেরত সমীক্ষা জানা যাবে শনিতে

নির্বাচন কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, তৃতীয় তথা শেষ দফায় ভোটারের সংখ্যা ৩৯ লক্ষের বেশি। মোট প্রার্থীর সংখ্যা ৪০৫। এই দফায় জম্মু ডিভিশনের ২৪ এবং কাশ্মীর ডিভিশনের ১৬টি আসনে ভোটগ্রহণ হবে।

তৃতীয় তথা শেষ দফায় জম্মু ও কাশ্মীরের ৪০টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হতে চলেছে মঙ্গলবার। নির্বাচন কমিশন জানিয়েছে সকাল ৭টা থেকে ৫০৬০টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হবে। চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

©BANGLE TIMES #Jammu_And_Kashmir
5af7f5ddeef0a520d3c7c30a270840dc

BANGLE TIMES

হিজ়বুল্লা প্রধানকে মারতে ৮৫ টন বোমা ব্যবহার ইজ়রায়েলের! মাটির নীচে বাঙ্কারে লুকিয়েও শেষরক্ষা হল না

বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নাসরাল্লা এবং হিজ়বুল্লা ডেরা গুঁড়িয়ে দেওয়ার জন্য ‘জিহিইউ-৩১ জেডিএএম’ এবং ‘স্পাইস ২০০০’ বোমা ব্যবহার করেছে ইজ়রায়েল।

দু’দিন আগেই হিজ়বুল্লা প্রধান নাসরাল্লাকে হত্যা করে ইজ়রায়েল। ৩২ বছর ধরে হিজ়বুল্লার প্রধান ছিলেন নাসরাল্লা। তাঁর জন্যই ২০০০ সালে ইজ়রায়েলি বাহিনী দক্ষিণ লেবানন ছাড়তে বাধ্য হয়েছিল। শুধু তা-ই নয়, এই নাসরাল্লার নেতৃত্বেই ২০০৬ সালে ইজ়রায়েলের বিরুদ্ধে ৩৪ দিন ধরে হিজ়জবুল্লা লড়াই জারি রেখেছিল। লেবাননে গত দু’সপ্তাহেরও বেশি সময় ধরে হামলা চালাচ্ছে ইজ়রায়েল। গত সপ্তাহেই সেখানে একের পর এক পেজার, ওয়াকিটকি বিস্ফোরণে বহু প্রাণহানি হয়। একইসঙ্গে হিজ়বুল্লার ডেরা লক্ষ্য করে লাগাতার বোমাবর্ষণ করে যাচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ।

©BANGLE TIMES #Israel_Hezbollah_Conflict
loader
Home
Explore
Events
Notification
Profile