Nojoto: Largest Storytelling Platform

জমকালো ```````` ভোর ক

           জমকালো
          ````````
        ভোর কিংবা সন্ধে নয় ,
      খটখটে রোদ্দুরেও , সে বর্ণময় ।
        তার ভেজা মাটির গন্ধ না থাক ,
      পাহাড়ের তুষার সমান মেঘ আছে ।
           না সুন্দর সোনা ব্যাঙ নয়,
      ডিম ফোটা ব্যাঙাচি তো আছে !
          মেঘভাঙা বৃষ্টি নেই তবু ,
      নিশ্চুপ , একটা আস্ত দুপুর আছে ।
         হ্যাঁ , অসাধারণ নয় ,
      তবে পাশেই সুন্দর সবুজ অনেক আছে ।।
         #nature #bengali #poem #yqdada #yourquotedada #dairing
           জমকালো
          ````````
        ভোর কিংবা সন্ধে নয় ,
      খটখটে রোদ্দুরেও , সে বর্ণময় ।
        তার ভেজা মাটির গন্ধ না থাক ,
      পাহাড়ের তুষার সমান মেঘ আছে ।
           না সুন্দর সোনা ব্যাঙ নয়,
      ডিম ফোটা ব্যাঙাচি তো আছে !
          মেঘভাঙা বৃষ্টি নেই তবু ,
      নিশ্চুপ , একটা আস্ত দুপুর আছে ।
         হ্যাঁ , অসাধারণ নয় ,
      তবে পাশেই সুন্দর সবুজ অনেক আছে ।।
         #nature #bengali #poem #yqdada #yourquotedada #dairing