Nojoto: Largest Storytelling Platform
nojotouser8323388453
  • 377Stories
  • 1Followers
  • 13Love
    706Views

গল্পকথা

আমি তো কুড়ির বুড়ি নাম - ঐশী অধিকারী যখন অনুভূতি গুলো বুকে চেপে দমবন্ধ করে রাখা যায়না , আমি ডাইরি ভর্তি করি হিজিবিজি শব্দ দিয়ে । কবিতাই মূল ভালোবাসার জায়গা , যদিও কবিতা লেখার নিয়মের সাত পাঁচ না ভেবেই লিখে দি । বলতে গেলে নিয়ম জানিনা। এখনো কলেজের পড়াশোনার মধ্যেই আমার বিচরণ।(zoology hons third year ) আমার অবশ্য সর্বত্রই হাত পা আছে - Facebook - গল্প কথা Page - বাংলা কবিতা by গল্পকথা Instagram - golpo_kotha22 nocturnal_moon24 Starmaker -aishiadhikary 22 Youtube - গল্পকথা ( অবশ্য খুব বড় সরো চ্যানেল নয়) এতক্ষণ সময় দিয়ে পুরোটা পড়ে দেখার জন্য 🌹🌹🌹🌹🌹 Stay tunned 😊🤜🤛

  • Popular
  • Latest
  • Video
caffd71a056f67168299e01f8e5397d2

গল্পকথা

মিথ্যে ঢাকার উপায় অনেক সস্তা
সত্যি বলে এমন উপলক্ষ্য
নেই বলেই 
 সে নষ্টা

©গল্পকথা
caffd71a056f67168299e01f8e5397d2

গল্পকথা

             উহ্য 
           
       কোনো এক গল্পমালায়
        আমি উচ্চারিত হয়নি 
       উহ্য থেকে গেছি প্রত্যেকটা দিন 
    তবে আমি ছিলাম , থাকতে চেয়েছিলাম 
          সময় দাপট দেখিয়েছিল ভীষণ
          ভয় পেয়ে দূরে সরেছিল, ভয়ংকরী
        একদিন আমি আমার ইচ্ছেয় পালক লাগলাম
         মুখে মুখে জবাব দিয়ে বললাম এটা ওটা
              আমার রটানো দুঃখের বলয়ে
             কে ভীষণ কেঁদে সায় জানালো 
         কোথাও একটা খামতি ছিল সেদিন 
           শান্তির রাস্তায় আগুন নিভে গেলো
          দিনের উহ্য তারার মাঝে 
             ভয়ংকরী শুধুই ছন্দ মিলিয়ে দিল । #উহ্য  #yqdada #challenge #বাংলা

#উহ্য #yqdada #Challenge #বাংলা

caffd71a056f67168299e01f8e5397d2

গল্পকথা

              স্বপ্নে আলোকবর্ষ
             হাঁটাপথে দশ মিনিট
                    ব্যারিকেট
                   লক্ষ্যভেদ।। #২৩১১ #yqdada #‌অনুকাব্য #challenge #বাংলা_কবিতা #rapidfire #bestyqbengaliquotes #লক্ষ্য

#২৩১১ #yqdada #‌অনুকাব্য #Challenge #বাংলা_কবিতা #rapidfire #bestyqbengaliquotes #লক্ষ্য

caffd71a056f67168299e01f8e5397d2

গল্পকথা

        ছাতিম

          পান্তা ভাতে মিছরির জল ঢেলে 
         মহা সুখে ঢেঁকুর তুললেন তিনি 
           নুন লংকা পেঁয়াজে অকাল পড়েছে 
        অনেক কষ্টে সিষ্টে নামছে গলা ভাত 
        তেঁতুল কুড়ানোর সময়ে , ঘুমের চেষ্টা চালায়
           তিনি আসেনি , কাঠ কুড়িয়ে মাংস ছাড়াই কেনো?
        ফেনা ভাতে মাটির গন্ধ ভীষন 
            দাঁতের ফাঁকে কিরবির করে বলি
         ভিখারীর পেতে মাংস দেওয়ার চেষ্টা
             ক্লান্ত কুড়ে ঘরের বন্ধিনী
          সান্তা মাসি বলে গেলো , ঘোমটা টেনে দিয়ে
      এ শরীর বিকিয়ে আর অপেক্ষায় পচা যায়না 
             পঁচিশ টাকার লটারি কেটে পালিয়েছে ,
              তিনি 
                   সেদিন আমার রাত হয়নি , 
                মিশে গেছিলো গোধূলি ঊষা 
            হারির মাংস কুকুর চিবিয়ে সারা করেছে 
              ঘুটে কুরুনির অক্ষত হাড়, ছাতা পড়ার অপেক্ষায় ।। #extralove #yqdada #বাংলা_কবিতা #ভালোবাসারকবিতা #bestbengaliquotes #সাহিত্য #ছোট্ট

#extralove #yqdada #বাংলা_কবিতা #ভালোবাসারকবিতা #bestbengaliquotes #সাহিত্য #ছোট্ট

caffd71a056f67168299e01f8e5397d2

গল্পকথা

   শেষের কবিতা 

        আপাতত ভালবাসার পাঠ চুকে 
             ভালোলাগাদের দিকে মন দিয়েছি
       জানলার দিকে তাকিয়ে বসে 
   ভাঁজ করা হাঁটুর উপর আলু থালু বইয়ের পাতা 
        যত বারই আটকে রাখতে চেয়েছিল
       আঙ্গুল দুটো গ্রিলের বাইরে বৃষ্টি ছুঁয়ে ফেলছে
    হুমড়ি খেয়ে দুটো ভালো শব্দে চোখ পড়লো 
              "ভালবাসা "
          আমিও ওই দুর্বোধ্য "শেষের কবিতা "
     একবার উপর উপর দেখলে সব ঘেঁটে যায় 
       লাবণ্যের কিন্তু চোখের মতোই 
               আবার অমিতের দিকেই চোখ যায় ।
           বার বার ।
        আমি আবারও প্রেমে পড়তে চাই 
               এক চিমটে বেশি নুন, সন্দেহ 
          তার আঁচড় থেকে অনেক দূরের গঙ্গায় ।
       আমি শুধুই শুদ্ধ হতে চাই 
                     আবার নিষ্পাপ মন নিয়ে চুরমার হতে চাই 
          ভালোবাসার ভালোবাসায় ।
        #শেষের_কবিতা #আমার_লেখা #yqdada #প্রেম #কবিতা #ভালোবাসা #rapidfire #challenge

#শেষের_কবিতা #আমার_লেখা #yqdada #প্রেম #কবিতা #ভালোবাসা #rapidfire #Challenge

caffd71a056f67168299e01f8e5397d2

গল্পকথা

                  বেয়ারা কানে শোনে 
                       ওদিক ফিরে 
                        ঘ্যাম দেখিয়ে 
               নিজের পথ নিজেই বাছে
               মুখ বেকিয়া চোখ দেখায় 
                     নাক সিটকে কান্নায়
                   চুল সব এলিয়ে দিলো
                 হাঁটার শব্দ নিজেই শোনে 
                  রোদ উঠেছে বৃষ্টিও হয় 
                 নামকরণ করো নির্ভয় 
               হয় হয় , এসব নতুন নয় 
                  ঠিক না জেনেও 
                     মন থেকে যেতেই চায় ।।

caffd71a056f67168299e01f8e5397d2

গল্পকথা

   লাল বাড়ি 

   তাকে কী ভীষণ আশকারায় মাথায় তুলেছি
    কলম ছাড়াই , রঙিন ছড়ায় বানভাসী
       আমার মতন আরো কজন 
        তেতুল পাতায় বসেই আছে 
        নিংড়ে ফেলে চুপসে গেছে মিঠে আতর
      তাও রাক্ষস গুলো উচ্ছিষ্ট টুকুও গেলে 
        আমার রক্ত মাংস , কেটে বিলোয় মাঝ হাটে
      হাতে নাতে ধরাও পরে নির্লজ্জের ঝাঁক
এই একবেলা লালবাতি নিভিয়ে এলোপাথাড়ি ছুটোছুটি
       তার পরেই সব পাল্টে যায় , এক কথায় 
         দড়ি ছেড়ে ,তাও হাত ছেড়ে না 
       লাঠি ভাঙ্গে তাও কাঁধ ভাঙ্গেনা 
         ওদিক থেকে মশাল আনে কেউ 
          শোনা যায় বনদেবির উলুধ্বনি
            " লাল ভাষাও লাল ভাষাও "
         এও এক সেচ্ছামৃত্যুর অশালীন রূপান্তর
        আমরা যাকে নাম দিয়েছি বেশ্যালয়। #শেষ #বেশ্যা #নারী #অনন্তেরপথে #রূপান্তর

#শেষ #বেশ্যা #নারী #অনন্তেরপথে #রূপান্তর

caffd71a056f67168299e01f8e5397d2

গল্পকথা

           অঘটন 

      কচি ঘাসের শিশিরের ফাঁক খুঁজে নেয় ,
         আহত পায়ের পাতা ,
          হাতের রেখা আলতো ভাবে ওজন বসায় 
        ঘাম মুছে ঘাসের গায়ে ফেলছে এক দু ফোটা
        একটা আধবোজা ফুল , আঙ্গুলে পরিয়ে 
        হাঁটু গেড়ে ভাটিয়ালি শুনিয়েছিল , বনরাজ 
          তার কথায় ঘিরে ধরেছে , চকচকে জোনাকি 
        নীল মনির কালো ছায়ায় , আমার মুখ উজ্জ্বল
       বন্ধ চোখেই বিন্দু আঁকছে, উলঙ্গ হাতের আঙ্গুল 
        এখানে বন্ধ চোখে সবটাই স্পষ্ট দেখা যায় 
        ফুলে রেনুর ফাঁকে প্রজাপতি আঁকা থাকে 
          চোখের সামনেই রং তুলি ডানা খোলে
        তারা হারিয়ে যায় ,আঁধার ছেড়ে বহুদূর
         কোনো ক্ষনেই আলোর দেখা পায়না 
          মধ্যরাতে মাটির গন্ধ ভিজিয়ে বেড়ায় বৃষ্টি
         কাল যা হবে হয়ে যাক নাহয় 
          গাছের গুড়ি শুকনো কাঠের কর গুনছে আবার।
           এই মহাকাল অঘটন ঘটিয়ে নিস্তার পেয়ে যায়
         আঙ্গুল ছাড়িয়েও কটা কর জুড়ে যায় ,
                             ওটাও ভাবার । #বাংলা_কবিতা #yqdada #longtimeback #ভালোবাসি #goodmorning

#বাংলা_কবিতা #yqdada #longtimeback #ভালোবাসি #GoodMorning

caffd71a056f67168299e01f8e5397d2

গল্পকথা

 কালো শার্ট পড়ে মেয়ে পটানো শুভ্র
কী হলো হঠাৎ?
কালো ছেড়ে হালকা নীলে চোখ পড়ল যে !
পর্না তো আর ফিরবে না 
শুভ্র নিজেই নিজের থেকে হারালো কেনো তবে ?
পর্ণা ফিরবে না , সে জানে 
শুধু সাদা পাতায় নীল পেনে লেখা 
ডাইরি চেপে রাখবে তার মধ্যে 
"থাক বসন্ত চলে যাক অনন্ত
আমি থাকবো আমি থাকবো 
শুভ্র হাসবে শুভ্রতায়
হাসবে কারণ পর্ণা থাকবে শেষে 
তার স্বপ্ন থাকবে বেঁচে 
আমি তারায় মিশে যাবো সেদিন
উপহাস থেকে যাবে শুভ্র 
পর্ণা থাকবে শুধুই স্বপ্নে ,
যেই স্বপ্ন সে শুভ্রকে দিয়ে গেছে "।  #piccontest120 #YourQuoteAndMine
Collaborating with YourQuote Dada

#piccontest120 #YourQuoteAndMine Collaborating with YourQuote Dada

caffd71a056f67168299e01f8e5397d2

গল্পকথা

   পথভ্রষ্ট 

সেদিন আমার মাথার উদ্ভট ভাবনারা ডানা মেলেছে 
       তারা ভেবেছিল হয়তো শেষ এখানেই
        থেমে যাবে অনেক কিছুই 
       এক শরতে অকাল বর্ষায় ধুয়ে যাবে 
        পিচ রাস্তা
        কাছের টুকরোয় টায়ার ঠেকার আগেই 
        চাকা রাস্তা বদলে নিল
       যাযাবরের ব্রেক ফেল করা গাড়ি 
       টার্ন নিল , টেরা কাকুর ফুচকার দোকানে 
      ছেলেটা মুচকি হেসে বললো 
       তুই এই লঙ্কার মতোই ঝাল 
      ঠিক এই ঝালের মত স্বাদ গ্রন্থি ভরিয়ে রাখিস
     আমার ইন্দ্রিয়েরা অকেজো হয়ে পড়বে না ,
       আমি ক্ষণে ক্ষণে চোখ ভেজাতে চাই
      তোকে গ্রহণ করার আনন্দে। 
       #প্রেম #নস্টালজিয়া #ফেরারপথে #মিলন #ভালবাসা #কবিতা #yqdada #challenge

#প্রেম #নস্টালজিয়া #ফেরারপথে #মিলন #ভালবাসা #কবিতা #yqdada #Challenge

loader
Home
Explore
Events
Notification
Profile