Nojoto: Largest Storytelling Platform

মণিপুরে এসে পরিস্থিতি দেখুন, প্রধানমন্ত্রীর কাছে আ

মণিপুরে এসে পরিস্থিতি দেখুন, প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানাচ্ছি’, ইম্ফলে গিয়ে বললেন রাহুল

গত বছরের মে মাসের গোড়ায় গোষ্ঠীহিংসা শুরুর পরে এই নিয়ে তৃতীয় বার বিজেপি শাসিত মণিপুরে গেলেন রাহুল। প্রথম বার গত বছরের জুন মাসে। দ্বিতীয় বার, চলতি বছরের জানুয়ারিতে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বার বার হিংসাবিধ্বস্ত মণিপুরের পরিস্থিতি পরিদর্শনে যাওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। কিন্তু ব্যর্থ হয়েছেন। সোমবার উত্তর-পূর্বাঞ্চলের ওই রাজ্যে গিয়ে এমনই দাবি করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ইম্ফলে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘আমি প্রধানমন্ত্রীর কাছে মণিপুরে এসে প্রকৃত পরিস্থিতি দেখার আর্জি জানাচ্ছি।

©BANGLE TIMES #Manipur
bangletimes2800

BANGLE TIMES

New Creator
streak icon198

#Manipur

99 Views