Nojoto: Largest Storytelling Platform

White এক অন্ধকারের ইতিহাস। ইতিহাসের কত কিছুই জানা

White এক অন্ধকারের ইতিহাস।

ইতিহাসের কত কিছুই জানা হয়নি আমাদের 
সৃষ্টিতে না জানালে,কে রাখবেন খোঁজের,
এ ভাবেই কত সত্য ইতিহাস আজো অন্ধকারে
আসল রাজা হারিয়ে যায়,নকল রাজা অন্দরে।

১৯৪৭ সালে দেশ স্বাধীন,প্রধান মন্ত্রী জহরলাল
চলিতেছে গোপন সভা,বড্ড জটিল গোলমাল,
কে হবেন দেশের প্রধান সেনাপতি,সেনাবাহিনীর
দূর্ধর্ষ যত সেনাপতি সবতো লালমুখো বাহিনীর।

তাই বলি অন্তত কিছুদিন এই স্বাধীন ভারতবর্ষে
দেশের নিরাপত্তায় একবৃটিশ সেনাপতির স্পর্শে,
চারিদিকে নিঃস্তব্ধ,বাক রুদ্ধ মনে মনে হায় হায়,
স্বাধীন ভারতের নিরাপত্তায় বৃটিশ সেনা পরামর্শে?

এ এক কঠিন সময় কেউ মুখ খোলা রোখো ভাই
স্বাধীন ভারত আবার পরাধীন যদি সুযোগ পায়,
ধীরে ধীরে এক শান্ত মুখ কঠিন হতে কঠিনতরো
হয়ে দণ্ডায়মান কঠিন স্বরে কাঁপিয়ে সব থরথর।

কক্ষনো নয় নেহুরুজী,আপনারও পরিবর্তন চাই
আপনিওতো একেবারে নবীস,বৃটিশ খোজেন তাই?
না রাগ করো না নাথু সিং রাঠোর,তুমি ভার নাও
তুমি এত যোগ্য সেনাপতি থাকতে কেন ভাবাও?

আমার থেকে অনেক যোগ্য হিন্দের ক‍্যারিআপ্পা
উনি নিন স্বাধীন ভারত সর্বাঅধিনায়ক শিরোপা,
এভাবেই সেদিন আরেক অন্ধকারে এল আলো
দ্বিতীয় সেনাপতি সাহসী রাঠর রুখে দিয়েছিল।

©Swapan Dewanji
  #happy_independence_day এক অন্ধকারের ইতিহাস।

#happy_independence_day এক অন্ধকারের ইতিহাস। #Motivational

99 Views