ধুলো কলম ********* এবার কলম ছেড়েই দেবো ভাবি .. দু এক খানা শব্দ মিলিয়ে , বড্ড হাঁপিয়ে পড়ি , থেমে যাই । শিরাল দেহে , অনেক ভাবনা এসেই থাকে ! রঙচঙে , প্রকাশ টাই শুধু হয় না । হাত টা থেমেই অনেক গেছে!! নিজে থেকেই লেখার স্বভাব আসে...? দু এক কলম অভ্যেস করে হাসফাস।। ফোনের ,,, ফেনোমেনন ঘেঁটে ঘুটে ...... গুরো গুরো , মুঠোয় জেঁকে বসে ।। টিক টিক টিক .... ভাবনাই আসে খুব লেখা গুলো সব ,, ঝিমিয়ে নিশ্চুপ ।। #yqdada #writtings #writemore #bengali #poems