Nojoto: Largest Storytelling Platform

মিমি : আজকাল আর ভালো লাগে না রে । এই যে ছেলেরা

   মিমি : আজকাল আর ভালো লাগে না রে । এই যে ছেলেরা late mature হয় এটার দায় কি তাদের প্রেমিকার? 
 বাবান: হঠাৎ এরকম কেনো বলছিস বলতো ? 
  মিমি :নারে তেমন কিছু নয় চার টে বছর হতে চললো এখনও প্রতিটা মুহূর্তে তুই আমাকে আগলে আগলে রাখতে চাস ! আচ্ছা বলতো রেলেশনশিপ এ যাওয়া মানেই কি তাঁর busy থাকতে নেই ? 
 বাবান:কী বলতে চাইছিস একটু পরিষ্কার করে বল না !!! আমি কি তোকে স্বাধীনতা দিই না ?! 
 মিমি : শুধু insta reel বানাতে দেওয়া টা freedom নয় রে ! আমি নিজের সাথে quality time spend করতে পারিনা । তুই এগুলো বুঝবি না ! হ্যাঁ হয়তো বুঝবি কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে যাবে ।
 বাবান:তোর জন্য যতই করি তোর কিছুতেই পোষায় না ! 
মিমি :ভালোবাসতে গেলে কিছুই করতে হয় না । শুধু বুঝতে হয় । নিজে পাওয়ার চেয়েও প্রয়োজন শান্তির ।সেটা না থাকলে তো একা থাকাই ভালো ।। 
আসলে কি বলতো তোর সব ইছে মাথায় রাখতে গিয়ে আজকাল আমার মধ্যে শুধু তুই তুই গন্ধ বেরোয় । আমার গন্ধটা কর্পূরের মত উবে গেছে ....।  অপরকে ভালবাসার আগে নিজের শান্তি নিজের খুশি  মেটানো টা বেশি দরকার । নিজেকে ভালো না বাসলে অপরকে ভালোবাসা সম্ভব নয় । 🖤

#দাদার_কথোপকথন৮ 
#challenge #bengali #সংলাপ #immaturity
   মিমি : আজকাল আর ভালো লাগে না রে । এই যে ছেলেরা late mature হয় এটার দায় কি তাদের প্রেমিকার? 
 বাবান: হঠাৎ এরকম কেনো বলছিস বলতো ? 
  মিমি :নারে তেমন কিছু নয় চার টে বছর হতে চললো এখনও প্রতিটা মুহূর্তে তুই আমাকে আগলে আগলে রাখতে চাস ! আচ্ছা বলতো রেলেশনশিপ এ যাওয়া মানেই কি তাঁর busy থাকতে নেই ? 
 বাবান:কী বলতে চাইছিস একটু পরিষ্কার করে বল না !!! আমি কি তোকে স্বাধীনতা দিই না ?! 
 মিমি : শুধু insta reel বানাতে দেওয়া টা freedom নয় রে ! আমি নিজের সাথে quality time spend করতে পারিনা । তুই এগুলো বুঝবি না ! হ্যাঁ হয়তো বুঝবি কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে যাবে ।
 বাবান:তোর জন্য যতই করি তোর কিছুতেই পোষায় না ! 
মিমি :ভালোবাসতে গেলে কিছুই করতে হয় না । শুধু বুঝতে হয় । নিজে পাওয়ার চেয়েও প্রয়োজন শান্তির ।সেটা না থাকলে তো একা থাকাই ভালো ।। 
আসলে কি বলতো তোর সব ইছে মাথায় রাখতে গিয়ে আজকাল আমার মধ্যে শুধু তুই তুই গন্ধ বেরোয় । আমার গন্ধটা কর্পূরের মত উবে গেছে ....।  অপরকে ভালবাসার আগে নিজের শান্তি নিজের খুশি  মেটানো টা বেশি দরকার । নিজেকে ভালো না বাসলে অপরকে ভালোবাসা সম্ভব নয় । 🖤

#দাদার_কথোপকথন৮ 
#challenge #bengali #সংলাপ #immaturity