শূন্য কলসি >< শ্যাওলা মাখা অন্ধকারে , তুমি স্থির কেউ কুয়ো থেকে জল তুলে , ঢেলেই যাচ্ছে তোমার কানা বয়ে , উপচে পড়া জল ,খু্ব ধীর! আধার হয়ে , আড়াল করা, ছাড়লেই তো পারো..... সাধারণ রাস্তা ধরে , একটু ভেসেই নাহয় চলো ..... খালি হোক দেহ ভরা জল,ঠেকুক আহির রেখায় । পোড়া মাটির গড়া , এই গঠন খালি হোক ; এবার তোমায় আঘাত করুক , গলাছোলা শকুন । শূন্য কলসির হাঁকটা হেঁকে দিও ! মানুষ বার বার আঘাত করে । যে সহ্য করে সারা জীবন সহ্য করেই যায় । এই কথাগুলো খু্ব শোনা যায় কিন্তু ভিতরে জমিয়ে রাখা কষ্ট এর বেচেঁ থেকেও মৃত্যুর অনুভূতি একই ব্যাপার । জীবন তো আপনার অন্যের নামে সপে দেবেন কেনো ? কান্না মহাপাপ নয় , কেঁদে হালকা হাওয়া লজ্জার বিষয় নয়। কলসি ফাঁকা হলে জল খালি হলে তবেই তাতে আঘাত করলে শূন্য কলসির গর্জন শোনা যাবে । দেখা যাবে প্রতিবাদের সুর । #life #বাংলা_কবিতা #yqdada #bestbengaliquotes #inspiration #dontloosehope #poetry #bestrong