Nojoto: Largest Storytelling Platform

Best piyaS Shayari, Status, Quotes, Stories

Find the Best piyaS Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutpiyasa meaning in english, piyasree dasgupta huffington post, piyas kitchen, piyas, piyasree dasgupta,

  • 4 Followers
  • 13 Stories

Rashid Dhanbad Vlogs WhatsApp No 7488149483

Parwana ansari

Jamil Hussain Mukta

Mere dil ko banjar banake
Na jane kaha chale gayi piyas bujane #piyas #banjar #yourquote #yqbaba #yqdidi #dil #dilkibaat #peyar

Peyali Guha

read more
#COVID19

বন্দি সময়
বন্দি শহর
বড্ড কঠিন এক এক প্রহর!
বন্ধ ঘরের প্রিয় কোন,
এখন একঘেয়েমি ভীষণ রকম।
নিজের সাথেই নিজের লড়াই,
তাকে কাছে পেতে হাত বাড়াই।
শহর তুই অসুখ বুকে,
নিচ্ছিস যে কত ক্ষত মেখে!
শহর তুই ওঠ সেরে,
দে জানান তুই হাত নেড়ে..
"তুই অসুখ বিহীন এক মুক্ত শহর"
তুই দে সকলকে এক নতুন ভোর।
কাটুক অলসতার এ সকল প্রহর...
ফিরে পাক সবাই সেই "কাজের শহর"।।


#piyaS

Peyali Guha

read more
সময় শেখায় সময়ের অবক্ষয়,
সময়ে সময়ের বদল হয়।
আজ যে ভুল কাল সেই ঠিক,
জীবন সে যে বড়ই আপেক্ষিক
শূন্যতা বড়ই ছোঁয়াচে 
একবার ছুঁলে পুরতেই হয় সেই আগুনের আঁচে।
যে শূন্যতা সময়ের সাথে বদলে যেতে চায়না
সে শূন্যতার গভীরতা মাপা এত সহজ তো হয়না।
আমরা চোখের ভিতর চোখ দেখি,
মনের ভিতর মন,
আমরা লোকের ভিড়ে আপন খুঁজি,
খুঁজি জীবনের ভিতর আর এক জীবন।
যে জীবনের আসল ডোর সময়ের হাতে,
সে জীবনের পূর্ণতা শুধুই শূন্যতাতে।
আমরা একলা আসি পৃথিবীতে,একলাই যাই চলে
আমরা একলাই চাই কাছে পেতে,
একলাই যাই ফেলে।
আমরা আমাদের 'আমি' টাকেই সবচেয়ে বেশি বাসি ভালো....
কখনো সাদার মধ্যে কালো দেখি,
কখনো বা অন্ধকারে খুঁজি আলো।
কখনো সময়ের মধ্যে শূন্যতা হাতরাই,
কখনো শূন্যতাকে সময় দিতে চাই...
কখনো আপনকে পর করি,
কখনো বা পরের মধ্যে আপনকে খুঁজে যাই।


    #piyaS

Peyali Guha

read more
তুমি যাওয়ার সময় যাই বলোনি,
বলেছিলে আসি..
চোখে ছিলো জলের কণা,ঠোঁটের কোণে হাসি।
শেষ কথাটি যত্ন করে রেখেছিলাম তুলে,
কাজের ফাঁকে,দিনের শেষে কখন গেছি ভুলে!
রাতের শেষে হঠাৎ তখন বাইরে ঝড়ো হাওয়া,
শেষ কথাটি বুকের ভিতর হঠাৎ দিল নাড়া!
সে যাওয়ার সময় যাই বলেনি,বলেছিল আসি..
তার চোখে যে ছিল জলের কণা,ঠোঁটের কোণে হাসি!
তখন যে কথাটি বলতে গিয়েও হয়নি আসলে বলা,
*হে প্রিয়... বিদায় তোমায়,
কারণ "আসি" মানেই তো যাওয়া।।

#piyaS

Peyali Guha

read more
তুমি ভুলে গেছো,
তুমি একবারও তাকাওনি পিছু ফিরে! 
তুমি ভালো থেকো ..
যা চলে গেছে যাক,
যা হাতে পেয়েছো তাই তুমি শক্ত করে আগলে রাখো।
আমিও ভুলতে চাই ..
  কিন্তু পারি কই!
এই হয়েছে জ্বালা ..
মধ্যরাত্রে ক্লান্তিহীন মন বাজাচ্ছে একটাই বেদনার সুর,
তোমাকে যাবে কি ভোলা!
পিছনে তাকালে কষ্ট পেতে হয়,
তাই বলি সামনে চোখ রাখো..
 আমি ভালো নেই,তাতে কাউর কিছুই আসে-যায় না
শুধু বলি তুমি ভালো থেকো!!


#piyaS

Peyali Guha

read more
আমার সময় আবার হলো শেষ
এবার যাওয়ার পালা এলো...
তোমার রাতের অন্ধকারে একটু আলো জ্বেলো।
আমার থাকার মুহূর্তদের একটু মনে রেখো,
কষ্ট পেলে আমার নামে আবার চিঠি লিখো।


#piyaS

Peyali Guha

read more
একটা শূন্যতায় আজ এসে দাঁড়িয়ে থমকে গিয়ে দেখি
প্রাপ্তি বলে যেটুকু তা শুধুই একাকী৷
দিন কাটে তার ধীর পায়ে..
শূন্য প্রহর শূন্যতা বাড়ায়,
দগ্ধ বুকের প্রতি ক্ষনে,দহন শেষে বৃষ্টি ঝরায়৷ 




#piyaS

Peyali Guha

#peace

read more
যখন রাত নিঝুম তুই একলা ঘরে,
যখন পুরোনো স্মৃতি..আর চোখে বৃষ্টি ঝরে!
তুই বইতে দে সেই জল টাকে,
তুই হারিয়ে যা সেই স্মৃতির ফাঁকে।
তুই পাশ না ভয় সেথায় হারিয়ে যাওয়ার,
তুই পাবি খুঁজে পথ ফিরে চাওয়ার।
যখন রাতের শেষে চোখ খুলবি মেলে,
এক নতুন সূর্য উঠবে জ্বলে।
এক নতুন সকাল দেখতে পাবি..
এক নতুন জীবন খুঁজে পাবি।


          #piyaS #peace
loader
Home
Explore
Events
Notification
Profile