Nojoto: Largest Storytelling Platform
himanshunaskar1381
  • 9Stories
  • 30Followers
  • 37Love
    0Views

HIMANSHU NASKAR

মন পাড়ার প্রতিটি কুঠিবাড়ির জানালায় উঁকি দিয়ে শব্দ জোগাড় করে শব্দমালা গাঁথা আমার কাজ।

  • Popular
  • Latest
  • Video
c0d7740a1c58343cd731d053b549be60

HIMANSHU NASKAR

#Pehlealfaaz  হারিয়ে যাচ্ছি!!!

হয়তোবা তুমি আছো অনেকটা এগিয়ে,,,,
কিন্তু আমি ভাবনায়,তোমার থেকে নেই পিছিয়ে,,,,
তাইতো আমি পিছুটান হীন হয়ে ভালোবেসেছি,,,,
তুমি পিছু হটতে হটতে পিছিয়ে গেছো,আর আমি এগিয়েছি।
জানিনা তুমি থামবে কবে, তবুও আমি থমকে দাঁড়ানোর অপেক্ষায়,,,,
 তুমি এগিয়ে রয়েছো, আমি রয়েছি প্রতিক্ষায়,,,,
একবারও কি ভেবে দেখেছো দুই হাতের মধ্যে দূরত্ব কত? 
তবুও এই দূরত্ব কমানো সহজ নয়, সমান্তরাল পথে, এগোনো যাক যত,,,,
তুমি আছো এগিয়ে, ক্রমে ক্রমে আমি পিছিয়ে যচ্ছি,,,,
হয়তো আবার কোনো দিন দেখা হবে, এখন দু'জনে দুদিকেই হারিয়ে যাচ্ছি। #love
c0d7740a1c58343cd731d053b549be60

HIMANSHU NASKAR

কাল ছিল ছুটি আজ এসেছি কাজে,
আগের জীবনটা ভালো ছিল এখন বড্ড বাজে,
আগে ছুটি ছুটি খেলতাম দূর্গা পূজা থেকে কালীপূজা পর্যন্ত,
এখন নাকি ছুটি নেই কাজের চাপ অত্যন্ত।

মনটা বড্ড কেমন কেমন করে,ফিরে দেখি পিছনে,
ছোট ছিলাম ভালো ছিলাম,এখন পারিনা ফিরতে সেখানে,
যত আজব সব নিয়মকানুন এখন,
পারিনা হাসতে আর তেমন,
বলবে লোকে পাগল হয়ে গেল নাকি,
ছোটবেলায় এই হাসি ছিল বড্ড বেশী দামী।

টিপ পটকা, লঙ্কা পটকা থাকতো তখন সঙ্গে,
এখন নাকি বড় হয়েছি সেসব থাকলে লোকে কি বলবে!
একটু বড় হলে আমড়া আঁটি নামে এক বোমা,
আরও ছিল চকলেট বুড়িমা,আর দো-দো-মা,
সেসব এখন কোথায় গেছে,নারকেলের মালা?
তাতে বসানো হতো মোমবাতি রাতের বেলা।

মনে পড়ে যায় সেইসব দিন,
লক্ষ্মীপূজার রাতে লুডু খেলার দিন,
সঙ্গে থাকতো মুড়ি, সঙ্গে ছোলা মটর ভাজা,
কাটা খড়ের টুকরো ধরিয়ে বিড়ি টানার মজা,
মা জানতে পারলে কানটা ধরে মলে দিত,
খড়ের ধোঁয়ায় চোখ হত লাল,
আর মা করতো কানটা লাল।

এখন ডিজিটাল যুগ,ঐ আনন্দ গুলো আর নেই,
সেসব কথা মনে করে এখন আর দুঃখ পেতে নেই,
আমাদের প্রজন্মের কথা আমাদের কাছে থাক,
নতুন প্রজন্ম নতুন ভাবে জীবনে এগিয়ে যাক।।
c0d7740a1c58343cd731d053b549be60

HIMANSHU NASKAR

"""ফকির আমি,,,,,,

যখন আমার দেওয়ার কিছু নেই-
ওগো নেই যে কিছু আর।
তখন তুমি নাই বা দিলে ঠাঁই,
না হয় পেলাম উপেক্ষা উপহার।

আমি খুশি যদি দেখি-তুমি হাসিখুশি,
আমি না হয় হলাম আজ, নিরব বাঁশি।
সুর যদি না ওঠে তাতে কি বা যায় আসে,
তোমার গানের সুর যে ভেসে আসে বাতাসে।

সেই সুরে সুরে ভেসে যাবো অস্তাচলে,
ব্যাথা গুলো মুছে যাবে নয়ন জলে।
ফেরার পথ ভুলে ফকিরের বেশে,
না হয় ঘুরবো সখের দেশে দেশে।

  ‌                _____পথের শেষে
একলার দেশে , ফকির আমি তোমায় ভালোবেসে।

.......✍ হিমাংশু।
c0d7740a1c58343cd731d053b549be60

HIMANSHU NASKAR

স্থির চিত্তে তোমার চিত্র আঁকি দিবানিশি,
তুমি ভুলেও তাকিয়ে দেখেছো কি তা?
মগ্ন রয়েছ নিজ কাজে,নিজেকে করেছো দায়িত্বশীল,
বসে বসে ভাবি আমি হয়তো পড়েছে মনে-
এখনও কি সময় হয়নি হয়েছে গোধূলি?
c0d7740a1c58343cd731d053b549be60

HIMANSHU NASKAR

আমার একলা ঘরে প্রদীপ জ্বেলে,
প্রতীক্ষাও আজ একলা,
তবুও আজ অন্ধকারে,
আকাশটা সেজেছে বড় মেঘলা। #একলা

#একলা

c0d7740a1c58343cd731d053b549be60

HIMANSHU NASKAR

অসময়ে আগমন নেই কোনো কথপোকথন,
চারিদিক অন্ধকার,
নির্বাক চাহনিতে একটু চোখের পলক,
ঘটে গেছে আলোর ঝলক।
দেখছি মন ভরে আজ,
ভয়াল রূপে তুমি নাকি বাজ? #বাজ

#বাজ

c0d7740a1c58343cd731d053b549be60

HIMANSHU NASKAR

প্রতিটা দিন,প্রতিটা ঘন্টা,প্রতিটা সেকেন্ড তোমাকে ছাড়া আমার দুনিয়া হাহাকার করে,
আর আমি ব্যাস্ত কুঠারাঘাত হানতে তোমার গায়ে।
                                             🖋️ হিমু & দর্শন #গাছ_বাঁচান
#প্রাণ_বাঁচান

#গাছ_বাঁচান #প্রাণ_বাঁচান

c0d7740a1c58343cd731d053b549be60

HIMANSHU NASKAR

একটা সকাল একটু গোধূলির রঙে আমি বাঁচতে চাই,
মায়ার জগতে নিজেকে মায়ের আঁচলে ঢাকতে চাই।

🖋️ হিমু & দর্শন
c0d7740a1c58343cd731d053b549be60

HIMANSHU NASKAR

ভালোবাসার বাসা মন দিয়ে সাজাতে হয়,
না হলে ভালোবাসা নামক পাখি উড়ে যায়।

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile