Nojoto: Largest Storytelling Platform
goutamparua3111
  • 210Stories
  • 27Followers
  • 2.6KLove
    4.2KViews

Goutam Parua"নির্মল"।

জগতের কোন কিছু অকারণে নয় কারণের তরে জেনো তোমার উদয়।।"" সন্ন্যাসী, কবি, গায়ক, "নির্মল"।

  • Popular
  • Latest
  • Video
8d3ddb17215d8a4a1250134787db8337

Goutam Parua"নির্মল"।

-:নির্মল বানী-২৮১.১:-
"অভ্যাস এমনই একটা গুন যা রহিলে তুমি খুব দ্রুত উন্নতি তথা সাফল্যের শিখরে পৌঁছাইবে। আর না রহিলে তোমার দ্রুত অধঃপতন হইবে। তুমি দ্রুত ব্যর্থতার সাগরে নিমজ্জিত হইবে।"
গৌতম পড়ুয়া"নির্মল"। 🙏🙏🙏
-:Nirmal quote-281.1:-
 "Practice is a virtue that will quickly lead you to the pinnacle of success. Without it, you will quickly decline. You will quickly sink into the ocean of failure."
Goutam Parua "Nirmal".  🙏🙏🙏

©Goutam Parua"নির্মল"। #sad_qoute #
8d3ddb17215d8a4a1250134787db8337

Goutam Parua"নির্মল"।

-:নির্মল বানী-২৮১:-
"সৌন্দর্য্য একটি সৃজনশীল শব্দ। আমরা সকলেই এর পূজারী। যতদিন তা নির্লিপ্ত থাকে ততদিন আমাদের সুখ আর শান্তির সাগরে ভাসায়। কিন্তু যখন তা অহংকারে পরিনত হয় তখন তা শ্রীহীন হইয়া পড়ে। এবং আমাদের অসুখ আর অশান্তির অন্ধকারে নিমজ্জিত করে আর ধ্বংসের দিকে নিয়ে যায়।" 
গৌতম পড়ুয়া"নির্মল"। 🙏🙏🙏
-:Nirmal quote-281:-
 "Beauty is a creative word. We are all worshipers of it. As long as it is detached, we float in the ocean of happiness and peace. But when it turns into pride, it becomes void. And plunges us into the darkness of unhappiness and unrest and leads us to destruction." 
Goutam Parua "Nirmal".  🙏🙏🙏

©Goutam Parua"নির্মল"। #sad_qoute #
8d3ddb17215d8a4a1250134787db8337

Goutam Parua"নির্মল"।

-:নির্মল বানী-২৮০:-
  "কৌতুহল হইল মনের এক বিশেষ অনুভুতি।কিন্তু উচিৎ অনুচিৎ জ্ঞান থাকা আবশ্যিক। অতি কৌতুহল কখনোই সুখকর নহে।"
গৌতম পড়ুয়া"নির্মল"। 🙏🙏🙏
-:Nirmal quote-280:-
   "Curiosity is a special feeling of the mind. But it must have unadulterated knowledge. Too much curiosity is never pleasant."
Goutam Parua "Nirmal".  🙏🙏🙏

©Goutam Parua"নির্মল"। #Sad_Status #
8d3ddb17215d8a4a1250134787db8337

Goutam Parua"নির্মল"।

-:নির্মল বানী-২৭৯:-
"খারাপ সময় সকলের জীবনেই আসে। তোমারও আসতে পারে। আসিলে ধৈর্য্য রাখ। আর সৎ পথে থাক।"
গৌতম পড়ুয়া"নির্মল"। 🙏🙏🙏

-:Nirmal quote-279:-
 "Bad times come in everyone's life. It can come to you too. When it come, be patient. And stay on the right path."
Goutam Parua "Nirmal".  🙏🙏🙏

©Goutam Parua"নির্মল"। #Sad_Status #
8d3ddb17215d8a4a1250134787db8337

Goutam Parua"নির্মল"।

-:নির্মল সঙ্গীত কাব্য-২১৯:-
  গৌতম পড়ুয়া"নির্মল"। 🙏🙏🙏
মোর নয়ন বুঝি এলো বুজি
দিবস হল সারা,
নামল নিশি ভুবন আলো হারা
জীবন এলো টুটি,
এবার তবে আপন কর
দাও গো মোরে ছুটি,
অন্তিমকাল হল বাঁধন হারা।।
এতো কাল তো কাজের ছলে
ছিলেম তোমায় ভুলে,
মনের ভুলে ছিলেম ভুলে
হয়নি কোন কথা,
বিদায় ক্ষনে আপন মনে মনে
তোমারে চাই পাই যেন ঠাঁই
না হয় অন্যথা,
আলোয় আলোয় আলো কর
হৃদয়-অন্ধ-কারা।।
পথের মাঝে নানান কাজে
হয়নি তোমায় বলা,
তুমিই আমার জীবন-ধন
যৌবনের সার,
তুমিই জন্ম-মৃত্যু-কর্ম
তুমিই পারাপার।
তোমার চরণ করতে স্মরন
জনম বারে-বারে,
পরজনম না যেন হয়
তোমায় ভুলে থাকা,
জনম জনম বহে যেমন ধারা
হৃদয়ে মোর থাকে যেন
তোমার আসন পাকা,
যুগে যুগে তোমারে চাই
চাইনা চন্দ্র-তারা।।

©Goutam Parua"নির্মল"। #good_night #
8d3ddb17215d8a4a1250134787db8337

Goutam Parua"নির্মল"।

-:নির্মল বানী-২৭৯:-
"মহৎ মানুষেরা সর্বদা সত্যের পথে চলেন, এবং তাঁহাদের হৃদয় সর্বদা সকলের  জন্য উন্মুক্ত থাকে।"
গৌতম পড়ুয়া"নির্মল"। 🙏🙏🙏
-:Nirmal quote-২৭৯:-
"Great men always walk the path of truth, and their hearts are always open to all."
Goutam parua"Nirmal"। 🙏🙏🙏

©Goutam Parua"নির্মল"। #Sad_Status #
8d3ddb17215d8a4a1250134787db8337

Goutam Parua"নির্মল"।

-:নির্মল বানী-২৭৮:-
"কাহারোও সঙ্গে মতের বিরোধ হইলে প্রথমে যাচাই কর তাহার মতামতে কোন যুক্তি আছে কিনা। রহিলে তা গ্রহন কর। না রহিলে তোমার যুক্তি দিয়া তাহাকে বুঝাইবার চেষ্টা কর। না বুঝিতে চাহিলে নিজেকে সংবরন কর।"
গৌতম পড়ুয়া"নির্মল"। 🙏🙏🙏
-:Nirmal quote-278:-
 "If you have a disagreement with someone, first check if there is any logic in his opinion. If there is, accept it. If not, try to explain it with your logic. If he disagree to understand, save yourself."
Goutam Parua "Nirmal".  🙏🙏🙏

©Goutam Parua"নির্মল"। #sad_shayari #
8d3ddb17215d8a4a1250134787db8337

Goutam Parua"নির্মল"।

-:নির্মল বানী-২৭৭:-
 "সৃষ্টির আরেক নাম হইল সন্তুষ্টি। সৃষ্টি তখনই সুন্দর হয় যখন স্রষ্টার মন সন্তুষ্ট হয়।"
 গৌতম পড়ুয়া"নির্মল"। 🙏🙏🙏
-:Nirmal quote-277:-
  "Another name for creation is satisfaction. Creation is beautiful only when the mind of the creator is satisfied."
Goutam Parua "Nirmal".  🙏🙏🙏

©Goutam Parua"নির্মল"। #sad_shayari #
8d3ddb17215d8a4a1250134787db8337

Goutam Parua"নির্মল"।

-:নির্মল বানী-২৭৫:-
  গৌতম পড়ুয়া"নির্মল"। 🙏🙏🙏
"মানুষের অপ্রিয় হইয়া বাঁচিয়া থাকিবার চেয়ে মরিবার পর যদি প্রিয় হই তেমন মৃত্যু আমি বারে বারে চাই। শুধু একদিন ভালোবাসা মৃত্যু যে তার পর তাও যদি পাই আমি তাই চাই তাও যদি পাই।"
গৌতম পড়ুয়া"নির্মল"। 🙏🙏🙏
-:Nirmal quote-275:-
   Gautam Pudua "Nirmal".  🙏🙏🙏
 "Rather than living unloved by people, I want to die like I am loved after death. Only one day love is death, and after that, if I get it, I want it if I get it."
Goutam Parua "Nirmal".  🙏🙏🙏

©Goutam Parua"নির্মল"। #Paris_Olympics_2024 #
8d3ddb17215d8a4a1250134787db8337

Goutam Parua"নির্মল"।

White -:নির্মল সঙ্গীত কাব্য-২১৭:-
  গৌতম পড়ুয়া"নির্মল"।🙏🙏🙏
দিয়ে গেনু মোর নির্মল গান
নির্মল মোর বানী, 
সুরে বাঁধো তারে হে মোর বন্ধু
যদি নাহি রই আমি।। 
সুরে বাঁধো তারে যেমন করে
বাঁধিয়াছি কিছু গান, 
ভরো সুর ভরো হে মহান, 
পারিলাম নাই সুর দিতে তাই
ক্ষমো অন্তর্যামী।। 
সুর ছিল মোর প্রানে
দিয়ে গেনু তাই সবারে সুধাই
শুধু কয়েকটি গানে। 
সুর দিতে হলে সকল গানে
লাগিবে বরষ-মাস, 
কাল নাই হাতে আজি এ প্রভাতে
ছাড়িনু তাই সে আশ, 
বেশী বেশী তাই গান দিয়ে যাই
সুর হবে সে তো জানি।।

©Goutam Parua"নির্মল"। #Paris_Olympics_2024 #
loader
Home
Explore
Events
Notification
Profile