Nojoto: Largest Storytelling Platform
nojotouser8760513482
  • 26Stories
  • 34Followers
  • 227Love
    557Views

কথার কথা

অর্জুন মুখার্জী

  • Popular
  • Latest
  • Video
8a893b2689c7ea8e5d4f05783789f54c

কথার কথা

White বছর বছর আসুক ঘুরে
দিনটি ফিরে ফিরে
তোমায় নিয়ে পাড়ি দেব
অচিন হৃদয়পুরে
থাকবো আমরা কাছা কাছি
মনের পাশাপাশি
সারা জীবন আমার হাতটি
রেখো শক্ত করে ধরে ।
❤️শুভ বিবাহবার্ষিকী প্রিয়তমা ❤️

©কথার কথা
  #marrigeanniversary
8a893b2689c7ea8e5d4f05783789f54c

কথার কথা

সুখ নামের আলোর দিশা থাকুক না হয় দূরে,
আগে শান্ত হোক সকল মনের তৃষ্ণা স্নিগ্ধ বৃষ্টির জলে। 
উপচে ওঠে নিরুপায় দুটি চোখের স্বচ্ছ কালো আঁখি,
তবু যেনো জোর করেই তারে আগলে ধরে রাখি।
গুমরে কাঁদে মন পাখিটা ভীষণ যন্ত্রণায়,
খুঁজতে থাকে একটু সুখ আপন ঠিকানায়।
এমনি করেই কেটে যায় বিষণ্ন সময়,
তুমি এসে নাও না খোঁজ হওনা তন্ময়।

©কথার কথা
  #কথারকথা

#কথারকথা #চিন্তা

8a893b2689c7ea8e5d4f05783789f54c

কথার কথা

বৃষ্টি

আমার বৃষ্টি ভেজা বিকেল
কথা হয়নি অনেকক্ষণ
একঘেঁয়ে সেই অফিস
তোকে মনে পড়ছে ভীষণ -

একরাশ কোলাহল ছাড়িয়ে ,
মনটা বহুদূরে 
খালি তোকে খুঁজে বেড়ায়
হিমশৈলের দেশে।

তাই তোকে ছাড়া বৃষ্টি ,
সৃষ্টিছাড়া,বড্ড বেমানান
সন্ধ্যা বিকাল একে ওপরের প্রেমে
মশগুল বড্ড বেশি।

অনেক শেষে আসে রাত্রি,
এসে বলে বন্ধু - কি বলছো?
আমি বলি তোমাকেই ছিলো সবটা বলার
যেমন এত দিন বলে এসছি।

©কথার কথা
  #বৃষ্টি

#বৃষ্টি #কবিতা

8a893b2689c7ea8e5d4f05783789f54c

কথার কথা

আমি চেয়েছিলাম

©কথার কথা #আমিচেয়েছিলাম

#আমিচেয়েছিলাম #কবিতা

8a893b2689c7ea8e5d4f05783789f54c

কথার কথা

শুধু একবার ফিরে পেতে চাই নিজেকে
কালের স্রোতে হারিয়ে যাওয়ার আগে।
নিজেকে শেষ বার মুক্ত করতে চাই,
স্নেহের সত্ত্বার ইচ্ছামৃত্যুর আগে।।

-অর্জুন #উপলব্ধি 

#raindrops

#উপলব্ধি #raindrops

8a893b2689c7ea8e5d4f05783789f54c

কথার কথা

কোনো এক রূপকথারই দেশে,
যেথা বইছে হিমেল হওয়া,
চুপটি শুয়ে দুজনে একলা।
সেথা ব্রাত্য যত কান্না
শুধু দুষ্ট ঠোঁটের হাসি
সাক্ষী রইবে ঝলমলে জ্যোৎস্না।


অর্জুন

©কথার কথা #স্বপ্ন

#স্বপ্ন #কবিতা

8a893b2689c7ea8e5d4f05783789f54c

কথার কথা

আমার বৃষ্টিস্নাত প্রেম

কবি- বীনা সরকার

আজ এই মেঘলা দিনে
   মনে পরে যায়
      একসাথে কাটানো কত স্মৃতি।
বৃষ্টির এই বাদল দিনে
     মন খুঁজে বেড়ায় শুধু তোমাকে।
  ইচ্ছে করে এই দুপুরে একসাথে ভিজতে,
ইচ্ছে করে ভালোবাসায় তোমায় সবটুকু ভিজিয়ে দিতে। #বৃষ্টিস্নাত প্রেম

#বৃষ্টিস্নাত প্রেম

8a893b2689c7ea8e5d4f05783789f54c

কথার কথা

ইচ্ছে হলেও নদীর পানে, আজ যাইতে বড্ড মানা
একলা আকাশ বাদল মেখে ভিজতাম ষোলো আনা। #উপলব্ধি

#উপলব্ধি

8a893b2689c7ea8e5d4f05783789f54c

কথার কথা

উড়ছে স্বপ্ন গুলো ধোঁয়ায় হচ্ছে ফ্যাকাসে
সর্বস্বান্ত অহং হয় নিয়তির পরিহাসে। #শবশেষে

#শবশেষে

8a893b2689c7ea8e5d4f05783789f54c

কথার কথা

উপলব্ধি

আচার নিয়ম যেখানে যেমন,
যস্মিন দেশে যদাচার।
সম্মতির ভীমরথী ঠেলে করিয়া সকলি আপন,
করিয়না শ্রেষ্ঠ-নিকৃষ্টের বিচার।
ভালোবাসিয়াছো যারে সবটা বাসো
শুধু না কভু ভালো টা,
তাহার স্বভাব তাহার খারাপ
যতটা পারিবে সবটা।

-অর্জুন #উপলব্ধি

#উপলব্ধি

loader
Home
Explore
Events
Notification
Profile