Nojoto: Largest Storytelling Platform
nojotouser1936146953
  • 4Stories
  • 31Followers
  • 32Love
    0Views

Binetri Sarkar

  • Popular
  • Latest
  • Video
86a52174234bb9c5686d78f63e93ff0a

Binetri Sarkar

ছেরো না 
ছেরো না হাত মাঝ পথে , 
 দুজনে যাব একসাথে বহুদূরে ।
 বৃদ্ধ যখন হবো একসাথে ,
পিছু ছেড়ে যাবো সংসারের থেকে।
তুমি আমি হবো পথিক দূরের ,
যাযাবর জীবন হবে আমাদের সুখের ।
  ছেড়ে যেওনা হাত মাঝ পথে 
  হবে সুখের দিগন্ত আমাদের 
   যেখানে থাকবো আমরা সুখে
   অগভীর ভালোবাসা থাকবে আমাদের বুকে।।
                                  binetri sarkar

©Binetri Sarkar #poem✍🧡🧡💛

poem✍🧡🧡💛 #Poetry

86a52174234bb9c5686d78f63e93ff0a

Binetri Sarkar

শুধু তুমি 
তোমায় আমি বলতে চাই,
তুমি ছাড়া প্রিয় মোর আর কেহ নাই। 
ভালবাসি আমি শুধু তোমায় ,
সারাটা জীবন  ভালোবেসে যেতে চাই।
যতো ভালবাসা পেয়েছি তোমার কাছ থেকে। 
 এই মন চায়,
 আরো বেশি করে ভালোবাসা পেতে
 তোমার মধ্যে হারিয়ে আমি 
তোমাকে আরো বেশি করে চাই কাছে পেতে।
           @binetri sarkar

©Binetri Sarkar শুধু তুমি

শুধু তুমি #Poetry

86a52174234bb9c5686d78f63e93ff0a

Binetri Sarkar

ইচ্ছে যখন আকাশ ছোঁয়া , বাধবে তারে কে !
দিগ দিগন্ত চোখ যে যায় ধরবে তারে কে !!
কালো মেঘের আড়ালে গেলে, খুঁজবে তারে কে !
ফানুস হয়ে উড়বে যখন , দেখবে তারে কে !!
                                                         binetri

©Binetri Sarkar #Childhood
86a52174234bb9c5686d78f63e93ff0a

Binetri Sarkar

শুধু তুমি 

খুব নিশিতে কষ্ট হলে, মাথা রেখো আমার কোলে,
তবুও যদি কষ্ট থাকে চোখ রেখো আমার চোখে।।
যদি জোনাকি হতাম উড়ে যেতাম তোমার কাছে,
মিট মিট করে জোলতাম তোমার চারপাশে।।
                                                        Binetri

©Binetri Sarkar #glorifyownself💫

glorifyownself💫 #Quotes

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile