Nojoto: Largest Storytelling Platform
nojotouser2157862023
  • 203Stories
  • 0Followers
  • 0Love
    0Views

অর্ঘ্যকমল দাস

  • Popular
  • Latest
  • Video
753f277a162aa438cca21efc968811a3

অর্ঘ্যকমল দাস

এক বেনামী সাহিত্যিকের আমাশয় হয়েছে, ডাক্তারের কাছে গেছেন। -
ডাক্তার : কী সমস্যা?
সাহিত্যিক : আমাশয় হয়েছে।
ডাক্তার : বর্তমানে কন্ডিশন কেমন?
সাহিত্যিক : ছোটগল্পের মত দশা। মনের মধ্যে অতৃপ্তি থেকে যাচ্ছে। শেষ হয়েও, যেন হচ্ছেনা শেষ।
ডাক্তার : (নির্বাক হয়ে অবাক দৃষ্টিতে চেয়ে রইলেন)
সাহিত্যিক : আরে বার বার মনে হচ্ছে এই বুঝি শেষ, কিন্তু হচ্ছেনা। ছোটগল্প

ছোটগল্প

753f277a162aa438cca21efc968811a3

অর্ঘ্যকমল দাস

ট্রেনে একটা মেয়ে 'পাঠান' মুভির Teaser দেখতে দেখতে যাচ্ছিল। হঠাৎ এক পাঁপড়ওলা উঠে চেঁচাতে লাগলেন, "পাঁপড় খান, পাঁপড় খান..."। মেয়েটা বলল, "না কাকু, এটা শাহারুখ খান।" পাঁপড় খান

পাঁপড় খান

753f277a162aa438cca21efc968811a3

অর্ঘ্যকমল দাস

মানুষ উঠতি প্রতিভার দাম দিতে জানেনা। যারা প্রতিষ্ঠিত, তারা খারাপ করলেও সেটা ভালো। শর্মাজীর ছেলে মানে সে ভালো কিছু করবেই। আর এদিকে নতুনদের কদরই করেনা কেউ। শেষে যখন নতুন প্রতিভা অস্তাচলে চলে যাবে, তাকে তখন কদর দেওয়া হবে। যেমনটা ঠিক সুশান্ত সিং রাজপুতের ক্ষেত্রে হয়েছে। SSR

SSR

753f277a162aa438cca21efc968811a3

অর্ঘ্যকমল দাস

২০০৩-০৪ সালে যখন ক্লাস থ্রি কিংবা ফোরে পড়ি তখনকার আমাদের কিন্ডারগার্ডেন স্কুলের ভ্যান কাকুর (স্কুল ভ্যান চালাতো) সাথে আজ হঠাৎ দেখা। ওই সময়ের পর থেকে কাকুর সাথে খুব কমই দেখা হয়েছে। আমাকে দেখতে পেয়ে নাম ধরে ডাকল। চাকরি পেয়েছি সেটা আমার বাবার কাছেই খবর পেয়েছিল, আজ মাথায় হাত দিয়ে আশীর্বাদ করল। কথার মাঝেই জানলাম মাঝে তার ব্রেন স্ট্রোক হয়েছিল। এরপরেও, এতদিন বাদেও আমাকে ভ্যান কাকু মনে রেখেছে দেখে, আমার প্রতি ভালোবাসাটা আগের মতই আছে দেখে মনটা খুশিতে ভরে উঠল।

অপরদিকে রয়েছে কিছু আত্মীয়, প্রতিবেশী, বন্ধু যারা Success এ ট্রিট চায়; শুভেচ্ছাটা জানায় না। যারা হসপিটালের বেডে শুয়ে আছি খবরটা পেলেও দেখতে আসেনা, ফোনে খোঁজটাও নেয়না। এরা কেবলমাত্র আত্মীয়, প্রতিবেশী, বন্ধু হয়েই থেকে যায়; ভ্যান কাকুর মত কাছের মানুষ, শুভাকাঙ্ক্ষী হয়ে উঠতে পারেনা। শুভাকাঙ্খী

শুভাকাঙ্খী

753f277a162aa438cca21efc968811a3

অর্ঘ্যকমল দাস

আমার সাদা মনে, এই বর্ষায় একটা কাদামাখা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে -
আচ্ছা সিনেমা-সিরিয়ালের অধিকাংশ গোয়েন্দারা জল না হলেও, শীতকাল না হলেও রেইনকোট কিংবা হুডি দেওয়া উইনচিটার পড়ে তদন্ত করে কেন? আর ছদ্মবেশ ধারণ করলে খালি পাঞ্জাবীই সাজে কেন? প্রশ্ন

প্রশ্ন

753f277a162aa438cca21efc968811a3

অর্ঘ্যকমল দাস

দুঃখের দিনে যে পাশে ছিলনা, তার সাথে আমার আনন্দের দিনে হেসে কথা বলব - এমন মহান আমি নই।
শুয়োর নোংড়া-আবর্জনার গাদায় থাকবে, এটাই তো স্বাভাবিক।— % &— % & শুয়োর

শুয়োর

753f277a162aa438cca21efc968811a3

অর্ঘ্যকমল দাস

নুন জীবাণুনাশক।
তবুও মানুষ পাপের জীবাণু ধুয়ে ফেলতে গঙ্গায় ডুব দেয়,
দীঘার সমুদ্রের নোনা জলে নয়। পাপক্ষয়

পাপক্ষয়

753f277a162aa438cca21efc968811a3

অর্ঘ্যকমল দাস

ধর্মযুদ্ধ পরে রুখবেন মশাই,
আগে তো জাতপাতের সীমারেখাটা অতিক্রম করুন। জাতপাত

জাতপাত

753f277a162aa438cca21efc968811a3

অর্ঘ্যকমল দাস

আজ সমস্ত বিষাদ
নিক বিদায়।

এই নববর্ষ
শুরু হোক নব হর্ষে।।

শুভ নববর্ষ ১৪২৯ শুভ নববর্ষ ১৪২৯

শুভ নববর্ষ ১৪২৯

753f277a162aa438cca21efc968811a3

অর্ঘ্যকমল দাস

আনন্দ যেন উদ্বায়ী গ্যাস,
ক্ষনিকের সাথী।
দুঃখ যেন অ্যাসিডে পোড়া মুখ,
আছে এবং থাকবে।।

আজ হাসতে হলে লাগে,
লাফিং গ্যাস।
আর টিয়ার গ্যাসের এফেক্ট,
সেতো, সর্বক্ষণের সঙ্গী।। জীবনটা কেমিক্যাল রিয়াক্সন

জীবনটা কেমিক্যাল রিয়াক্সন

loader
Home
Explore
Events
Notification
Profile