Nojoto: Largest Storytelling Platform
sarmisthadey0218
  • 39Stories
  • 47Followers
  • 282Love
    24Views

Sarmistha Dey

Simple Girl

  • Popular
  • Latest
  • Video
5d6a0ea81be68b73b938c10a845bf9cd

Sarmistha Dey

Friendship
Love
Expectation
Depression #expectation
5d6a0ea81be68b73b938c10a845bf9cd

Sarmistha Dey

একতরফা ভালবাসা মানে
 নিজেকে নিজের কাছে ঠকানো। #আহত

#আহত

5d6a0ea81be68b73b938c10a845bf9cd

Sarmistha Dey

যে শহরে ভীড়ের মাঝে তুমি ছিলে একা 
তোমার বিদায় নেওয়ার পর 
দেশ জুড়ে এখন শুধু তোমায় নিয়ে কথা। #RIPSushantSir
5d6a0ea81be68b73b938c10a845bf9cd

Sarmistha Dey

সব ক্যানভাসে মনের মতন 
রঙ দিয়ে সাজানো যায় না
তুলি গুলোতে রঙ লাগলেও 
মন ছোঁয়া যায় না। #সময়

#সময় #poem

5d6a0ea81be68b73b938c10a845bf9cd

Sarmistha Dey

হাজারো যন্ত্রণা যখন 
হৃদয়ের চিলে কোঠায় কড়া নাড়ে,
তখন একটা কবিতার সৃষ্টি হয়।
না পাওয়ার বেদনা যখন 
মনকে অশান্ত করে তোলে,
কন্ঠ তখন নীরব হয়ে যায়।
শুধু প্রকৃতিতেই ঝড় ওঠে না,
অন্তরেও ঝড় ওঠে 
যেটা শুধু সময়ই ঠিক করতে পারে। #ক্ষত

#ক্ষত #poem

5d6a0ea81be68b73b938c10a845bf9cd

Sarmistha Dey

আকাশে কত মেঘ জমেছে
মনে জন্মেছে উত্তেজনা
তোমার ভালোবাসায় কাঙাল এ মন
নিকোটিনের ধোঁয়ায় লুকাই যন্ত্রনা। #ধোঁয়া

#ধোঁয়া #poem

5d6a0ea81be68b73b938c10a845bf9cd

Sarmistha Dey

চাঁদের আলোয় আলোকিত হোক 
এই পুরো জগৎ, 
যত দুঃখ, শোক তাপ আছে
হয়ে যাক বিলোপ।
খুশির ঈদ এলো সবাই 
করি আনন্দ, 
ঈশ্বর, আল্লা গড সবই এক
নেই তাতে কোন দ্বন্দ্ব। #এলখুশিরঈদ

#এলখুশিরঈদ #poem

5d6a0ea81be68b73b938c10a845bf9cd

Sarmistha Dey

বাঙালীর ডিকশনারিতে হার শব্দটি নেই। 
যতই ঝড় আসুক, 
আমরা এক হয়ে লড়াই করবো।
সবচেয়ে বড় উদাহরণ হলো 
আমাদের দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়।
মিডিয়া পাশে থাক বা না থাক,
 আমরা নিজেরা ঠিক উঠে দাঁড়াবো। #ঝড়থেমেযাবে

#ঝড়থেমেযাবে #thought

5d6a0ea81be68b73b938c10a845bf9cd

Sarmistha Dey

Alone  আবেগ দিয়ে জীবনের
 গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গেলে
 ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে।
তাই সিদ্ধান্ত নেওয়ার আগে 
বুদ্ধি প্রয়োগের প্রয়োজন। #আবেগ

#আবেগ #thought

5d6a0ea81be68b73b938c10a845bf9cd

Sarmistha Dey

প্রথম ভালোবাসাই আসল, বাকী সব কম্প্রোমাইজ,
 এ ধারনাতে বিশ্বাসী নয়।যে ভালোবাসা দিনের শেষে মুখে হাঁসি এনে দেবে, সমস্ত রকমের ব্যর্থতাকে তার ভালোবাসার প্রলেপে ঢেকে দেবে,  
জীবন যুদ্ধে সৈনিকের মতন সাথে থাকবে, 
সেই মানুষের ভালোবাসাই আসল।না হয় সে 
আমার জীবনের প্রথম প্রেম নয়, 
তবুও দিনের শেষে তাকেই চাই। #নতুনপ্রেম

#নতুনপ্রেম

loader
Home
Explore
Events
Notification
Profile