Nojoto: Largest Storytelling Platform
acb2224421754030
  • 35Stories
  • 74Followers
  • 157Love
    27Views

#acb

motivation master... keep smile with neighbours

  • Popular
  • Latest
  • Video
482500f5bc39301f4dca6542fddddea2

#acb

রাঃ স্বাঃ
তোরা কি জানিস সত্যানুসরনের ইতিহাস??

শ্রীশ্রীঠাকুরের ঘনিষ্ঠ সহযোগী অতুলচন্দ্র ভট্টাচার্য কর্মসুত্রে পাবনা ছেড়ে বাজিতপুর যাওয়ার আগের রাত্রে শ্রীশ্রীঠাকুরকে আবেদন করেন, যদি উনি কিছু সনাতন আদর্শ, চিন্তাধারা লিপিবদ্ধ করেন। ১৯১০ খ্রিষ্টাব্দে শ্রীশ্রীঠাকুর ২২ বছর বয়সে এক রাত্রে লিপিবদ্ধ করেন তার গ্রন্থ সত্যানুসরণ। ১৯১৮ খ্রিষ্টাব্দে এই গ্রন্থটিকে দ্য পার্স্যুট অব ট্রুথ The Pursuit of Truth নামে ইংরেজি ভাষায় অনুবাদ করা হয়।

482500f5bc39301f4dca6542fddddea2

#acb

2 জন মডারেটর এর সাহায্যের প্রয়োজন,, 
১.male
২.female
activists রেখে গ্রুপে আমাদের সাহায্য করুন 🙏🙏
ইচ্ছুকরা কমেন্টে জানাতে পারেন। #MSD msd

msd #MSD

482500f5bc39301f4dca6542fddddea2

#acb

2.6k+
members 2.6

2.6

482500f5bc39301f4dca6542fddddea2

#acb

2014  এর পড়  আজ টেস্ট খেলা দেখবে কে কে?? 
সুধু মাত্র গুরুদেবের জন্য...
ms dhoni the untold story

482500f5bc39301f4dca6542fddddea2

#acb

#Pehlealfaaz জোকার,,,
অজয়✍✍✍✍✍
-----------------

সেই  রঙ্গমঞ্চে রঙের ডালিতে জ্বলছিল
 কতই ভাবে না দেখছিলাম তারে।
কতইনা সব ঢং কখনো পদযুগল 
তাড়িয়ে বেড়াচ্ছিল ধরিত্রীর বাধন ছিরে,,
 গগন সম্মুখে ধাবিত হয় আবার তৎক্ষনাৎ  আছরে পরে পদ ঝংকারে।।

 দু ঠোটের কিনারে ম্লান হয়ে যাওয়া সেই,,
 হাড়িয়ে যাওয়া উন্মাদগ্রস্থ হাসিও আর নেই।।

তবে দৈনন্দিন সভ্য সমাজকে উৎফুল্ল রাখার তাগিদে হয়ত ভুলেই গেছে,তবুও নয়ন গোচর হল না, ঘটার কালিমা পড়া বিবরের মাঝেও কালো কলমে অংকিত সাদা কালো ডোরা কাটা দাগ।।

পিতৃ বিয়োগও যে কিছু নয়
তা কেমন করে হয়??
বলি সমাজকে সুখে আলোকিত  করার
দায় বদ্ধতায়ই কি সে রয়??

পারবে??

পারবে সত্যা কে ভুলতে??
হাসি আহ্লাদ সব জলাঞ্জলী দিতে??
স্বর্গ সুখ বিদায় দিয়ে 
পারবে শব হয়ে বাচতে??

হ্যা,তাই যে করছে।। 

যুগ সাধনার পূর্ণ ক্ষেত্রের ভগবান তোমার
তুমি সত্যি কি নিদারুন চরিত্র এ ধরার।।

প্রনাম 🙏🙏🙏

কথায়,,,, অজয়✍✍✍ vhfdd
482500f5bc39301f4dca6542fddddea2

#acb

#Pehlealfaaz MS Dhoni the Untold story msd
482500f5bc39301f4dca6542fddddea2

#acb

😅🙄😚

😅🙄😚

482500f5bc39301f4dca6542fddddea2

#acb

গম্ভীর বলছেন, ‘‘অবসর গ্রহণ একেবারেই ব্যক্তিগত সিদ্ধান্ত। পরের বিশ্বকাপে আমি অন্তত ধোনিকে দেখছি না।সে সময়ে অধিনায়ক যেই থাকুক, সাহস করে বলা উচিত তার চিন্তাভাবনার সঙ্গে মিলছে না সংশ্লিষ্ট ক্রিকেটারের খেলা।

ধোনি আসার আগে প্রতি বছরেই কিপার চ্যাঞ্জ করতে হত।টেস্টে ২০১৪ ধোনির অবসরের পর এখনো কোনো স্থায়ি কিপার খোজায় ব্যর্থ ভারতীয় মহল।সব বিজ্ঞ প্লেয়াররা ধোনিকে সমর্থন করলেও ওই জীব(গম্ভির) এর ফাটছে কেন??
২০১১ সালের ৯৭(১২২)এর জন্য??🤣🤣🤣 ,,

,,

482500f5bc39301f4dca6542fddddea2

#acb

reporter :এখন তুমি কোনো ওভার করতে চাইলে কোন ব্যাটসম্যান কে অপনেন্ট রাখবেন না???
ওয়াসিম আক্রমঃ ধোনী।কারন আমার ডেথ স্পেশাল ইয়র্কর বল তো তার স্ট্রং সাইড।
#acb hahaha

hahaha #acb

482500f5bc39301f4dca6542fddddea2

#acb

একুশ দশকে স্বনির্ভর 
৷৷।  ৷৷৷৷  অজয়।।।।।।।
প্রথম থেকেই করেছিস ভুল। 
জন্ম নিয়ে মেয়ের কুল।।
আসছিস যখন নেশার ধরায়।
প্রমান কর কিছু তুই নিজের করায়।।

টাকা পয়সা অনেক হলেও।
ভাবিসনা নিজেকে পন্য ভুলেও।।
পৌছেছি আমরা একুশ দশক। 
হতেই হবে কর্ম মূখট।।

লিখলে পড়লেই চাকরি হবে,
আগের কথা।এখন কি হবে?? 
বিদ্যা বুদ্ধি খাটিয়ে যা।
নতশির আজ উচিয়ে চা।।

পৃথ্বী আজ তোর হাতের করে।
উপার্জন কর দন্মানের জোরে।।
বলছে বলুক যা ইচ্ছে যার।
পাকে পরলে কেউ করবে না পার।।

মান লজ্জা সব সাথে নিয়ে। 
এগিয়ে চলো ঝাসির ন্যায়ে।।
নিজের কাজ আজ করো নিজে। 
বিশ্বে বাংলা হবে উন্নতির সাজে।। নভেম্বরের

নভেম্বরের

loader
Home
Explore
Events
Notification
Profile