Nojoto: Largest Storytelling Platform
merajulislam3077
  • 156Stories
  • 345Followers
  • 881Love
    0Views

Merajul Islam

  • Popular
  • Latest
  • Video
4455c0f40eb634f66438aaac6218f117

Merajul Islam

 প্রতিযোগিতার বাজার
অনবরত চলে এগিয়ে যাওয়া
একটু অলসতা হলেই পিছিয়ে পড়ার ভয়
একে অপরকে একটু ভেবে দেখার অবসর নেই। 

জাকজমক, চাকচিক্যের দুনিয়া
যে যত পারে কৌশল অবলম্বন করে
বাজার ধরে রাখতে না পাড়লে উপার্জনে ঘাটতি

প্রতিযোগিতার বাজার অনবরত চলে এগিয়ে যাওয়া একটু অলসতা হলেই পিছিয়ে পড়ার ভয় একে অপরকে একটু ভেবে দেখার অবসর নেই। জাকজমক, চাকচিক্যের দুনিয়া যে যত পারে কৌশল অবলম্বন করে বাজার ধরে রাখতে না পাড়লে উপার্জনে ঘাটতি #nojotophoto

4455c0f40eb634f66438aaac6218f117

Merajul Islam

 হায়, মৃত্যু কী ভয়ঙ্কর ! 
বড়ো বেদনাদায়ক, 
কিন্তু যেতে হবে সকলকেই। 
কেউ আগে, কারো বা পরে
অপেক্ষায় সকলেই। 

স্কুলের সামনে পানের দোকানটাতে
সেই শৈশব থেকে দেখে আসা

হায়, মৃত্যু কী ভয়ঙ্কর ! বড়ো বেদনাদায়ক, কিন্তু যেতে হবে সকলকেই। কেউ আগে, কারো বা পরে অপেক্ষায় সকলেই। স্কুলের সামনে পানের দোকানটাতে সেই শৈশব থেকে দেখে আসা #nojotophoto

4455c0f40eb634f66438aaac6218f117

Merajul Islam

 যাও চলে যাও - ২০১৯। 

যে আসে তাকে তো যেতেই হয়
আসা-যাওয়ার খেলাই তো চলে। 

যাওয়া-আসাতেই ইতিহাস রচিত হয়
অতীত, বর্তমান আর ভবিষ্যৎ - তিনের সন্মিলন
সময় কারো অপেক্ষায় থাকে না, তার অপেক্ষায় সকলে।

যাও চলে যাও - ২০১৯। যে আসে তাকে তো যেতেই হয় আসা-যাওয়ার খেলাই তো চলে। যাওয়া-আসাতেই ইতিহাস রচিত হয় অতীত, বর্তমান আর ভবিষ্যৎ - তিনের সন্মিলন সময় কারো অপেক্ষায় থাকে না, তার অপেক্ষায় সকলে। #nojotophoto

4455c0f40eb634f66438aaac6218f117

Merajul Islam

 মনে পড়ে -
মানুষের ভোটে জয় পায়, 
সরকার গঠন হয়,
পর পর দুই কাল অবধি। 

শুরু হয় তাদের কৃত্তি-
  ১।'ঘর ওয়াপসি'র নামে অবমাননা,
  ২। 'লাভ জিহাদ' এর নামে জুলুম,

মনে পড়ে - মানুষের ভোটে জয় পায়, সরকার গঠন হয়, পর পর দুই কাল অবধি। শুরু হয় তাদের কৃত্তি- ১।'ঘর ওয়াপসি'র নামে অবমাননা, ২। 'লাভ জিহাদ' এর নামে জুলুম, #nojotophoto

4455c0f40eb634f66438aaac6218f117

Merajul Islam

 NRP, NRC और  KAA
बहुत हो गया, अब तु जा। 
नफरत की कारबार करने वाला
बहुत हो गया, अब तु जा। 
बेरोजगार को रोजगार चाहिए, 
फुटपाथ मे रहने वाले को मकान चाहिए, 
गरीब को चाहिए कापड़ा,
ये सब छोड़ के बेफजूल बातों मे

NRP, NRC और KAA बहुत हो गया, अब तु जा। नफरत की कारबार करने वाला बहुत हो गया, अब तु जा। बेरोजगार को रोजगार चाहिए, फुटपाथ मे रहने वाले को मकान चाहिए, गरीब को चाहिए कापड़ा, ये सब छोड़ के बेफजूल बातों मे #nojotophoto

4455c0f40eb634f66438aaac6218f117

Merajul Islam

 শ্রীরামচন্দ্রের দিকে তাকালে মনে হয়
প্রজাকল্যাণই মানুষের পরম ধর্ম, 
হজরত মুহাম্মদের দিকে তাকালে মনে হয়
জীবজগতের কল্যাণ সাধনই্ পরম ধর্ম, 
শ্রীচৈতন্য দেবের প্রতি তাকালে মনে হয়
মানুষের প্রতি প্রেম নিবেদনই পরম ধর্ম, 
স্বামী বিবেকানন্দের প্রতি তাকালে মনে পড়ে
জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর।

শ্রীরামচন্দ্রের দিকে তাকালে মনে হয় প্রজাকল্যাণই মানুষের পরম ধর্ম, হজরত মুহাম্মদের দিকে তাকালে মনে হয় জীবজগতের কল্যাণ সাধনই্ পরম ধর্ম, শ্রীচৈতন্য দেবের প্রতি তাকালে মনে হয় মানুষের প্রতি প্রেম নিবেদনই পরম ধর্ম, স্বামী বিবেকানন্দের প্রতি তাকালে মনে পড়ে জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। #nojotophoto

4455c0f40eb634f66438aaac6218f117

Merajul Islam

 কী যে হয়! সামনে পরীক্ষা! 
কেন? অত ভাববার কী আছে? 
বোঝা বাড়িয়ে লাভ নেই। 

সততার সহিত নিজের কাজ করে যেতে হবে, 
চেষ্টার ত্রুটি যেন না থাকে, 
তারপরে যদি ভালো কিছু না হয়, 
তাতে তো তুমি দোষী নও,

কী যে হয়! সামনে পরীক্ষা! কেন? অত ভাববার কী আছে? বোঝা বাড়িয়ে লাভ নেই। সততার সহিত নিজের কাজ করে যেতে হবে, চেষ্টার ত্রুটি যেন না থাকে, তারপরে যদি ভালো কিছু না হয়, তাতে তো তুমি দোষী নও, #nojotophoto

4455c0f40eb634f66438aaac6218f117

Merajul Islam

 এক এক ভাষণে এক এক কথা, 
মিথ্যার এক শেষ, বিভ্রান্তির মেলা, 
বিদ্বেষ আর হিংসার বেসাতি
ক্ষণে ক্ষণে বাড়তে থাকে, 
আক্রান্ত শিক্ষার অঙ্গন,
দেশে আগুন জ্বলে, 
মানুষ মরে, শিশুও মরে।

এক এক ভাষণে এক এক কথা, মিথ্যার এক শেষ, বিভ্রান্তির মেলা, বিদ্বেষ আর হিংসার বেসাতি ক্ষণে ক্ষণে বাড়তে থাকে, আক্রান্ত শিক্ষার অঙ্গন, দেশে আগুন জ্বলে, মানুষ মরে, শিশুও মরে।

4455c0f40eb634f66438aaac6218f117

Merajul Islam

 যে যতই প্রতাপশালী হোক না কেন, 
সবারই একটা সীমা আছে, শেষ আছে, 
শয়তানকে ক্ষমতা প্রদান করা হয়েছে ঠিকই, 
কিন্তু স্রষ্টাই সর্বশক্তিমান, তাঁর ক্ষমতা অসীম, 
অতএব, হে বিশ্বাসী! হতাশ হওয়ার কিছুই নেই, 
বিশ্বাসকে দৃঢ়ভাবে ধারণ করে ধৈর্য্য অবলম্বন কর,
একমনে প্রভুকে স্মরণ করো আর প্রার্থনায় নিমগ্ন হও, 
সাফল্য আসবেই, তবে মনে থাকে যেন পরীক্ষা চলছে।

যে যতই প্রতাপশালী হোক না কেন, সবারই একটা সীমা আছে, শেষ আছে, শয়তানকে ক্ষমতা প্রদান করা হয়েছে ঠিকই, কিন্তু স্রষ্টাই সর্বশক্তিমান, তাঁর ক্ষমতা অসীম, অতএব, হে বিশ্বাসী! হতাশ হওয়ার কিছুই নেই, বিশ্বাসকে দৃঢ়ভাবে ধারণ করে ধৈর্য্য অবলম্বন কর, একমনে প্রভুকে স্মরণ করো আর প্রার্থনায় নিমগ্ন হও, সাফল্য আসবেই, তবে মনে থাকে যেন পরীক্ষা চলছে। #nojotophoto

4455c0f40eb634f66438aaac6218f117

Merajul Islam

 বোন আমার ধর্ষিতা,
অপরাধী যদি পরে ধরা, 
চাই তার কঠিন শাস্তি, 
হোক না সে হিন্দু কিম্বা মুসলমান, 
বৌদ্ধ- জৈন, কিম্বা শিখ-খ্রিষ্টান। 

চুরি করে যদি কেউ পরে ধরা, 
বিচারে সে যেন না হয় অধরা

বোন আমার ধর্ষিতা, অপরাধী যদি পরে ধরা, চাই তার কঠিন শাস্তি, হোক না সে হিন্দু কিম্বা মুসলমান, বৌদ্ধ- জৈন, কিম্বা শিখ-খ্রিষ্টান। চুরি করে যদি কেউ পরে ধরা, বিচারে সে যেন না হয় অধরা #nojotophoto

loader
Home
Explore
Events
Notification
Profile