Nojoto: Largest Storytelling Platform
nojotouser5988363459
  • 49Stories
  • 58Followers
  • 269Love
    61Views

কল্পব্রাত্য বলছি

  • Popular
  • Latest
  • Video
2d0cf6cff07da0c8d61ae16a26b43558

কল্পব্রাত্য বলছি

তুমি কাব্যে পেরাও শতক,
আমি ক্লান্ত অনুঘটক,
তুমি জ্যামের মধ্যে অটো,
আমি দিগন্তে লালসই,
দুটি বাতিল ট্রেনের মতো,
চলো কারশেডে ঘুমোই।।❤ #Fire
2d0cf6cff07da0c8d61ae16a26b43558

কল্পব্রাত্য বলছি

প্রেমিকা ঘৃনা করার পরেও যে তার প্রেমিকাকে ভালোবাসে,
যার timelineএর প্রতিটা পোস্টে তার ভালোবাসার অস্তিত্ব রাখে,
তার পোস্টে তুমি হা হা দিচ্ছো?
Congratulations,তুমি পাগলাচোদা হওয়ার লাস্ট লেভেল পার করে ফেলেছো 👏👏 #Hope
2d0cf6cff07da0c8d61ae16a26b43558

কল্পব্রাত্য বলছি

#শুভনববর্ষ

#শুভনববর্ষ

2d0cf6cff07da0c8d61ae16a26b43558

কল্পব্রাত্য বলছি

#প্রাক্তন

#প্রাক্তন #poem

2d0cf6cff07da0c8d61ae16a26b43558

কল্পব্রাত্য বলছি

যারা তোমার মন ভেঙেছে,খুন করেছে মন তোমার,
তাদেরই ভালো থাকতে দিয়ে,
জিতেছো তুমি বারংবার।।❤
2d0cf6cff07da0c8d61ae16a26b43558

কল্পব্রাত্য বলছি

Breakup hurts most,
কোনোদিনও নিজের মাকে চোখের সামনে শেষ নিঃশ্বাস ফেলতে দেখেছো?
দেখলে বেঁচে থাকার ইচ্ছাটাই চলে যাবে আমার মতো।।
পৃথিবীর সকল মায়েরা দীর্ঘজীবি হোক।।❤❤
2d0cf6cff07da0c8d61ae16a26b43558

কল্পব্রাত্য বলছি

#LOVEGUITAR
2d0cf6cff07da0c8d61ae16a26b43558

কল্পব্রাত্য বলছি

রাত জমেছে আমার চোখের তলায়,
যাচ্ছি চলে,অজানা কোনো ভিড়ে,
আমায় বিদায় জানাতে,জমেছে হাজার তারা,
এবার হয়তো,তোমার হলো শুরু,
আর আমার হলো সারা।।💔💔
2d0cf6cff07da0c8d61ae16a26b43558

কল্পব্রাত্য বলছি

রাত তখন দুটো,
 শরীর তখন ধীরে ধীরে স্তব্ধতার দিকে অগ্রসররত,
ফোনের গ্যালারিভর্তি তুমিটা তখন সবে মুক্তি পেয়েছে,
শরীরে দৌড়াচ্ছে অবাধ্য কিছু বিষ,
মুক্তি পেয়েছি আমিও,
কিন্তু সত্যিই কি মুক্তি পেলাম?
নাকি ফের তোমার দুয়ারে ব্যারিকেড হয়ে দাঁড়াবো,
জানিনা কিছুই।।
তবু তুমি যদি চাও,
রাতের শেষ তারাটা তোমার হাতে তুলে দিতে পারি,
ঠিক রাত দুটোর সময়।।
#রাত_তখন_দুটো_4
2d0cf6cff07da0c8d61ae16a26b43558

কল্পব্রাত্য বলছি

রাত তখন দুটো,
আমার কলমে জমে থাকা কান্না,
আজ রক্ত হয়ে ঝরছে স্মৃতির খাতায়।।
ভুলে গেছি নিজের পরিচয়।।
নিজের প্রেমের ময়নাতদন্ত হচ্ছে,
আমার লোমকূপের গোড়ায়।।
তবে তুমি চিন্তা কোরোনা প্রিয়,
এমনই কোনো এক রাতে,
রক্তগোলাপ হয়ে কড়া নাড়বো,
তোমার স্বপ্নে।।
ঘড়ি দেখে মিলিও,
তখনো কিন্তু ঠিক দুটোই বাজবে।।💔
#তখন_রাত_দুটো_3
loader
Home
Explore
Events
Notification
Profile