aksaruzzamansk6663
  • 4Stories
  • 80Followers
  • 20Love
    1.3KViews

Aksaruzzaman sk

Student

  • Popular
  • Latest
  • Video
12d253ab08b43b0651056090618cc466

Aksaruzzaman sk

White অপূর্ণ চাওয়া-পাওয়া 

তোমায় দেওয়া রক্তরাঙা লাল গোলাপ আজও সাক্ষ্য দেই
ভালোবাসো তুমি আজও তারে।
তোমার সাথে দেওয়া চায়ের চুমুক টাও তোমার কথা বলে
যেথা শব্দেরা ক্লান্ত,সেথা পরিশ্রান্ত মনটাই যথেষ্ঠ।
প্রিয়তমা তোমায় নিয়ে তারাগোনা
অকাশটাও হাতছানি দিয়ে বলে
তুমি আজও চাও তারে।
বিচ্ছেদের এই শহরে ক্লান্ত শরীরে
অবিরত স্বরণ করাই তুমি অ-মলিন।
অসাধ্য সাধনের প্রয়াশ আর 
তাকে নিজের করে পেয়েও হারানো,
ব্যক্ত করে তুমি আজও তারে চাও।
দূর থেকে বহুদূরে চলে গিয়েও তার জন্য পথ চেয়ে থাকাও
আজও বলে তুমি আছো দাড়িয়ে।

©Aksaruzzaman sk
  #SAD
12d253ab08b43b0651056090618cc466

Aksaruzzaman sk

জীবন - মরণ

জন্মিয়াছো যখন মরিতে তোমায় হইবে,
আকাশে মেঘ করেছে তখন বাতাস তো বইবে।
তোমার এই অবসাদ আজ কেন মিছে?
তোমার কি ভয় নেই বেরোজগারি যে তোমার পিছে।
তুমি ছেলে নিতান্ত পথেরও ফুল,
ভেবোনা কখনো; জন্মিয়া করেছো মস্ত একটা ভুল।


তুমি যেটা ছিনিয়ে নাও, কঠোর পরিশ্রম দিয়ে
পাছে প্রতিবেশী, বন্ধু ও আত্মীয়স্বজন নেবে সেটা ছিনিয়ে।
এসেছো যেদিন তুমিও কেঁদেছো,
সেই কান্না দিয়ে মা কে মায়ায় বেঁধেছো।

কতোনা অবসাদ আর কত না ক্লান্তি,
নাহয় আর কিছুদিনের পরিশ্রম তারপর তো শান্তি।
তুমি দুঃখিত ,তুমি কত না ব্যথায় ব্যাকুল,
তুমি প্রতিনিয়ত তোমার লক্ষে পৌঁছানোর জন্য আকুল।

©Aksaruzzaman sk
  #জীবন - মরণ

#জীবন - মরণ #Life

12d253ab08b43b0651056090618cc466

Aksaruzzaman sk

I 
Am 
Busy
On repairing
MYSELF

Sorry for
Inconvenience

©Aksaruzzaman sk
  #repairing
12d253ab08b43b0651056090618cc466

Aksaruzzaman sk

#today by Aksaruzzaman

#today by Aksaruzzaman #poem

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile