কাজে নেই মন, অকাজের পিছনেই ছোটে সর্বক্ষণ। সময়, শুধুই হয় ক্ষয়, যান্ত্রিক কাঁটা শুধু হিসেব রেখে যায়। দিন কাটে, কাটে রাত। কত কত, ক্ষতবিক্ষত, আহত, নিহত স্বপ্নেরা, সেই চেনা সুরে গান গায়। তোমার গান, আমার গান, সেই, নীল সপ্নের গান। মন, তাই তো ফেলে কাজ, অকাজের পিছে ছোটে দিনরাত। যন্ত্রেই রাখে হিসেব সব, নিপুণ দক্ষতায়। #bengali #bengaliquotes #bengali_poem #bengalipost #goeasy #easyjourney