প্রতিনিয়ত মৃত্যুতে আবেশিত রমরমা , তাতে কারণে কিন্তু হেতু অকারণ থাক বেশি, রক্ত নেই তাদের.... তারা আসলে নিস্বক তৃণসমূহ , ক্ষত স্থানে আঘাতে হোক শূন্যস্থান পূরণ প্রতিবাদহীন ব্যাপ্ত যুথচরে । সমাজের ধূসর ভবিষ্যতের নষ্টামি সামাজিক জীবকে আশা করি বুঝিয়ে দিতে হবে না ! আমি স্বীকার করছি যে , আমি যা লিখছি অথবা বোঝানোর চেষ্টা করছি ; তাতে কিছু সংখ্যক অসৎ মানুষদের রম্য হয় কেবলমাত্র ! মাথা ঘামায় না তারা এসবে । কারণ ওসব নীচ মানসিকতার কুফল হল মানবিক লাঞ্ছনা । লিখে প্রতিবাদ করাটা একরকমের চেষ্টা মাত্র , কিংবা বলা যায় সান্ত্বনা মাত্র !! ঐরালী'র স্থাপনা কিংবা কিছু সমস্যার ব্যাপারে অবগত করে চোখের খুব কাছে হওয়া অন্যায়গুলো বিবেকের দ্বারা কিছু ভালো করা....এটাই আমাদের উদ্দেশ্য !! রাহুল ব্যক্তিগতভাবে কিছুটা সমস্যাগ্রস্ত হওয়ায় সে সপ্তাহের শেষে যোগ দিতে পারলো না । The Clown , Oindrila Samanta বোনু আর আমি মিলে "ঐরালী" - তে লিখছি । আমাদের আশা পাঠকরা লেখক হয়ে যোগদান করবেন আপনারা । কোলাবের মাধ্যমে নিজেদের মতামত ব্যক্ত করবেন আপনারা , এই ভরসা রাখলাম ! সবশেষে আবারও বলবো , "বিপ্লব অমর রহে!!" ✊✊