পারবে কি আমার মতোন অল্পতে খুশি হতে? যদি পারো, তবে কাছাকাছি এসো । বৃদ্ধ গাছের ছায়ায় একটু জিড়িয়ে নিও । ভালোবাসা কি সত্যি মাপা যায়? যদি যেতো, তবে প্রতিটা গল্পে প্রেমিক প্রেমিকার মিলন হতো । হতো কি? নাকি সেখানেও তুমি আমি সবাই হয়তো দেখছি সুখী হওয়ার অভিনয় ।। #11th