ওই মায়াবী চোখ যখন যখন তাকিয়ে দেখে ফেরে আমি হারিয়ে যাই বারে বার ও চোখের মায়ার ঘোরে ******* কখনো ভাষায়, কখনো বা আকারে ইঙ্গিতে কাছে টানে তোমার ও চোখ সম্মোহিত আমি হাওয়ার বেশে ছুঁয়ে যাই তারে, ভুলে সকল শোক ********* ভালোবাসা আজ সোই'য়ের রূপ নিয়ে বারেক কাছে তে টানে আমার এ মন তাতেই আছে মজে কারণ সে যে ভালোবাসতে জানে #Sayantani