দিগন্তের ওই নীল ছুঁতে চাওয়া হাত, তাকে তুমি কেন মারো?? স্বচক্ষে দেখেছে চাঁদ,হাজার তারার ভিড়ে, সে হাত ধরেছে অন্যকারো।। আজ #collab-এ হাত লিখেছে Nostalgia Writers' Club-এর সদস্য PRIYA SAHA আজকের background image-টি তুলেছে Nostalgia Photographers' Club-এর সদস্য সুরভী মণ্ডল Nostalgia Writers' Club-এর সদস্য হওয়ার জন্য তোমার ১লাইনের ছোট্ট ভাবনা mail করো। তোমাদের লেখা ভাল লাগলে সেটি হবে Nostalgia page-এর আগামী দিনের collab.