Nojoto: Largest Storytelling Platform

তুমি তো জানাও নি চৈত্র তাপের বেলাশেষে বৃষ্টি আনে হ

তুমি তো জানাও নি চৈত্র তাপের বেলাশেষে বৃষ্টি আনে
হারিয়ে যাওয়া কোন অবেলার প্রিয় মুখের আবেশ রেণু ;
আমি বোধহয় এমনটাই থেকে যাবো মুখ চোরা শুধুই লিখে নেবো
কবিতাসারি....
তুমি তো শেখাও নি অবুঝ ভোরের বাতাস কেমন ফিরিয়ে আনে
গাছ গাছালির পাতার ভেতর ডাকনামে দিন কাটার আগে,
থাক সে সব টুকুই আজ মেখে নেবো, ঝড়ের বুকে পাল ভাসাবো,
মিথ্যে আবেগ কান্না চেপে বিলাসী দেখনদারি....

©jayanta ray(joy)
  #তোমার নামে

#তোমার নামে #কবিতা

66 Views