গল্প হলেও সত্যি ২ বনানীর মনটা আজ মনমরা সৃতনু আজ ওর সাথে আসেনি আজ প্রথমবার আল্ট্রাসনগররাফি হবে ওর সন্তানের , সৃতনুর কোনো আকর্ষণই নেই ওদের সন্তানের প্রতি। ডাক্তারের রুমের বাইরে বসে আছে এমন সময় হঠাৎ খেয়াল করলো শঙ্খ ওখান দিয়ে হেটে যাচ্ছে। বনানী উচ্ছসিত হয়ে উঠলো, ভুলেই গেল যে ওহ IVF ক্লিনিকে আছে। "শঙ্খ তুই এখানে" শঙ্খ চোখের ইশারায় শান্ত হতে বললো। Sorry তোকে দেখে আমি খুব excited হয়ে গেছিলাম। শঙ্খ হেসে এটা আমারই ক্লিনিক আমি তো ভাবতেই পারছি না, আয় আমার সাথে তোকে অপেক্ষা করতে হবে না শঙ্খ বনানীর হাত ধরে ক্লিনিকের অন্য দিকে নিয়ে গেল। Dr. Roy : হলোঃ sir হলোঃ Dr. Roy আজ থেকে আপনি দেখবেন আমার বান্ধবীকে আর ওকে যেন অপেক্ষ করতে না হয়। নিশ্চই sir। পুরোটা সময় শঙ্খ বনানীর পাশে বসে রইল, যখন বনানী নিজের সন্তানের হৃদস্পন্দন শুনল খুশিতে শঙ্খর হাতটা চেপে ধরলো, ক্লিনিকের করিডোরে পাশাপশি দুজনে হাটতে লাগলো। তুই আমার জন্য সারাটা জীবন কত কিছু করে গেলি আর আমি তোকে ভুল বুজলাম। এই সময় একদম এই সব কথা না। আর তোর সন্তান তো আমার সন্তানের মতোই I can't be his or her father but I can be godfather তখন শঙ্খর ফোনটা বেজে উঠল বলুন, what , how this is possible, আপনার কোনো ভুল হচ্ছে না তো। ওকে keep me updated. শঙ্খর কপালে চিন্তার ভাঁজ কিরে series কিছু আরে না business এর ব্যাপার, তোকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। ক্রমশঃ #একযেছিলকন্যা #গল্পহলেওসত্যি #shareduniverse #sequel