যে পথে ফুল দিয়েছিলে , সেই পথ আবছা সন্ধ্যে নামলে ডেকে যায় আমাকে , আগের সময় অনুষ্ঠান - এর মতো নেমে আসে । টিপের সংসার ভেঙে দিয়েছে আয়না রূপ , তোমার আঙ্গুলের সঙ্গে আমার ভেজা জামার ভালোবাসা দিবস । আমি সে পথে ভবিষ্যৎ দেখি , হাতের রেখা টেনে গিয়েছ তুমি ! আমি ভালোবাসিনা , তুমি ভালোবাসা দেখতে পাওনা ! [ আয়না / শুভ সরকার ] \\ ২৬ ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ // • • • • #yqbaba #yqdada