Nojoto: Largest Storytelling Platform

ডায়েরির ভাঁজে খেলছে অভিযোগ -

ডায়েরির ভাঁজে খেলছে অভিযোগ -
                                    কত শত;
ছেড়ে গিয়েছে তারা,
     যাদের সাথে ছিলো যোগাযোগ ।
আমি গুছিয়ে নিয়েছি নিজের মত,
   সারিয়ে নিয়েছি মনের গভীর ক্ষত।।

©PRAHLAD MUKHERJEE
  #pheleashaotit