সবুজ প্রান্তর--ফসলের ক্ষেত,দুপুর নিঝুম--- হাওয়ায় দোল খায় কাকতাড়ুয়া,দূরে দূরে ভটভট স্যালোপাম্প,ফুড়ুৎ করে উড়ে যায় ফিঙে, দিগন্তে কালো মেঘের পাহাড় আরও ঘন নিবিষ্ট ভাবে ঝুঁকে আসে ফসল ভর্তি মাটির বুকের কাছাকাছি...... চলে এসেছে নতুন কোলাব 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 আজ আমি স্বাধীনতা•••🍁❤ র তোলা একটি ছবি থাকলো, তোমাদের জন্যে.. 💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜