'আহা আজি এ বসন্তে' প্রস্ফুটিত চক্ষু নিমেষে হারায়; মিথ্যা সুখের গর্ব তাঁর ধূলায় মিশে যায়। এমন মধুর বসন্ত সখী কোথায় পাবে খুঁজি! হেরিয়ো এই মাধুর্য, কখনো চক্ষু বুজি। মিছামিছি হাসাহাসি, অরণ্যে রোদন করো ত্যাগ সখী, ভালোবাসো নিজেরই মতন। 'কেন কাছে আস ', সুখ বিনা তোমার মিথ্যা বড়াই বেঁচে থাকার; অমৃতের আস্বাদ পায়নি প্রাণ-মন-তোমার। 'সুখে আছে যারা ', দেখেনি তোমার নয়নের নীর; এক ফোঁটাও ফাঁকি নেই তাতে, শুধু শুধু তুলেছ প্রাচীর। 'তারা ফিরেও না চায়', তারা অভাগিনী কয়, তুমি থাকো তোমার মতই, সুখ খোঁজো চেনা আঙিনায়। remembering Tagore's mesmerizing song..' আহা আজি এ বসন্তে এত ফুল ফোটে...। ' আহা আজি এ বসন্তে' প্রস্ফুটিত চক্ষু নিমেষে হারায়; মিথ্যা সুখের গর্ব তাঁর ধূলায় মিশে যায়। এমন মধুর বসন্ত সখী কোথায় পাবে খুঁজি! হেরিয়ো এই মাধুর্য, কখনো চক্ষু বুজি। মিছামিছি হাসাহাসি, অরণ্যে রোদন করো ত্যাগ সখী, ভালোবাসো নিজেরই মতন।