ফ্রির পরিণাম হে নারী,ফ্রিতে পাবে না কোনো গাড়ি কোনো বাড়ি,পাবে না তোমার লাল টুকটুকে সাড়ী; মুখখানা কেন অমন হাঁড়ি হাঁড়ী পুষেছো যতো আবেগ কাঁড়ী কাঁড়ী, জানি করছি একটু বাড়াবাড়ি, যদি আসো আগামী বারোয়ারী আমি তোমায় গান শোনাতে পারি, তুমি চাইলে রাখব চাপদাঁড়ী আসলটা,ফ্রিতে পাব না যে নকল ছুঁচোর দাঁড়ী। #ফ্রির পরিণাম