বেলাশেষে, দীপাবলির সব দীপ নিভে যেতে পারে, সব গান হয়ে যেতে পারে ছন্দহারা, শেষ থেকেই নাহয় আবার শুরু হোক, চিরসবুজ এক জীবনের গান বাঁধা সত্যি যদি ফেলুদার সাথে একটিবার দেখা হতো, কথা হতো, তবু বাক্যের শেষে দাঁড়ির অত্যন্ত গুরুত্ব থাকে, তাই যে যেতে চায়, তাকে যেতে দেওয়াই, ভালো। 🙂 যেখানে থেকো, ভালো থেকো অপু... তোমার চিরসবুজে আমরা সদা অবগাহন করবো। #নক্ষত্রপতন