কোনো এক নীরব বিকেলে আজ তোমাদের জন্য আনলাম একেবারে নতুন কনটেস্ট কবিতার জন্য যেখানে তোমরা কোলাব করবে আমাদের দেওয়া লাইনের সাথে, একটি বক্সে আমরা লিখেছি, আরেকটিতে লিখবে তোমরা, শর্ত একটাই আমাদের ব্যবহার করা যেকোনো একটি শব্দ থাকবে তোমাদের দুলাইনের কোলাবে, খেয়াল রেখো তোমার লেখা যেন বক্স থেকে না বেড়িয়ে যায়।