Nojoto: Largest Storytelling Platform

আড়াল থেকে দেখছে বুঝি কেউ কেউ তো নেই দেখি আমার আশপ

আড়াল থেকে দেখছে বুঝি কেউ
কেউ তো নেই দেখি আমার আশপাশে
আশপাশে থাকলে বলতো নিশ্চয় কথা
কথা বলে না সে আগের মতো ভালোবেসে।
ভালোবেসে একদিন এসেছিল যে কাছে
কাছে না এসে এখন শুধুই করে সওয়াল
সওয়াল করা তার স্বভাব হয়ে দাঁড়িয়েছে যেন
যেন সে নিজেকে করতে চায় আড়াল। 🙏নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা🙏

তোমাদের জন্য আজকের কনটেস্ট - "শুরু শেষের কবিতা"।

এই কনটেস্টের শর্ত হলো -
১)  তোমার লেখার প্রথম লাইনের শেষ শব্দটি দ্বিতীয় লাইনের শুরুর শব্দ হবে।
 ২) এই ভাবে অনধিক আটটি লাইনে লিখতে হবে যেখানে প্রতিটি লাইনের শেষ শব্দটি পরের লাইনের শুরুর শব্দ হিসেবে ব্যবহার হবে।
৩) শেষ লাইনের শেষ শব্দটি হবে প্রথম লাইনের শুরুর শব্দ।
আড়াল থেকে দেখছে বুঝি কেউ
কেউ তো নেই দেখি আমার আশপাশে
আশপাশে থাকলে বলতো নিশ্চয় কথা
কথা বলে না সে আগের মতো ভালোবেসে।
ভালোবেসে একদিন এসেছিল যে কাছে
কাছে না এসে এখন শুধুই করে সওয়াল
সওয়াল করা তার স্বভাব হয়ে দাঁড়িয়েছে যেন
যেন সে নিজেকে করতে চায় আড়াল। 🙏নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা🙏

তোমাদের জন্য আজকের কনটেস্ট - "শুরু শেষের কবিতা"।

এই কনটেস্টের শর্ত হলো -
১)  তোমার লেখার প্রথম লাইনের শেষ শব্দটি দ্বিতীয় লাইনের শুরুর শব্দ হবে।
 ২) এই ভাবে অনধিক আটটি লাইনে লিখতে হবে যেখানে প্রতিটি লাইনের শেষ শব্দটি পরের লাইনের শুরুর শব্দ হিসেবে ব্যবহার হবে।
৩) শেষ লাইনের শেষ শব্দটি হবে প্রথম লাইনের শুরুর শব্দ।